
রিয়ালের জার্সিতে প্রথম মৌসুমে দারুণ পারফর্ম করেছেন জুড বেলিংহাম। রিয়ালকে লা লিগা শিরোপা জেতায় অবদান রাখার পাশাপাশি দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেতেও করেছেন সহায়তা। অনেকের মতে এগিয়ে আছেন ব্যালন ডি’অর জেতার দৌঁড়েও। এরমাঝেই আবার জিতলেন লা লিগার মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কার।
চলমান মৌসুমে রিয়ালের জার্সিতে করেছেন ২৮ ম্যাচে ১৯ গোল আর গোল করায় সহায়তা করেছেন ৬টিতে।
লা লিগার মৌসুম সেরা খেলোয়াড় হওয়ার পুরস্কার জেতার পর এক ভিডিও বার্তায় নিজের অনুভূতিও জানিয়েছেন বেলিংহাম, ‘এই ট্রফির জন্য ধন্যবাদ। এটা গ্রহণ করাটা সম্মানের ব্যাপার। আমি দুঃখিত যে সরাসরি উপস্থিত হতে পারিনি। আমি চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছি। আমার ওপর বিশ্বাস রাখার জন্য এ পুরস্কার আমি আমার সতীর্থ, সব স্টাফ এবং কোচকে উৎসর্গ করতে চাই। পাশাপাশি সমর্থকদের কথাও বলতে হয়। এটা বিশ্বের সেরা ক্লাব। এই ক্লাবের হয়ে খেলা সব সময় আনন্দের ব্যাপার।’
ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদের হয়ে বেলিংহামের লা লিগা শিরোপা জয় নিশ্চিত হয়ে গেলেও সামনে রয়েছে আরও কঠিন পরীক্ষা। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তার দল মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। জিততে পারলে নিজের ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার স্বাদ পাওয়ার পাশাপাশি এগিয়ে যাবেন ব্যালন ডি’অর জেতার দৌঁড়ে আরও একধাপ।