নলকূপের পাইপে পড়ে নিহত যুবকের পরিবারের পাশে বিএমডিএ চেয়ারম্যান । খবরের কাগজ
ঢাকা ১ জ্যৈষ্ঠ ১৪৩১, বুধবার, ১৫ মে ২০২৪

নলকূপের পাইপে পড়ে নিহত যুবকের পরিবারের পাশে বিএমডিএ চেয়ারম্যান

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ১১:৪৭ এএম
নলকূপের পাইপে পড়ে নিহত যুবকের পরিবারের পাশে বিএমডিএ চেয়ারম্যান
নলকূপের পাইপে পড়ে নিহত যুবকের পরিবারের পাশে বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপের মধ্যে পড়ে মারা যাওয়া প্রতিবন্ধী যুবক রনি বর্মণের (২২) পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বেগম আখতার জাহান।

রবিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার নেজামপুর গ্রামের নিহতের পরিবারের সঙ্গে দেখা করে তাদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এ সময় বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান বলেন, ‘আমি এই এলাকায় আসার পর যতটুকু জানতে পারলাম, মানসিক প্রতিবন্ধী রনি বর্মণ ছেলেটি এই ডিপ ঘরের কাছে প্রায় আসতে এবং এখানকার পানি নিয়ে সে খেলা করতে। তাকে গ্রামের বিভিন্ন মানুষ এই গভীর নলকূপের কাছে আসতে নিষেধ করতে কিন্তু সে শুনত না।
একালাবাসী আরও জানান, ছেলেটি অত্যন্ত ভালো ছিল এবং সবাই তাকে ভালোবাসতে। কিন্তু হঠাৎ এরকম দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে তাকে অকালে চলে যেতে হলো। মানসিক প্রতিবন্ধী হওয়ার কারণে আসলে এ রকম দুর্ঘটনা ঘটেছে। তাই আমিসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত ও শোকসমাপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রনি বর্মণের পরিবারের পাশে থাকবে এবং সার্বিক সহযোগিতা করবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নুর ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. মামুনুর রশিদ, সহকারী প্রকৌশলী রেজাউল করিম ও আব্দুস সালাম, নেজামপুর উচ্চবিদ্যায়ের সহকারী শিক্ষক অরুণ বর্মণ বাদল, নেজামপুর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সত্যজিৎ বর্মণ, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আবু তাহের, নেজামপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড সদস্য নিত্যরঞ্জন সরকার, ৪ নম্বর নেজামপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ গ্রামবাসী।

এসময় নিহত রনি বর্মণের ছোট ভাইয়ের পড়াশোনা চালিয়ে যেতে বলেন এবং ভবিষ্যতে তার কর্মসংস্থানে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান।

গত ২৬ এপ্রিল (শুক্রবার) মানসিক প্রতিবন্ধী রনি বর্মণ বিএমডিএর পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের মধ্যে পড়ে মারা যান। পরে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।

এনায়েত করিম/অমিয়/

সিএসইতে পেপার প্রোসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড-এর লেনদেন শুরু

প্রকাশ: ১৫ মে ২০২৪, ১১:১৮ এএম
সিএসইতে পেপার প্রোসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড-এর লেনদেন শুরু
ছবি: বিজ্ঞপ্তি

সিএসইতে পেপার প্রোসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের লেনদেন শুরু হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার (১৪ মে) চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসিয়ের (সিএসই) ঢাকার অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ; এফসিএমএ পেপার প্রোসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের সম্মানিত অতিথিদেরকে স্বাগত জানান।

সফলভাবে লিস্টিং প্রক্রিয়া সম্পন্ন করে সিএসইতে লিস্টিং হওয়ার জন্য তিনি পেপার প্রোসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডে ব্যবস্থাপনা পর্ষদকে অভিনন্দন জানান।

পেপার প্রোসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান এবং সিএসইর ডেপুটি জেনারেল ম্যানেজার হাসনাইন বারী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় পেপার প্রোসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের সিনিয়র ডিরেক্টর মো. রেজাউল ইসলাম, চীফ ফিনান্সিয়াল অফিসার নাইমুল ইসলাম এবং সিএসইর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএফআইসি দ্বিতীয় ও তৃতীয় কনভার্টেবল, রিডিমেবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট সাবঅরডিনারি বন্ড-এর লিস্টিং এগ্রিমেন্ট সম্পন্ন

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই), আইএফআইসি ব্যাংক পিএলসির মধ্যে আইএফআইসি দ্বিতীয় ও তৃতীয় কনভার্টেবল, রিডিমেবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট সাবঅরডিনারি বন্ড-এর লিস্টিং এগ্রিমেন্ট সম্পন্ন হয়েছে।

এতে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ; এফসিএম আইএফআইসি ব্যাংক পিএলসির সম্মানিত অতিথিদেরকে স্বাগত জানান।

আইএফআইসি ব্যাংক পিএলসির এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ বিজনেস অফিসার মো. নুরুল হাসনাত এবং সিএসইর ডেপুটি জেনারেল ম্যানেজার হাসনাইন বারী  স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। 

এ সময় আইএফআইসি ব্যাংক পিএলসির চীফ ফিনান্সিয়াল অফিসার দিলিপ কুমার মন্ডল,  আইএফআইসি সিকিউরিটিজ এর চিফ এক্সিকিউটিভ অফিসার মো. মাকসুদুর রহমান খান এবং সিএসইর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/অমিয়/

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে আন্তঃডিপার্টমেন্ট টেবিল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশ: ১৫ মে ২০২৪, ১০:৫২ এএম
সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে আন্তঃডিপার্টমেন্ট টেবিল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

দেশের অন্যতম বেসরকারী বিশ্ববিদ্যালয় সোনারগাঁও বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাব আয়োজিত তিনদিন ব্যাপী আন্তঃডিপার্টমেন্ট টেবিল টেনিস টুর্নামেন্ট-২০২৪ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান উক্ত খেলায় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ী খেলোয়াড়দের মেডেল ও ট্রফি বিতরণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ একরামুল ইসলাম, ট্রেজারার; প্রফেসর হাবিবুর রহমান কামাল, ডীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ; প্রফেসর মো. আল আমিন মোল্লা, ডীন, ব্যবসায় অনুষদ; প্রফেসর ডক্টর খবিরুল হক চৌধুরী, বিভাগীয় প্রধান নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট; এস এম নূরুল হুদা, রেজিস্ট্রার; কাজী জুলকারনাইন সুলতান আলম, পরিচালক ছাত্র কল্যাণ দপ্তর; স্পোর্টস কো-অর্ডিনেটর মেহেরাব হোসেন জসি এবং দপ্তর প্রধানরা।

উক্ত টেবিল টেনিস টুর্নামেন্টে ৩টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত খেলায় পুরুষ (একক) ক্যাটাগরিতে জয় লাভ করে নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী রুহুল আমীন ফাহিম, নারী (একক) ক্যাটাগরিতে জয় লাভ করে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী নাঈমা আফরোজ এবং পুরুষ (দৈত) ক্যাটাগরিতে জয় লাভ করে আইন বিভাগের শিক্ষার্থী মো. আবু সালিম তৌহিদ ও নাজমুস সাকিব।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/অমিয়/

এসবিএসি ব্যাংকের স্মার্ট ব্যাংকিং সার্ভিস উদ্বোধন

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৯:৪৯ এএম
এসবিএসি ব্যাংকের স্মার্ট ব্যাংকিং সার্ভিস উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

এসবিএসি ব্যাংক পিএলসির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিজিটাল প্রডাক্টস প্লাটফরম ‘এসবিএসি স্মার্ট ব্যাংকিং সার্ভিসেস’ উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের সভাপতিত্বে রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন (শামীম) এমপি এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুল। 

এ সময়ে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মোহাম্মদ নাজমুল হক, হাফিজুর রহমান বাবু, মোহাম্মদ নাওয়াজ, আনোয়ার হোসেন, মোহাম্মদ মাহবুবুর রহমান, সোহেল আহমেদ মো. এমদাদুল হক, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া ও জিয়াউর রহমান জিয়া এফসিএ প্রমুখ উপস্থিত ছিলেন। 

শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আজীম। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ব্যাংকের শীর্ষ নির্বাহী, শাখা প্রধান, সম্মানিত গ্রাহকসহ বিভিন্ন শ্রেণিপেশার জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ব্যাংকের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/অমিয়/

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে ডিবেট ফেস্ট অনুষ্ঠিত

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৯:৩৭ এএম
নটর ডেম বিশ্ববিদ্যালয়ে ডিবেট ফেস্ট অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ডিবেটিং ক্লাব কর্তৃক অনুষ্ঠিত হলো ডিবেট ফেস্ট-২০২৪।

মঙ্গলবার (১৪ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই ফেস্ট অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক স্পিকার, অভিনয় শিল্পী, আইনজীবী, সমাজসেবী এবং সফল উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস পিয়া। 

এ ছাড়াও আমন্ত্রিত অতিথিরা, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. ফাদার চার্লস, বি গডন, সিএসসি, ট্রেজারার ড. ফাদার আদম এস, পেরেরা, সিএসসি, রেজিস্ট্রার ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও, সিএসসি, ক্লাব কো-অর্ডিনেটর সিস্টার সাগরিকা মারীয়া গমেজ, সিএসসি, অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, স্টাফ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা আসন অলংকৃত করেন এবং তাদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়

স্বাগত বক্তব্যে ফাদার চার্লস বি, গডন, সিএসসি বাক স্বাধীনতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। 

এরপর ট্রেজারার ড. ফাদার আদম এস, পেরেরা, সিএসসি বলেন, ‘নটর ডেম কলেজ থেকেই বাংলাদেশে বিতর্কের জন্ম হয়েছে। নটর ডেম কলেজের ৬ষ্ঠ অধ্যক্ষ ফাদার রিচার্ড ডব্লিউ টিম, সিএসসির হাত ধরে বাংলাদেশে প্রথম বিতর্ক প্রতিযোগিতার শুরু হয়েছিল। এর ধারাবাহিকতা আজও সারাদেশে চলমান। শিক্ষার্থীরা যাতে কোন বিষয়ে সূক্ষভাবে জ্ঞান লাভ ও বিশ্লেষণ করতে পারে সে লক্ষ্যেই বিতর্ক প্রতিযোগিতার সূচনা হয়েছিল।’

রেজিস্ট্রার ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও, সিএসসি বলেন, ‘‘একজন বিতার্কিকের প্রথম বৈশিষ্ট্য হলো যোগাযোগের সক্ষমতা। এই সক্ষমতা ছাড়া একজন বিতার্কিত সফল হতে পারে না। এরপর তমা চৌধুরী তুলি, জিহাদ আল মেহেদী ও চন্দ্রিকা ম-ল বারোয়ারি বিতর্কে অংশগ্রহণ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের চার বিভাগ থেকে ‘নটর ডেমে আমরাই সেরা’ শীর্ষক রম্য বিতর্কে চারজন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।’’

উক্ত অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জান্নাতুল ফেরদৌস পিয়ার এক্সক্লুসিভ ইন্টারভিউ। উক্ত সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের কিভাবে গড়ে উঠতে হবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। 

তিনি বলেন, ‘প্রত্যেক আইন বিভাগের শিক্ষার্থীর ব্যারিস্টারি পড়ার একটা স্বপ্ন থাকে। তবে ব্যারিস্টারি পড়ার পর অনেকে ক্যারিয়ারে সফল হতে না পেরে হতাশায় ভোগেন। কারণ ব্যরিস্টারি পড়াশুনা অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। তাই নিজেকে আগে যোগ্য করে ও নিজ খরচে ব্যারিস্টারি অধ্যয়নের পরামর্শ প্রদান করেন। এ ছাড়াও সাক্ষাৎকারে তিনি তার ব্যক্তিগত জীবনের অনেক অভিজ্ঞতা সহভাগিতা করেন।’

ডিবেটিং ক্লাবে অনবদ্য অবদানের জন্য ক্লাবের তৃতীয় কার্যকরী পরিষদের সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা। সব শেষে ক্লাব মডারেটর সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ডিবেটিং ক্লাব প্রতিবছর বিভিন্ন ধরনের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এর মধ্যে আন্তঃবিশ্ববিদ্যালয়, রম্য বিতর্ক, বারোয়ারি বিতর্ক ও পার্লামেন্টারি বিতর্ক উল্লেখযোগ্য। দেশের প্রতিটি জায়গায় যুক্তিভিত্তিক চিন্তা-চেতনা পৌঁছে দেওয়াই এবারের ‘ডিবেট ফেস্ট-২০২৪’ আয়োজনের মূল লক্ষ্য।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/অমিয়/

গ্রামীণফোন-টিভিএস এর সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৯:০৮ এএম
গ্রামীণফোন-টিভিএস এর সমঝোতা স্মারক স্বাক্ষর
ছবি: বিজ্ঞপ্তি

টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এর ইস্কাটনের শো-রুমে গ্রামীণফোন এবং টিভিএস অটো বাংলাদেশ লি. এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

এই চুক্তির আওতায় টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এর নির্ধারিত শো-রুমে গ্রামীণফোন এর ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম ডিভাইস গ্রামীণফোন-আলো পাওয়া যাবে। 

মঙ্গলবার (১৪ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে টিভিএস অটো বাংলাদেশ লি. এর সিইও বিপ্লব কুমার রায় ও গ্রামীণফোন এর সিবিও মো. আসিফ নাইমুর রাশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশ লি. এর বিজনেস হেড অভিজিৎ দে, হেড অব মাকেটিং আশরাফুল হাসান এবং গ্রামীণফোন এর হেড অব লার্জ একাউন্টস (পরিচালক) এম শাওন আজাদ, প্রোডাক্ট পার্টনারশিপ এবং অপারেশনের প্রধান আরবিদ চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/অমিয়/