
গল্প: অভাগীর স্বর্গ
১। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৭৩ সালে খ) ১৮৭৪ সালে
গ) ১৮৭৫ সালে ঘ) ১৮৭৬ সালে
২। ‘কাঙালীর মার মতো সতী-লক্ষ্মী আর দুলে পাড়ায় নেই’ এ কথা কে বলেছিল?
ক) রাখালের পিসি খ) বিন্দির মা
গ) রসিক দুলে ঘ) ঈশ্বর নাপিত
৩। ‘আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবে মরে যেতুম’ কার উক্তি?
ক) কাঙালী খ) অভাগী
গ) কাঙালীর মা ঘ) রসিক
৪। কাকে আর প্রলুব্ধ করতে হলো না?
ক) অভাগীকে খ) কাঙালীকে
গ) রসিককে ঘ) রাখালকে
৫। ‘অভাগীর স্বর্গ’ গল্পে অভাগীর জীবন-নাট্যের কোন অঙ্ক পরিসমাপ্ত হতে চলল?
ক) প্রথম খ) দ্বিতীয়
গ) মধ্য ঘ) শেষ
৬। অভাগী কবিরাজের কাছ থেকে নিয়ে আসা বড়ি চারটি কোথায় ফেলে দিল?
ক) উনুনে খ) উঠানে
গ) কুয়োয় ঘ) জঙ্গলে
৭। অভাগী কাঙালীকে নাপিত বৌদির কাছ থেকে কী চেয়ে আনতে বলেছিল?
ক) সিঁদুর খ) আলতা
গ) শাঁখা ঘ) চন্দন
৮। কাঙালীদের কুটির প্রাঙ্গণে কোন গাছ ছিল?
ক) বেল খ) আম
গ) বট ঘ) অশ্বত্থ
৯। ‘অভাগীর স্বর্গ’ গল্পে কার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়ল না?
ক) গোমস্তার খ) হরিদাস মুখুয্যের
গ) রসিক দুলের ঘ) কবিরাজের
১০। ঠাকুরদাস মুখোপাধ্যায় কীসের কারবার করতেন?
ক) ধান খ) পাট
গ) তুলা ঘ) মাছ
১১। পরের জন্য শ্মশানে দাঁড়িয়ে অশ্রুপাত করায় কে মনে মনে লজ্জা পেল?
ক) অভাগী খ) কাঙালী
গ) রাখালের মা ঘ) বিন্দির পিসি
১২। কার জীবনের ইতিহাস ছোট?
ক) কাঙালীর খ) অভাগীর
গ) রসিকের ঘ) বামুন-মার
১৩। অভাগী তার অভাগ্য ও শিশুপুত্র কাঙালীকে নিয়ে কোথায় পড়ে রইল?
ক) বস্তিতে খ) শহরে
গ) গ্রামে ঘ) বাগদীপাড়ায়
১৪। চিতার আকাশজোড়া ধোঁয়াকে অভাগী কীসের সঙ্গে তুলনা করেছে?
ক) ইন্দ্রের রথ খ) স্বর্গপুরী
গ) স্বর্গের রথ ঘ) দেবতার রথ
১৫। কাঙালী কীসের দ্বারা বাঁধা দিয়ে কবিরাজকে এক টাকা প্রণামী দেয়?
ক) বাটি খ) থালা
গ) ঘটি ঘ) কলসি
উত্তর: ১. ঘ, ২. খ, ৩. ক, ৪. খ, ৫. ঘ, ৬. ক, ৭. খ, ৮. ক, ৯. ক, ১০. ক, ১১. ক, ১২. খ, ১৩. গ, ১৪. গ, ১৫. গ।
আতাউর রহমান সায়েম, সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা/আবরার জাহিন