ঢাকা ১২ শ্রাবণ ১৪৩১, শনিবার, ২৭ জুলাই ২০২৪

দেশের বাজারে আসছে বিওয়াইডি’র গাড়ি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ১১:০৩ এএম
আপডেট: ১৫ মার্চ ২০২৪, ১১:০৩ এএম
দেশের বাজারে আসছে বিওয়াইডি’র গাড়ি
সেডান মডেলের প্রিমিয়াম বিওয়াইডি সিল

চীনের শেনজেনভিত্তিক বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিল্ড ইয়োর ড্রিমস বা বিওয়াইডির গাড়ি দেশের বাজারে এনেছে সিজি-রানার বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি প্রতিষ্ঠানটি সেডান মডেলের প্রিমিয়াম বিওয়াইডি সিলের দুটি সংস্করণ উন্মোচন করেছে। কয়েক সপ্তাহ বাজার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ শেষে আগামী মে মাস থেকে দেশের সড়কে নামার অপেক্ষায় রয়েছে এই ব্র্যান্ডের গাড়ি।

প্রাথমিক অবস্থায় বিওয়াইডি সিল এক্সটেন্ডেড ও পারফরম্যান্স মডেলের দুটি গাড়ি দেশের বাজারে পাওয়া যাবে। বিওয়াইডি সিলের রিয়ার হুইল ড্রাইভ সংস্করণটি এক চার্জে ৫৭০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এটির আনুমানিক দাম এক কোটি থেকে এক কোটি ১০ লাখ টাকার মধ্যে হবে।

অন্যদিকে অল-হুইল ড্রাইভ (এডব্লিউডি) সংস্করণটি এক চার্জে মাইলেজ দেবে ৫২০ কিলোমিটার পর্যন্ত। সম্প্রতি নেপালে এই সংস্করণের ঘোষিত দাম আগের সংস্করণ থেকে ৩০-৪০ শতাংশ বেশি হওয়ার দিকে ইঙ্গিত দেয়।

বিওয়াইডির পরিবেশক সিজি-রানার বাংলাদেশ লিমিটেড চলতি মাসে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় প্রথম নিজস্ব বিক্রয়কেন্দ্র চালু করেছে। ৮ হাজার ৪০০ বর্গফুটের বিক্রয়কেন্দ্রে একসঙ্গে পাঁচটি গাড়ি প্রদর্শনের ব্যবস্থা রয়েছে।

বিওয়াইডি উদ্ভাবিত নিজস্ব অত্যাধুনিক প্রযুক্তি সিল গাড়িতে ব্যবহার করা হয়েছে। এনইভি বা নিউ এনার্জি ভেহিকেল শ্রেণিতে সিলে রয়েছে এআই-প্ল্যাটফর্ম ৩.০। এতে প্রথমবারের মতো ‘সেল টু বডি’ অর্থাৎ সিটিবি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। স্যান্ডউইচ প্রযুক্তিতে তৈরি গাড়িতে ব্লেড ব্যাটারি স্থাপন করা হয়েছে। সিটিবি প্রযুক্তির মাধ্যমে ব্লেড ব্যাটারি নিজেই একটি শক্তির উৎস হিসেবে কাজ করবে। গাড়িতে ৮২ দশমিক ৫ কিলোওয়াটের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। মাত্র ৩ দশমিক ৮ সেকেন্ডে বিওয়াইডি সিল পারফরম্যান্স শূন্য থেকে ১০০ কিলোমিচার পর্যন্ত গতি তুলতে সক্ষম। গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার।

গাড়িটিতে আইট্যাক বা ইন্টেলিজেন্স টর্ক অ্যাডাপশন কন্ট্রোল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির কারণে পিচ্ছিল রাস্তায়ও টর্ক নিয়ন্ত্রণ করে গাড়ির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া যাবে। ফলে গাড়ির যাত্রীরা পাবে বাড়তি নিরাপত্তা। দ্রুতগতির এই গাড়ির চার চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক। অ্যাডাপটিভ সাসপেনশন থাকায় অমসৃণ রাস্তাতেও কোনো ঝাঁকুনি অনুভব হবে না।

এতে তাপমাত্রা নিয়ন্ত্রণে হিট পাম্প রয়েছে। এই পাম্পের কারণে ব্যাটারি দ্রুত শীতল হবে এবং কম শক্তি খরচ করে দূরত্ব পাড়ি দেবে। স্লান্টেড রুফলাইন, শর্ট রিয়ার ডেক, ওয়াটারড্রপ মিরর, ওয়েভ ওয়েস্টলাইন ও পিএম ২.৫ ফিল্টারেশন সুবিধা গাড়িকে অনন্য করেছে। ইন্টেলিজেন্ট ককপিট সিস্টেম চালক ও যাত্রীকে বাড়তি সুবিধা দেবে। ১৯ ইঞ্চির চাকাগুলো যাত্রাপথে আলাদা স্বাচ্ছন্দ্য দেয়। সিল গাড়ির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে ৪৮০০, ১৮৭৫ এবং ১৪৬০ মিলিমিটার।

সিল গাড়ির সামনের দিকের নকশা ‘এক্স’ আকৃতির। স্পোর্টস সেডান ধারার এই গাড়ির কাঠামো অ্যারোডাইনামিক নকশায় তৈরি করা হয়েছে। এ জন্য গাড়িটি বাতাসের প্রতিকূলে আরও সাবলীলভাবে ছুটে চলতে পারে। ‘ইউ’ আকৃতির ব্যাকলাইট গাড়ির দৃশ্যমানতা প্রকাশ করে।

গাড়িতে রয়েছে ১৫.৬ ইঞ্চির মাল্টিমিডিয়া টাচ স্ক্রিন। পর্দা সোজাসুজি এবং আড়াআড়ি দুভাবেই ব্যবহার করা যাবে। চারটি এসি ভেন্ট রয়েছে গাড়ির ভেতরে সামনের সারিতে। মাল্টিমিডিয়া ডিসপ্লের মাধ্যমে এই ভেন্টগুলোর বাতাস প্রবাহের দিক নিয়ন্ত্রণ করা যায়। ভয়েস কন্ট্রোলারের মাধ্যমেও গাড়িটিতে বিভিন্ন নির্দেশ দেওয়া যায়।

এই গাড়িতে রয়েছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা সুবিধা। গাড়ি চালানোর সময় যদি কোনো গাড়ি কাছাকাছি চলে আসে, তবে ক্যামেরাগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে, তা ডিসপ্লেতে দেখা যাবে। এ ছাড়া ডানে বা বাঁয়ে সিগন্যাল লাইট জ্বালালেও ক্যামেরায় আশপাশের দৃশ্য পর্দায় দেখা যাবে। গাড়ি ডানে-বাঁয়ে অথবা সামনে-পেছনে চালানোর সময় ডিসপ্লেতে চাকার অবস্থান দেখা যাবে। পুরো গাড়িতে রয়েছে ‘মিউজিক সেন্সড অ্যাম্বিয়েন্ট লাইট।’ গাড়িতে আরাম-আয়েসে বসার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। সবগুলো আসনেই পা রাখার প্রশস্ত জায়গা রয়েছে। এই গাড়ি একেবারেই শব্দহীন। সাউন্ডপ্রুফ ক্যাবিনেট থাকার কারণে বাইরের কোনো শব্দ ভেতরে প্রবেশ করে না। মসৃণ রাস্তায় গাড়ির গতি খুব একটা বোঝা যায় না। অনেক গতিতে গাড়িটি চালানোর সময় উচ্চ গতি বোঝা যায় না।

চালকের পাশের দরজা খুলতেই আসনটি স্বয়ংক্রিয়ভাবে পেছনে গিয়ে গাড়িতে ঢোকার জায়গা বেড়ে যায়। এই গাড়িতে ‘সিট মেমোরি’ রয়েছে। চালক নিজের পছন্দমতো লেগস্পেস ও স্টিয়ারিং হুইলের অবস্থান বের করে মেমোরিতে সংরক্ষণ করেতে পারেন। গাড়িতে চালক ঢোকার পরে স্বয়ংক্রিয়ভাবে আসন ও স্টিয়ারিং সেই অবস্থানে চলে আসবে। গাড়িটির গিয়ার প্যানেলটা বেশ নান্দনিক। গাড়িটি চালু বা বন্ধ, হ্যাজার্ড, অটো হোল্ড, শব্দ নিয়ন্ত্রণ, ড্রাইভিং মোড পরিবর্তনসহ প্রায় সব কাজ এই অংশ থেকে নিয়ন্ত্রণ করা যায়।

গিয়ার শিফটারের সামনে একসঙ্গে দুটি স্মার্টফোন চার্জ করা যায়। গাড়ির যাত্রী আসনের সারিতেও রয়েছে আলাদা এসি ভেন্ট। সিলে রয়েছে হাই-ফাই ডাইন অডিও প্রিমিয়াম সাউন্ড বুস্টসমৃদ্ধ ১২টি স্পিকার, যা গাড়িতে হোম থিয়েটারের মতো অনুভূতি দেবে। বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রিত গাড়ির সামনের আসনগুলোয় রয়েছে হিটেড এবং কুলিং সিট অপশন। দীর্ঘ পথে অথবা অতিরিক্ত ঠাণ্ডায় চালক বা যাত্রীর ক্লান্তি দূর করতে এই সুবিধাটি বেশ উপকারী।

এই গাড়ির নান্দনিক দিক হলো প্যানারমিক মুনরুফ। সম্পূর্ণ ছাদই মুনরুফ। দিনের বেলায় গাড়ির মধ্য থেকে আকাশ দেখা যাবে। মুনরুফটি অতি বেগুনি রশ্মি (ইউভি) প্রতিরোধক। এতে সূর্যের আলো ঢুকলেও তাপমাত্রা বাড়াবে না।

বিক্রয়কেন্দ্রে গিয়ে আগ্রহী ক্রেতারা বিওয়াইডি গাড়ির অভিজ্ঞতা নিতে পারবেন। ক্রেতাদের সুবিধার্থে বিক্রয়কেন্দ্রে দুটি চার্জিং স্টেশন রয়েছে। ইভি বিক্রেতাদের মতে, বাণিজ্যিক চার্জিং স্টেশনগুলোয় সব ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি দেড় হাজার থেকে ১ হাজার ৮০০ টাকায় ৪৫ মিনিটে চার্জ করা যাবে। অন্যদিকে বাড়িতে চার্জ করতে সময় লাগবে ৬ থেকে ৭ ঘণ্টা। সেক্ষেত্রে বিদ্যুৎ বিল এক হাজার টাকার কম হবে। এখনো দেশে চার্জিং স্টেশনের বিস্তৃত নেটওয়ার্ক গড়ে না ওঠায়, প্রথমদিকে এর ব্যবহারকারীদের চার্জিং নিয়ে ভোগান্তিতে পড়তে হতে পারে। দেশে যে ৩টি ইভি চার্জিং স্টেশন রয়েছে, সেগুলোর অবস্থানও রাজধানীতে। তবে সারা দেশে বৈদ্যুতিক গাড়ির নেটওয়ার্ক তৈরি করার জন্য দেশের সক্রিয় ইভি ব্যবসায়ীরা চার্জিং নেটওয়ার্ক তৈরির জন্য উদ্যোগ খুঁজছেন। আগামী জুনে রাজধানীতে ৮টি, কুমিল্লায় এবং চট্টগ্রামে একটি করে মোট ১০টি চার্জিং স্টেশন চালু হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, ডিসেম্বরের মধ্যে আরও ৩০টি স্টেশন চালু হবে।

এ.জে/জাহ্নবী

বিশ্বের প্রথম আধুনিক সুপার কার

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০৭:৩৬ পিএম
আপডেট: ২৬ জুলাই ২০২৪, ০৭:৩৬ পিএম
বিশ্বের প্রথম আধুনিক সুপার কার
মার্সিডিজ বেঞ্জ ৩০০ এসএল গালউইং। ছবি: সংগৃহীত

বিশ্বের প্রথম আধুনিক সুপার কার তৈরি করেছিল জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ বেঞ্জ। প্রতিষ্ঠানটি ১৯৫০ সালের শুরুর দিকে ‘ডব্লিউ ১৯৪’ মডেলের স্পোর্টস গাড়ি বাজারে আনে। ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের গাড়ি আমদানিকারক ম্যাক্সিমিলিয়ান হফম্যান তৎকালীন মার্সিডিজ গাড়ির নির্মাতা ডাইমলার বেঞ্জের পরিচালনা পর্ষদকে পরবর্তী সংস্করণের রেসিং স্পোর্টস গাড়ি তৈরির অনুরোধ জানায়।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রির জন্য ১ হাজার গাড়ি কেনার অগ্রিম অর্ডার দেন। হফম্যানের এ প্রস্তাবের মাত্র পাঁচ মাস পর ১৯৫৪ সালের ফেব্রুয়ারিতে বাজারে আসে মার্সিডিজ বেঞ্জ ৩০০ এসএল গালউইং। বিশ্বের প্রথম আধুনিক সুপার কার হিসেবে এটি স্বীকৃতি পায়। গাড়িটি নিউইয়র্কের ইন্টারন্যাশনাল মোটর স্পোর্টস শোতে প্রদর্শন করা হয়।

নকশায় ও আভিজাত্যে গাড়ির স্পেসিফিকেশন সেই সময় অবাক করে দেয় ৩০০ এসএল গলউইং। তথ্যমতে, ১৯৫৭ সাল পর্যন্ত উৎপাদন হওয়া এসএল গলউইংয়ের ৮০ শতাংশ গাড়িই যুক্তরাষ্ট্রে বিক্রি হয়েছে। ক্রেতাদের তালিকায় ছিলেন সে সময়কার তারকারাও।

এই গাড়িই বিশ্বের প্রথম ফোর স্ট্রোক যাত্রীবাহী গাড়ি। ২১৫ এইচপি বা ১৫৮ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন গাড়িটির গতি ছিল ঘণ্টায় ২৫০ কিলোমিটার। এটিই সে সময়ের দ্রুততম গতির গাড়ি ছিল। শুধু গতি বা চোখধাঁধানো নকশা নয়, গাড়িটির ওজনও ছিল বেশ কম, যা মাত্র ৫০ কেজি। গাড়ির ওজন কমাতে গাড়িতে ব্যতিক্রম ধরনের দরজা ব্যবহার করা হয়। প্রচলিত দরজার চেয়ে ভিন্নধর্মী এ দরজা ওপর থেকে খুলে যেত। এ কারণে গাড়ির নামকরণ করা হয় গলউইং। ১৯৯৯ সালের ডিসেম্বরে এই গাড়িকে স্পোর্টস কার অব দ্য সেঞ্চুরি হিসেবে ঘোষণা করা হয়।  সূত্র: মার্সিডিজ বেঞ্জ

/আবরার জাহিন

শক্তিশালী হাইব্রিড গাড়ি বুগাটি ট্যুরবিলন

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০৭:২৯ পিএম
আপডেট: ২৬ জুলাই ২০২৪, ০৭:২৯ পিএম
শক্তিশালী হাইব্রিড গাড়ি বুগাটি ট্যুরবিলন
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে নতুন হাইপার কার উন্মোচন করেছে বিলাসবহুল গাড়ি নির্মাতা কোম্পানি বুগাটি। ২০১৬ সালের পর সম্প্রতি উন্মোচিত বুগাটির প্রথম নতুন মডেলটি হচ্ছে ‘বুগাটি ট্যুরবিলন ২০২৬’। এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাইব্রিড গাড়ি। গাড়িটির বড় বিশেষত্ব হলো এর শক্তিশালী ১৮০০ হর্স পাওয়ারের (এইচপি) ইঞ্জিন। একটা স্পোর্টস কারে যেসব ফিচার থাকে, তার সবই রয়েছে এই মডেলে।

২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে বাজারে আসবে এ গাড়িটি। যেমন আধুনিক ডিজাইন, তেমনই তাক লাগানো ইঞ্জিন রয়েছে গাড়িটিতে। এই হাইপার কার বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইব্রিড গাড়ি বলে দাবি করেছে এর নির্মাতা প্রতিষ্ঠানটি।

বর্তমানে সংস্থাটির অন্যতম জনপ্রিয় সুপারকার ‘বুগাটি চিরন সুপার স্পর্ট’, যার সর্বোচ্চ গতি ৪৮৯ কিমি প্রতি ঘণ্টায়। এই হাইপার কার মাত্র ২ দশমিক ২ সেকেন্ডে  প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি তুলতে পারে। এই গাড়ির তুলনায় গতির দিকে পিছিয়ে রয়েছে বুগাটি ট্যুরবিলন। তবে এটি পারফরম্যান্সের দিক দিয়ে বেশ এগিয়ে।

ডিজাইনের দিক থেকেও নতুনত্ব রয়েছে বুগাটি ট্যুরবিলনে। হাইপার কারটির সামনের দিকে একটি বড় গ্রিল রয়েছে। এর দুই পাশে রয়েছে কোয়াড এলইডি হেডল্যাম্প। পাশের দিকেও যোগ হয়েছে নজরকাড়া নতুন নকশা। পেছনে আর মাঝে বুগাটি অক্ষরসহ চওড়া একটি এলইডি টেললাইট রয়েছে।

বুগাটির নতুন এই গাড়ির ভেতরে সম্পূর্ণ নতুন কেবিন এবং ড্যাশবোর্ড লেআউট রয়েছে। সুইস ঘড়ি নির্মাতাদের সহায়তায় ডিজাইন করা হয়েছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। বুগাটি জানিয়েছে, এই ক্লাস্টার ৬০০টিরও বেশি অংশ দিয়ে তৈরি। টাইটানিয়ামের পাশাপাশি এতে ব্যবহার করা হয়েছে নীলকান্তমণি ও রুবির মতো মূল্যবান রত্নপাথর। এ ছাড়া সেন্টার কনসোলটি পলিশ করা ক্রিস্টাল গ্লাস ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। গাড়ির ভেতরে দেখতে রেট্রো ডিজাইন।

আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে বুগাটি ট্যুরবিলন হাইপার কারের রয়েছে শক্তিশালী ইঞ্জিন। প্রতিষ্ঠানটির দাবি, ট্যুরবিলনে প্রতি ঘণ্টায় ০ থেকে ১০০ কিলোমিটার গতি স্পর্শ করতে সময় লাগে মাত্র ২ সেকেন্ড। প্রতি ঘণ্টা ২০০ কিলোমিটার গতি স্পর্শ করে মাত্র ৩ সেকেন্ডে।

ট্যুরবিলনে রয়েছে একটি ৮ দশমিক ৩ লিটারের ভি১৬ হাইব্রিড ইঞ্জিন। এর আইস ইঞ্জিন একাই ১০০০ হর্স পাওয়ার এবং ৯০০ এনএম টর্ক তৈরি করে। ইঞ্জিনের সঙ্গে তিনটি বৈদ্যুতিক মোটর সংযুক্ত করা হয়েছে। এই সম্পূর্ণ সেটআপের মাধ্যমে হাইপার কার মোট ১৮০০ হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে। গাড়িতে ইলেকট্রিক উৎস হিসেবে রয়েছে ২৫ কিলোওয়াটের ব্যাটারি প্যাক।
নতুন পাওয়ারট্রেনটি একটি এইট-স্পিড ডুয়াল-ক্লাচ অটো গিয়ারবক্সের সঙ্গে সংযুক্ত। বুগাটি দাবি করেছে, শুধু ২ সেকেন্ডের মধ্যে ০ থেকে ১০০কিলোমিটার নয়, ০ থেকে ২৯৯ কিলোমিটার গতি উঠতে মাত্র ১০ সেকেন্ড সময় নেয় ট্যুরবিলন। গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৪৫ কিলোমিটার।

গাড়ির ডাউনফোর্স বাড়ানোর জন্য এতে একটি বিশেষ চাবি রয়েছে। এটি প্রয়োগ করে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৪৪৫ কিলোমিটার গতি স্পর্শ করতে পারে। তবে এই পারফরম্যান্স পুরোটাই পাওয়া যাবে পেট্রল ইঞ্জিন থেকে। গাড়িটি যদি শুধু ইলেকট্রিক মোডে চালানো হয়, তা হলে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে চলতে পারবে। তবে এতে বিশেষ ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থাও রয়েছে। এর মাধ্যম অল্প কয়েক মিনিটেই গাড়ি ফুল চার্জ করা যাবে।

বুগাটি ট্যুরবিলনের দাম শুরু হয়েছে ৪৬ লাখ মার্কিন ডলার থেকে। প্রতিষ্ঠানটি মাত্র ২৫০ ইউনিট এই মডেলের গাড়ি তৈরি করবে। ২০২৬ সালের প্রথম দিকে গাড়িগুলো গ্রাহকদের কাছে সরবরাহ শুরু করবে নির্মাতা প্রতিষ্ঠানটি। সূত্র: সিএনএন 

/আবরার জাহিন

শহুরে যানজটের সহজ সমাধান স্কুটার

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০৪:৪১ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৪, ০৪:৪১ পিএম
শহুরে যানজটের সহজ সমাধান স্কুটার
ছবি: সংগৃহীত

যানজটের কবলে পড়ে শহুরে জীবন হয়ে উঠেছে বিরক্তিকর। এই সমস্যা থেকে মুক্তির জন্য অনেকেই বিকল্প যানবাহনের কথা ভাবছেন। আর এ ক্ষেত্রে স্কুটার হয়ে উঠেছে জনপ্রিয় একটি বিকল্প বাহন। শহরের যানজটে আটকে থাকার ঝামেলা থেকে মুক্তি পেতে অনেকেই এখন স্কুটার ব্যবহার করছেন। নারী-পুরুষ সকলের কাছেই সহজ বাহন হিসেবে স্কুটার দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। হালকা ও চালানো সহজ এই বাহনের উল্লেখযোগ্য সুবিধা তুলে ধরা হলো আজকের আয়োজনে।

চালানো সহজ
স্কুটার চালানো অত্যন্ত সহজ। বাইকের মতো গিয়ার ও ক্লাচের ঝামেলা নেই। যারা সাইকেল চালাতে জানেন, তাদের জন্য স্কুটার শেখা আরও সহজ হবে। ভারসাম্য রক্ষা করতে পারলেই মূলত স্কুটার চালানো শেখা শেষ। রাস্তায় চলাচলের অভ্যাস অর্জনে কিছুদিন সময় লাগবে।

আরামদায়ক
স্কুটারে আরাম করে বসা যায়। সামনের আসনে পা রাখার জন্য প্রশস্ত জায়গা রয়েছে। পেছনের আসনের যাত্রীও সহজে এই বাহনে চড়তে পারেন। বিশেষ করে বয়স্কদের জন্য স্কুটার বাইকের চেয়ে অনেক বেশি আরামদায়ক। কারণ বাইকের পেছনের আসন অনেক সময় সরু ও উঁচু হয়, যা বয়স্কদের জন্য চড়তে অসুবিধাজনক হয়। 

নিরাপদ
বাইকের তুলনায় স্কুটার নিরাপদ কি না তা নিয়ে বিতর্ক থাকলেও, সাধারণভাবে স্কুটারকে বেশি নিরাপদ বলে ধরে নেওয়া হয়। কারণ স্কুটারের গতি বাইকের তুলনায় কম থাকে, যা দুর্ঘটনার সম্ভাবনা কমায়। স্কুটারে পা রাখার জন্য নির্দিষ্ট জায়গা থাকে, যা দুর্ঘটনার সময় আঘাত থেকে রক্ষা করতে পারে। বাইকে পা রাখার জন্য এমন নির্দিষ্ট জায়গা নেই। এর উচ্চতা কম থাকে, এজন্য বাইকের তুলনায় সহজে নিয়ন্ত্রণ করা যায়। তবে স্কুটারে বাইকের তুলনায় সুরক্ষা সরঞ্জাম কম থাকে। স্কুটার বাইকের তুলনায় নিরাপদ হতে পারে, তবে সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা এবং সাবধানে চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জায়গা
স্কুটারে সিটের নিচে এবং পায়ের কাছে বেশ জায়গা থাকে। সিটের নিচের অতিরিক্ত জায়গায় হেলমেট রাখা যায়। পায়ের কাছে জিনিসপত্র বহন করাও সুবিধাজনক। তবে বাজারে কিছু স্পোর্টি স্কুটার এসেছে, যেগুলোতে পায়ের কাছে জায়গা থাকে না।

ভ্রমণ
থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলঙ্কাসহ অনেক দেশে ভ্রমণের জন্য স্কুটারের বেশ জনপ্রিয়তা রয়েছে। প্রয়োজনীয় অনুমতি নিয়ে স্কুটারে দেশের ভেতর ও বাইরে ভ্রমণ করতে পারবেন। এতে অর্থ ও সময় দুটোই বাঁচবে।

যানজটের হাত থেকে মুক্তি পেয়ে ঝামেলামুক্ত যাতায়াতের জন্য স্কুটার একটি আদর্শ সমাধান হতে পারে। চালানো সহজ, আরামদায়ক, নিরাপদ ও ভ্রমণ উপযোগী এই সকল দিক বিবেচনা করে শহুরে জীবনে স্মার্ট সমাধান স্কুটার।

/আবরার জাহিন

 

বাজাজের বিশ্বের  প্রথম সিএনজিচালিত মোটরবাইক

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০৪:৩৮ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৪, ০৪:৩৮ পিএম
বাজাজের বিশ্বের  প্রথম সিএনজিচালিত মোটরবাইক
ছবি: সংগৃহীত

ভারতীয় মোটরবাইক নির্মাতাপ্রতিষ্ঠান বাজাজ বিশ্বের প্রথম সিএনজিচালিত বাইক উন্মোচন করেছে। ‘বাজাজ ফ্রিডম ১২৫ সিএনজি’ নামে বাজাজ এটিকে পরিচয় করিয়েছে। এই বাইক ঘিরে বাইকপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। কোনো স্টাইলিশ গঠন কিংবা অন্য কিছু নয়। এই বাইক ঘিরে আগ্রহের মূল কারণ এটি সিএনজি অর্থাৎ কমপ্রেসড ন্যাচারাল গ্যাসে চালানো যাবে। এই জ্বালানির মূল্য পেট্রলের থেকে অনেক কম। ফলে জ্বালানি বাবদ খরচ সাশ্রয় হবে।

ফ্রিডম সিএনজি বাইকে রয়েছে ১২৫ সিসি এয়ার কুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। এটি সর্বোচ্চ ৯ দশমিক ৫ হর্সপাওয়ার এবং ৯ দশমিক ৭ এনএম টর্ক উৎপাদন করতে পারে। ইঞ্জিনটি একটি ৫-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত রয়েছে। বাইকটির ইঞ্জিন ১২৫ সিসির হলেও পারফরম্যান্স দেবে ১০০ সিসির। এটি একটি বাই-ফুয়েল মোটরসাইকেল। অর্থাৎ বাইকটিতে দুই ধরনের জ্বালানির সুবিধা পাওয়া যাবে। এটি সিএনজির পাশাপাশি পেট্রলেও চলবে। পেট্রল ও সিএনজি জ্বালানির বিকল্প খুব সহজেই পরিবর্তন করা সম্ভব। বাইকটির বাঁ দিকের হ্যান্ডেলবারে এই জন্য একটি সুইচ দেওয়া হয়েছে। এক সুইচেই সিএনজি থেকে পেট্রোলে চালানো যায় এই বাইক।

বাইকটিতে সিএনজি সিলিন্ডার কোথায় রয়েছে অনুমান করা কঠিন। এই বাইকের জন্য বাজাজ একটি ইউনিক দুই কেজি সিএনজি ধারণক্ষমতার ট্যাঙ্ক ডিজাইন করেছে, যা এটির সিটের নিচে রয়েছে। এ ছাড়া রয়েছে একটি দুই লিটার ধারণক্ষমতার পেট্রল ট্যাঙ্ক। 
বাজাজের দাবি, ফ্রিডম ১২৫ সিএনজিতে ২১৩ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। পেট্রোল ট্যাঙ্কে ১১৭ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। সম্মিলিতভাবে এই বাইকের রেঞ্জ হবে ৩৩০ কিলোমিটার।

বাজাজের এই নতুন সিএনজিচালিত বাইক একটি ট্রেলিস ফ্রেমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা এই সেগমেন্টে প্রথম। সামনে রয়েছে টেলিস্কপিক ফর্ক ও মোনো শক রিয়ার সাসপেনশন। ফ্রন্টে ১৭ ইঞ্চি টায়ারটিতে একটি ২৪০ মিলিমিটারের ডিস্ক ব্রেক রয়েছে। বাইকটির হুইলবেস ১৩৪০ মিলিমিটার, সিটের উচ্চতা ৮২৫ মিলিমিটার ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭০ মিলিমিটার। এই বাইকে সামনে রাউন্ড হেডল্যাম্প, ব্লুটুথ, ডিজিটাল মিটার এবং রিভার্স এলইডি কনসোলের মতো অত্যাধুনিক ফিচারও রয়েছে। এতে রয়েছে এলইডি হেডলাইট।

এই বাইকে ৭৮৫ মিলিমিটার দীর্ঘ সিট রয়েছে। বাইকটির মজবুত ট্রেলিস ফ্রেম, এটিকে হালকা ও শক্তিশালী করেছে। কোম্পানি বলছে, বাইকটি ইন্ডাস্ট্রির ১১টি বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এটিকে সম্পূর্ণ নিরাপদ করে তুলেছে। বাইকটিকে সামনে, পাশ, ওপর থেকে এমনকি ট্রাকের নিচে পিষ্ট করেও পরীক্ষা করা হয়েছে।

তিনটি সংস্করণে পাওয়া যাবে হাইব্রিড বাইকটি। সংস্করণগুলো হলো ড্রাম, ড্রাম এলইডি ও ডিস্ক এলইডি। বেসিক সংস্করণের দাম ধরা হয়েছে ভারতীয় মুদ্রায় ৯৫ হাজার রুপি এবং টপ-এন্ড সংস্করণের দাম ১ লাখ ১০ হাজার রুপি।

বাজাজের তথ্যমতে, ইতোমধ্যে ভারতে ফ্রিডম ১২৫-এর বুকিং শুরু হয়েছে। এই মোটরসাইকেল প্রথমে দেশটির গুজরাট ও মহারাষ্ট্র রাজ্যে বিক্রি শুরু হবে, এর পর পাওয়া যাবে গোটা ভারতে। বাজাজ এই সিএনজিচালিত বাইক মিসর, তানজানিয়া, পেরু, ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মতো অন্যান্য দেশেও রপ্তানি করবে।। মোট সাতটি রঙে এই বাইক পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ক্যারিবিয়ান ব্লু, এবোনি ব্ল্যাক-গ্রে, পিউটার গ্রে-ব্ল্যাক, রেসিং রেড, সাইবার হোয়াইট, পিউটার গ্রে-ইয়েলো, আবলুস কালো-লাল রং। বাজাজ দাবি করছে, এই বাইক চলানোর খরচ যেকোনো পেট্রলচালিত বাইক থেকে অনেক কম হবে। দৈনিক ব্যবহারের সময় এর অপারেশন খরচ প্রায় ৫০ শতাংশ কমে যাবে। এতে বাইকটি ৫ বছর ব্যবহারে প্রায় ৭৫ হাজার রুপি সাশ্রয় হবে।

/আবরার জাহিন

নির্দিষ্ট সময়ে গাড়ির ব্যাটারি প্রতিস্থাপন করবে ফেরারি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০১:৫৬ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৪, ০১:৫৬ পিএম
নির্দিষ্ট সময়ে গাড়ির ব্যাটারি প্রতিস্থাপন করবে ফেরারি
ফেরারি। ছবি: সংগৃহীত

বিলাসবহুল স্পোর্টস গাড়িনির্মাতা প্রতিষ্ঠান ফেরারি গাড়ির কার্যক্ষমতা ও বাজারমূল্য ধরে রাখতে ব্যাটারি প্রতিস্থাপন প্রকল্প চালু করেছে। গত সোমবার ব্যাটারি প্রতিস্থাপন প্রকল্পের ঘোষণা দেয় ফেরারি।

হাইব্রিড মডেলের গাড়ির জন্য দুটি নতুন ওয়ারেন্টি সেবার প্রকল্প হাতে নিয়েছে ফেরারি। এর আওতায় নির্দিষ্ট সময়ে গাড়ির ব্যাটারি প্রতিস্থাপন করতে পারবেন হাইব্রিড গাড়ির মালিকরা। এই পদক্ষেপের লক্ষ্য ফেরারি গাড়ির পুনঃবিক্রয় মূল্য ধরে রাখতে সাহায্য করা। কারণ সময়ের সঙ্গে সঙ্গে এ ধরনের গাড়ির ব্যাটারির সক্ষমতা কমে যায়। আর বৈদ্যুতিক গাড়ির দাম নির্ধারণে প্রাধান্য পায় ব্যাটারি।

ফেরারি জানিয়েছে, তাদের নতুন ওয়ারেন্টি সেবা হাইব্রিড ও পাওয়ার হাইব্রিড প্রোগ্রামের আওতায় গাড়িগুলোতে অষ্টম ও ১৬তম বছরে হাইভোল্টেজ ব্যাটারি প্যাক প্রতিস্থাপন করবে। এর আগে প্রতিষ্ঠানটি হাইব্রিড পাওয়ার ট্রেনের যন্ত্রাংশের জন্য পাঁচ বছরের ওয়ারেন্টি সেবা চালু করেছে।

স্পোর্টস গাড়িনির্মাতা প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এই দুটি সেবা পরবর্তী মালিকের কাছে স্থানান্তরযোগ্য হবে। অর্থাৎ ওয়ারেন্টির সময়কালের মধ্যে গাড়ির মালিকানা পরিবর্তন হলেও পরবর্তী যেকোনো মালিক সেবাগুলো ফেরারির কাছে থেকে পাবেন। এটি দীর্ঘ মেয়াদে হাইব্রিড ফেরারি গাড়িগুলোর কার্যকারিতা ও উৎকর্ষ ধরে রাখতে চালু করেছে। ফেরারি আরও বলেছে, ভবিষ্যতে ব্যাটারি প্রযুক্তি উন্নত করতে প্রতিস্থাপিত এইচভিবি ব্যাটারির নতুন ও আধুনিক উপাদান হবে, যা মূল ব্যাটারির মতো একই কার্যকারিতা নিশ্চিত করবে।

এই প্রোগ্রামগুলো পুরো গাড়ি এবং গুরুত্বপূর্ণ পাওয়ার ট্রেন উপাদানগুলোর জন্য ওয়ারেন্টি দেবে। এগুলো দুই থেকে চার বছরের জন্য নবায়নযোগ্য প্যাকেজে যাবে। 
গোপন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই প্রতিস্থাপন প্রক্রিয়ার জন্য খরচ হবে প্রায় ৭ হাজার ইউরো বা মার্কিন মুদ্রায় প্রায় ৭ হাজার ৫৩০ ডলার। এই সুবিধা আগামী বছরে আসন্ন ফেরারির সম্পূর্ণ বৈদ্যুতিক মডেলেও পাওয়া যাবে।

ফেরারি পেট্রল ইঞ্জিনের জন্য বিখ্যাত। তবে ২০১৯ সাল থেকে হাইব্রিড বৈদ্যুতিক গাড়ি বিক্রি করছে। ২০২৫ সালের শেষের দিকে তাদের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার প্রতিশ্রুতি দিয়েছে।

/আবরার জাহিন