
ইতিহাদ স্টেডিয়ামের গ্যালারির প্রতিটি কোণা ছেঁয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটির সমর্থকদের আনাগোনায়। কিন্তু সেই মাঠে উৎসবে মেতে ওঠা আর হয়নি স্বাগতিকদের। ১-১ গোলে সমতায় থাকা ম্যাচ টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের মাধ্যমেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লস ব্লাঙ্কোসরা।
বুধবার (১৭ এপ্রিল) রাতে ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে এগিয়ে যায় সফরকারী রিয়াল। সেই সমতা টানতে সিটিকে অপেক্ষা করতে হয়েছে ৭৬ মিনিট পর্যন্ত। কেভিন ডি ব্রুইনার গোলে ম্যাচে সমতা ফেরায় স্বাগতিকরা।
এরপর আরকোনো গোল হয়নি। তাতে নির্ধারিত ও অতিরিক্ত দুই সময়েই খেলা ১-১ গোলের সমতায় থাকে। ম্যাচর ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে চমক দেখিয়ে দেন রিয়াল মাদ্রিদের গোলকিপার আন্দ্রে লুনিন। পেনাল্টি শুটআউটে দুটি শট ঠেকিয়ে গড়ে দেন ব্যবধান। ৪-৩ গোলের ব্যবধানে টাইব্রেকারে জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ এর আগে দুই দলের প্রথম লেগ ৩-৩ গোলে ড্র হয়েছিল।
সেমিফাইনালে রিয়ালের প্রতিপক্ষ অবশ্য সহজ নয়। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে পেয়েছে প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা। কই দিনেই ইংলিশ ক্লাব আর্সেনালকে হারিয়ে শেষ চারে পা রেখেছে বায়ার্ন।