ঢাকা ২০ জ্যৈষ্ঠ ১৪৩২, মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
English
মঙ্গলবার, ০৩ জুন ২০২৫, ২০ জ্যৈষ্ঠ ১৪৩২

এইচএসসির সমাজকর্ম ২য় পত্রের অনুধাবনমূলক ও সৃজনশীল প্রশ্নোত্তর

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ১২:১৪ পিএম
আপডেট: ১৮ এপ্রিল ২০২৪, ১২:১৮ পিএম
এইচএসসির সমাজকর্ম ২য় পত্রের অনুধাবনমূলক ও সৃজনশীল প্রশ্নোত্তর

প্রথম অধ্যায়
মৌলিক মানবিক চাহিদা

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: বস্তি সমস্যার ফলে বাংলাদেশ কী ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে? বুঝিয়ে লেখ।
উত্তর: ঢাকাসহ দেশের সব শহরের অন্যতম একটি সমস্যা হলো বস্তি। দেশের সিটি করপোরেশনগুলোর প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ আজ বস্তিতে বসবাস করছে। বস্তির বিস্তারের ফলে স্বাস্থ্যহীনতা, অপুষ্টি, নিরক্ষরতা, অপরাধ প্রবণতা, মাদকাসক্তি, সন্ত্রাস, পতিতাবৃত্তি ইত্যাদি নানা ধরনের জটিল সমস্যা সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু ও নারীরা। বস্তি সমস্যা সুস্থ নাগরিক গড়ে তোলার অন্তরায় হিসেবে কাজ করে।
প্রশ্ন: মৌলিক মানবিক চাহিদা পূরণে শিল্পায়নের ভূমিকা ব্যাখ্যা করো। 
উত্তর: মৌলিক মানবিক চাহিদা পূরণে শিল্পায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেননা শিল্পায়নের ফলে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, বেকারত্ব দূর হয়, মানুষের উপার্জনের রাস্তা প্রশস্ত হয়। তাছাড়া ব্যাপক শিল্পায়নের ফলে দেশের উৎপাদন বৃদ্ধি পায়, পাশাপাশি দেশের আয় বাড়ে। এতে দেশের মূল্যস্ফীতি হ্রাস পায়। ফলে জনগণ তাদের মৌলিক চাহিদাগুলো খুব সহজেই পূরণ করতে সক্ষম হয়। তাই বলা যায়, জনগণের মৌলিক মানবিক চাহিদা পূরণে শিল্পায়নের ভূমিকা অনস্বীকার্য।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর-১
ছকটি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।


(ক) জীবন রক্ষার জন্য কোন মৌল মানবিক চাহিদার প্রয়োজন? 
(খ) মৌলিক মানবিক চাহিদা হিসেবে চিকিৎসার গুরুত্ব লেখ। 
(গ) উদ্দীপকে কোন মৌলিক মানবিক চাহিদাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো। 
(ঘ) উক্ত মৌলিক মানবিক চাহিদার বর্তমান পরিস্থিতি আলোচনা করো। 
উত্তর: (ক) জীবন রক্ষার জন্য মৌল মানবিক চাহিদা খাদ্যের প্রয়োজন।
(খ) জীবন চলার পথে মানুষ বিভিন্ন কারণে অসুস্থ, রোগগ্রস্ত ও আহত হয়ে থাকে। এ অবস্থায় প্রয়োজন দেখা দেয় চিকিৎসা, খাদ্য ও পরিচর্যার। সুস্থ জীবনযাপনের প্রথমেই দরকার শারীরিক সুস্থতা। কেননা শারীরিকভাবে সুস্থ থাকতে না পারলে মানসিকভাবে সুস্থ থাকা সম্ভব হয় না। ফলে আমাদের স্বাভাবিক সামাজিক জীবন ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। তাই স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রয়োজন শারীরিক সুস্থতা। আর শারীরিক সুস্থতার জন্য প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসা, খাদ্য ও পরিচর্যার।
(গ) উদ্দীপকে মৌলিক মানবিক চাহিদা বস্ত্রের প্রতি ইঙ্গিত করা হয়েছে। মানবসভ্যতার ধারক ও বাহক বলা হয় বস্ত্রকে। মানুষের সূচনালগ্ন থেকেই সম্ভ্রম রক্ষার নিদর্শনস্বরূপ বস্ত্র কেবল মানবজাতিতেই বিদ্যমান। তাই বস্ত্রকে মানবসভ্যতার প্রতীকও বলা হয়। লজ্জা নিবারণের মাধ্যমে সমাজে নৈতিক ও সভ্য পরিবেশ নিশ্চিত করতে বস্ত্রের ভূমিকা সর্বাগ্রে। পোশাকের মাধ্যমে যে জাতি  সভ্য পরিবেশ নিশ্চিত করতে পারেনি, তারা নৈতিক চরিত্র শূন্য হয়ে পড়েছে। আবার শীত, গ্রীষ্ম, ধুলা-ময়লা, রোগজীবাণু ইত্যাদি প্রতিকূলতা থেকে দেহকে রক্ষার জন্য বস্ত্রের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকের ছকে উপস্থাপিত তথ্যাবলি বস্ত্র চাহিদার বৈশিষ্ট্য ও উপকারিতার সঙ্গে মিলে যাচ্ছে। তাই বলা যায় উদ্দীপকে ইঙ্গিত করা চাহিদাটি বস্ত্র।
(ঘ) মৌলিক মানবিক চাহিদা বস্ত্রের চাহিদা পূরণের বর্তমান অবস্থা স্বাধীনতা-পরবর্তী সময় থেকে ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে।
বাংলাদেশের মানুষের বার্ষিক গড় কাপড়ের চাহিদা অনুযায়ী উৎপাদন কম হলেও অতীতের তুলনায় বাংলাদেশ বস্ত্র খাতে অনেক এগিয়েছে। বেসরকারি ব্যক্তিমালিকানায় পরিচালিত হয় দেশের অনেক বস্ত্র কারখানা। দেশের বর্তমান কটন স্পিনিং মিলের সংখ্যা ৪২৯টি। এর মধ্যে সরকারি খাতে ২২টি ও বেসরকারি খাতে মিল ৪০৭টি। এসব মিলে সুতা উৎপাদন ক্ষমতা ২১০৬ মিলিয়ন কেজি। আমাদের দেশের অভ্যন্তরীণ চাহিদা দেশের উৎপাদন দ্বারা মেটানো অসম্ভব। ফলে প্রতি বছরই বিদেশ থেকে প্রচুর পরিমাণ কাপড়, সুতা ও কাঁচা তুলা আমদানি করতে হয়। চাহিদার তুলনায় উৎপাদন ও সরবরাহ কম থাকায় কাপড়ের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ঊর্ধ্বে। ফলে স্বল্পমূল্যে বিদেশ থেকে পুরোনো কাপড় আমদানি করে অভ্যন্তরীণ ঘাটতি পূরণের চেষ্টা করা হয়। তাই আমদানি কমিয়ে এনে দেশের উৎপাদন বৃদ্ধি করার প্রচেষ্টা অব্যাহত রেখে এর সুষ্ঠু সমন্বয় করা জরুরি।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর-২
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
বেকার স্বামী নিয়ে রোকেয়া অভাব-অনটনে দিন অতিবাহিত করে। জীবিকা নির্বাহ করতে তাকে গৃহকর্মীর কাজ করতে হয়। এক দিন সে যে বাসায় কাজ করে তার কর্তা ছেলেমেয়েরা স্কুলে যায় কি না জানতে চাইলে সে জানায়, পাঁচ সন্তানকে দু’বেলা দু’মুঠো খাবারের সংস্থান ও অসুস্থ হলে স্বাস্থ্যসেবা দেওয়া যেখানে সম্ভব হয় না সেখানে স্কুলে পাঠানো এক প্রকার বিলাসিতারই নামান্তর।
(ক) মানবিক চাহিদা কী?
(খ) চিত্তবিনোদন বলতে কী বোঝায়?
(গ) উদ্দীপকে রোকেয়ার যেসব মৌল মানবিক চাহিদা পূরণ হচ্ছে না সেগুলো চিহ্নিত করে ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকে উল্লিখিত মৌল মানবিক চাহিদা অপূরণে নেতিবাচক প্রভাবগুলো বিশ্লেষণ করো।
উত্তর: (ক) সুস্থ ও স্বাভাবিক মানুষ হিসেবে সমাজবদ্ধ জীবনযাপনের জন্য যেসব চাহিদা পূরণ একান্ত অপরিহার্য সেগুলোই হলো মানবিক চাহিদা।
(খ) নির্মল আনন্দ ও আমোদ-প্রমোদ লাভের পন্থাই হলো বিনোদন। বিনোদনের মাধ্যমে মানুষের চিত্ত জাগ্রত হয়। তাই বিনোদনকে অনেক সময় চিত্তবিনোদন বলা হয়। চিত্তবিনোদন এমন এক কার্যক্রম, যা আনন্দ ও তৃপ্তিদায়ক অভিজ্ঞতা অর্জন এবং সৃজনশীল অনুভূতি প্রকাশের সুযোগ দান করে।
(গ) উদ্দীপকে উল্লিখিত রোকেয়ার পরিবারের খাদ্য, চিকিৎসা এবং শিক্ষার মতো মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে না। বেকার স্বামী ও পাঁচ সন্তানের জন্য জীবিকা নির্বাহ করতে রোকেয়াকে গৃহকর্মীর কাজ করতে হয়। তাতেও বেশ অভাব-অনটনের মধ্য দিয়েই পরিবার নিয়ে সে দিনাতিপাত করে। প্রথমত রোকেয়ার পরিবারের খাদ্য ঘাটতি রয়েছে। খাদ্য হলো সেই জৈব উপাদান, যা গ্রহণের মাধ্যমে জীবদেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, তাপ ও শক্তি উৎপাদনের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক থাকে। খাদ্যহীন মানুষ স্বাস্থ্যহীনতায় ভোগে। দ্বিতীয়ত রোকেয়ার কথায় তার পরিবারে চিকিৎসার অভাব পরিলক্ষিত হয়। সীমিত আয়ের মাধ্যমে সে তার সন্তানদের সুচিকিৎসা দিতে সক্ষম নয়। দৈহিক, মানসিক, সামাজিক ও আত্মিক মঙ্গলজনক অবস্থা নির্ভর করে স্বাস্থ্যের ওপর। তৃতীয়ত রোকেয়ার ভাষ্য অনুযায়ী পাঁচ সন্তানকে দু’বেলা দু’মুঠো খাবারের সংস্থান এবং অসুস্থ হলে স্বাস্থ্যসেবা দেওয়া যেখানে সম্ভব হয় না, সেখানে সন্তানদের স্কুলে পাঠানো এক প্রকার বিলাসিতারই নামান্তর। যদিও শিক্ষা সবার জন্যই আবশ্যক। ব্যক্তি ও সমাজের উন্নতি নির্ভর করে শিক্ষার ওপর। মানুষের দেহ, মন ও আত্মার বিকাশ শিক্ষার মাধ্যমেই ঘটে। সুতরাং বোঝা যায়, রোকেয়ার সন্তানদের খাদ্য, চিকিৎসা এবং শিক্ষার মতো মৌল মানবিক চাহিদাগুলো পূরণ হচ্ছে না।
(ঘ) উদ্দীপকে বর্ণিত মৌল মানবিক চাহিদাগুলো পূরণে নানাবিধ অন্তরায় বিদ্যমান। প্রথমত বাংলাদেশের জনগণের মৌল মানবিক চাহিদাগুলো পূরণে প্রধান অন্তরায় অধিক জনসংখ্যা। জনসংখ্যার তুলনায় আমাদের সম্পদ সীমিত। তাই সবার চাহিদা পূরণ হয় না। দ্বিতীয়ত দারিদ্র্যের কারণে মৌল মানবিক চাহিদা পূরণে অনেকেই ব্যর্থ হয়। তাদের আয় কম হওয়ায় তারা দারিদ্র্যের দুষ্টচক্রে আবদ্ধ। তৃতীয়ত বেকারত্বের কারণে জনগণের একটি বড় অংশ তাদের উপার্জন থেকে বঞ্চিত। ফলে তারা তাদের মৌল মানবিক চাহিদা পূরণে ব্যর্থ হয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে, যা সমাজে সমস্যা তৈরি করে। চতুর্থত বাংলাদেশ অর্থনীতিতে ক্রমশ উন্নতির দিকে অগ্রসরমান হলেও কৃষিনির্ভরতা এখনো বিদ্যমান। কৃষিকাজে বিভিন্ন প্রভাবের কারণে উৎপাদন ব্যাহত হয়। যেমন- খরা, অতিবৃষ্টি, বন্যায় ক্ষয়ক্ষতি বৃদ্ধির ফলে কৃষিনির্ভর পরিবারগুলো ব্যাপক আর্থিক সংকটের মধ্যে দিন অতিবাহিত করে। ফলে তারা তাদের চাহিদা পূরণ করতে পারে না। পঞ্চমত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে স্বল্প আয়ের মানুষকে তাদের জীবনযাপনে হিমশিম খেতে হয়। ষষ্ঠত সম্পদ ও আয়ের অসম বণ্টনের ফলে সমাজের গরিবরা তাদের জীবনের সব মৌল মানবিক চাহিদা পূরণ করতে পারে না। সুতরাং বলা যায়, উদ্দীপকের মৌল মানবিক চাহিদাগুলো পূরণে আমাদের সমাজে বহু প্রতিবন্ধকতা রয়েছে।

লেখক: প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

জাহ্নবী

সুভা গল্পের ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, নবম শ্রেণির বাংলা ১ম পত্র

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৬:১৩ পিএম
সুভা গল্পের ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, নবম শ্রেণির বাংলা ১ম পত্র
শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বের হচ্ছে। ছবি- সংগৃহীত

গল্প : সুভা

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৩। যে কথা কয় না, সে কী করে?
ক) কল্পনা     খ) অনুভব
গ) দুশ্চিন্তা    ঘ) হৃদয়ভার

১৪। প্রতাপের ছিপ ফেলিয়া মাছ ধরা প্রধান শখ ছিল কেন?
ক) সহজে সময় কাটানোর জন্য    খ) মানসিক প্রশান্তির জন্য
গ) বন্ধুদের সংস্পর্শে থাকার জন্য    ঘ) আত্মতৃপ্তির জন্য

১৫। ‘সুভা’ গল্পে সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বলতে যে বিষয়টি নির্দেশ করে-
ক) গাছের নতুন পাতা    খ) ছায়ালোক
গ) শান্ত হৃদয়                ঘ) চোখের পাতা

১৬। সুভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত-
i. প্রতাপের মনোযোগ আকর্ষণের জন্য    
ii. মায়ের বিরক্তি দূর করার জন্য
iii. বাকশক্তি ফিরে পাওয়ার জন্য
নিচের কোনটি সঠিক? 
ক) i ও ii    খ) iii
গ) i           ঘ) i, ii ও iii 

১৭। বাণীকণ্ঠের অবস্থা কেমন?
ক) সচ্ছল    খ) অসচ্ছল
গ) মধ্যবিত্ত    ঘ) ধনাঢ্য

১৮। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যথাযথ উক্তি কোনটি?
ক) তিনি ৭ আগস্ট জন্মগ্রহণ করেন
খ) তিনি একমাত্র নোবেল বিজয়ী বাঙালি কবি
গ) তার পিতার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
ঘ) তিনি শান্তিনিকেতনে শেষ নিশ্বাস ত্যাগ করেন

নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

রাজু, রাজা নামক বানরের খেলা দেখিয়ে উপার্জন করত। যেদিন উপার্জন কম হতো সেদিন রাজাকে পরিমাণ মতো খাবার দিতে পারত না। ফলে রাজার দিকে অসহায়ের দৃষ্টিতে চেয়ে থাকত।

১৯। উদ্দীপকের রাজুর মধ্যে ‘সুভা’ গল্পের যে বৈশিষ্ট্য বিদ্যমান-
ক) মানবেতর প্রাণীর প্রতি মমত্ববোধ
খ) নিজেকে আড়াল করা
গ) একাকিত্ব থেকে মুক্তি
ঘ) প্রাণীর প্রতি ভালোবাসা

২০। উদ্দীপকে ‘সুভা’ গল্পের প্রকাশিত দিকটি হলো-
ক) একটি জগৎ তৈরি    খ) জীবনযাপন স্বরূপ
গ) কষ্টের জগৎ             ঘ) ভালোবাসার জগৎ

আরো পড়ুন : সুভা গল্পের ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব

২১। সুকেশিনী, সুহাসিনী ও সুভাষিণী হলো তিন-
ক) বান্ধবী    খ) লেখিকা
গ) বোন       ঘ) নেত্রী

২২। ‘সুভাষিণী’ নামটি সার্থক হয়নি কেন? সুভা-
ক) প্রতিবন্ধী বলে    খ) বিকলাঙ্গ বলে
গ) নির্বাক বলে        ঘ) বুদ্ধিপ্রতিবন্ধী বলে

২৩। কাদের মধ্যে সমভাষা ছিল না?
ক) কাঙালী ও অভাগী    খ) কাঙালী ও অধর
গ) সুভা ও প্রতাপ           ঘ) সুভা ও সর্বশী

২৪। সুভার পিতামাতা চিন্তিত হয়ে উঠেছিল কী নিয়ে?
ক) সুভার বিয়ে নিয়ে    খ) সুভার একাকিত্ব নিয়ে
গ) সুভার অসুখ নিয়ে    ঘ) সুভার কষ্ট নিয়ে

২৫। মন কার উপর ছায়া ফেলে?
ক) সুন্দর হাতের    খ) মায়াবী হাসির
গ) কালো চোখের    ঘ) সরল পথের

২৬। সুভার ওষ্ঠাধর কীসের মতো কেঁপে উঠত?
ক) হরিণের মতো    খ) কচি কিশলয়ের মতো
গ) নির্জীবের মতো    ঘ) অসহায়ের মতো

২৭। সুভার বাবা সপরিবারে কোথায় যেতে চাইল?
ক) বিহারে         খ) পূর্ণিমায়
গ) কলকাতায়    ঘ) দিল্লি

উত্তর: ১৩. গ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. গ, ১৭. গ, ১৮. খ, ১৯. ক, ২০. ঘ, ২১. গ, ২২. গ, ২৩. গ, ২৪. ক, ২৫. গ, ২৬. খ, ২৭. গ।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর

সৌরজগৎ ও ভূমণ্ডল অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৩:৩৮ পিএম
আপডেট: ০২ জুন ২০২৫, ০৫:৫৬ পিএম
সৌরজগৎ ও ভূমণ্ডল অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর প্রশ্ন নিয়ে গ্রুপ ডিসকাশন করছে। ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায় : সৌরজগৎ ও ভূমণ্ডল 

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। ঋতু পরিবর্তন কেন হয়?
ক) বার্ষিক গতির ফলে     
খ) আহ্নিক গতির ফলে
গ) জোয়ার-ভাটার কারণে     
ঘ) আণবিক শক্তির কারণে

২। কত বছর পরপর অধিবর্ষ হয়?
ক) ১ বছর পরপর     খ) ২ বছর পরপর
গ) ৩ বছর পরপর     ঘ) ৪ বছর পরপর

৩। পৃথিবীর পরিধির মাধ্যমে উৎপন্ন কোণ কত ডিগ্রি?
ক) ৯০ ডিগ্রি       খ) ১৮০ ডিগ্রি 
গ) ২৭০ ডিগ্রি     গ) ৩৬০ ডিগ্রি

৪। সূর্য কী দিয়ে গঠিত?
ক) গ্যাসীয় পদার্থ     খ) কঠিন পদার্থ 
গ) মিশ্র পদার্থ         ঘ) তরল পদার্থ

৫। শনির উপগ্রহ কয়টি?
ক) ৫৯টি     খ) ৬২টি
গ) ৬০টি     ঘ) ৭১টি

৬। গুরুমণ্ডল গঠিত-
i. অক্সিজেন দিয়ে
ii. ম্যাগনেসিয়াম দিয়ে
iii. সিলিকন দিয়ে
নিচের কোনটি সঠিক? 
ক) i ও iii     খ) ii ও iii 
গ) i ও ii      ঘ) i, ii ও iii

৭। দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে বেষ্টনকারী রেখা-
i. বিষুবরেখা
ii. নিরক্ষবৃত্ত
iii. নিরক্ষরেখা
নিচের কোনটি সঠিক? 
ক) i ও iii     খ) ii ও iii 
গ) i ও ii       ঘ) i, ii ও iii

৮। পাঁচটি প্রমাণ সময় রয়েছে কোন দেশের?
ক) যুক্তরাষ্ট্র     খ) জাপান 
গ) কানাডা      ঘ) চীন

আরো পড়ুন : স্বাধীন বাংলাদেশ অধ্যায়ের ১৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব

৯। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
ক) বুধ         খ) শুক্র 
গ) পৃথিবী     ঘ) মঙ্গল

১০। মঙ্গল গ্রহের উপগ্রহ কোনটি?
ক) ডিমোস     খ) এরাকাস 
গ) চাঁদ           ঘ) ফেবোস

নিচের উদ্দীপক পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

নমিতা বই পড়ে জানতে পারল, উজ্জ্বল একটি নক্ষত্র অন্যান্য গ্রহ ও উপগ্রহকে নিয়ন্ত্রণ করছে। আর আমাদের পৃথিবীর সঙ্গে ওই নক্ষত্রটির ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।

১১। ওপরের উদ্দীপকে উজ্জ্বল নক্ষত্রটির নাম কী?
ক) মঙ্গল     খ) পৃথিবী 
গ) সূর্য         ঘ) ধূমকেতু

১২। ওই নক্ষত্রের ফলে-
i. পৃথিবী আলোকিত হয়
ii. পৃথিবীতে প্রাণের স্পন্দন জাগে
iii. পৃথিবীতে ভূমিকম্পন হয়
নিচের কোনটি সঠিক? 
ক) i ও iii     খ) ii ও iii 
গ) i ও ii      ঘ) i, ii ও iii

১৩। বাংলাদেশের দীর্ঘতম দিন কোনটি?
ক) ২১ জুন     
খ) ২২ ডিসেম্বর 
গ) ২১ মার্চ     
ঘ) ২২ জানুয়ারি

১৪। চট্টগ্রাম বন্দরে কখন জাহাজ ভিড়ে?
ক) ভাটার সময়     খ) মরা কটালে 
গ) জোয়ার হলে     ঘ) তেজ কটালে

১৫। সূর্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?
ক) হাইড্রোজেন     
খ) হিলিয়াম 
গ) নাইট্রোজেন     
ঘ) সালফার

১৬। সর্বোচ্চ অক্ষাংশ কত ডিগ্রি?
ক) ১৮০ ডিগ্রি     খ) ৯০ ডিগ্রি
গ) ৩৬০ ডিগ্রি     ঘ) ২৭০ ডিগ্রি

উত্তর: ১. ক, ২. ঘ, ৩. ঘ, ৪. ক, ৫. খ, ৬. খ, ৭. ঘ, ৮. গ, ৯. খ, ১০. ঘ, ১১. গ, ১২. গ, ১৩. ক, ১৪. গ, ১৫. ক, ১৬. খ।

লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর

বঙ্গভূমির প্রতি কবিতার ১৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৩:২৪ পিএম
বঙ্গভূমির প্রতি কবিতার ১৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত

কবিতা : বঙ্গভূমির প্রতি

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার কবি কে? 
(ক) মাইকেল মধুসূদন দত্ত     
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) কাজী নজরুল ইসলাম     
(ঘ) জসীমউদ্দীন

২। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন-
(ক) ১৮২৩ খ্রিষ্টাব্দে     (খ) ১৮২৪ খ্রিষ্টাব্দে
(গ) ১৮২৫ খ্রিষ্টাব্দে     (ঘ) ১৮২৬ খ্রিষ্টাব্দে

৩। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কোন জেলায়? 
(ক) সাতক্ষীরা জেলায়    (খ) যশোর জেলায়
(গ) খুলনা জেলায়          (ঘ) বরিশাল জেলায়

৪। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কোন গ্রামে? 
(ক) আগরদাঁড়ি গ্রামে    (খ) মণিরামপুর গ্রামে
(গ) সাগরদাঁড়ি গ্রামে     (ঘ) শার্শা গ্রামে

৫। বাংলা ভাষার প্রথম সনেট লেখেন কোন কবি?
(ক) মানিক বন্দ্যোপাধ্যায়     (খ) প্রেমেন্দ্র মিত্র 
(গ) মাইকেল মধুসূদন দত্ত    (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর 

৬। বাংলায় প্রথম পত্র কাব্য লেখেন-
(ক) জসীমউদ্দীন                (খ) মধুসূদন দত্ত
(গ) মোহিতলাল মজুমদার    (ঘ) বুদ্ধদেব বসু

৭। হিন্দুধর্ম ত্যাগ করে কবি কোন ধর্ম গ্রহণ করেন? 
(ক) মুসলিম     (খ) বৌদ্ধ 
(গ) খ্রিষ্ট           (ঘ) জৈন

আরো পড়ুন :  লেখাপড়া মানবধর্ম কবিতার ১২টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৫ম পর্ব

৮। মাইকেল মধুসূদন দত্তের বাবার নাম কী? 
(ক) মহামতি মুনশী রাজ নারায়ণ দত্ত
(খ) মহামান্য রাজ নারায়ণ
(গ) মুনশী পরাণ বন্দ্যোপাধ্যায়
(ঘ) কোনোটি নয়

৯। মাইকেল মধুসূদন দত্তের মায়ের নাম কী? 
(ক) মনোলিনী দেবী         (খ) জাহ্নবী দেবী
(গ) কুসুম কুমারী দেবী     (ঘ) মনোন চন্দ্রী দেবী

১০। মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি? 
(ক) শর্মিষ্ঠা          (খ) পদ্মাবতী
(গ) কৃষ্ণকুমারী    (ঘ) সবগুলো

১১। প্রহসন কোনটি? 
(ক) একেই কি বলে সভ্যতা    (খ) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
(গ) মায়াকানন                       (ঘ) ক ও খ উভয়ই

১২। মাইকেল মধুসূদন দত্তের ইংরেজি নাটক ও নাট্যানুবাদ কোনটি? 
(ক) রিজিয়া     (খ) রত্নাবলি
(গ) শর্মিষ্ঠা       (ঘ) সবগুলো

১৩। কখন থেকে মাইকেল মধুসূদন দত্তের মনে কবি হওয়ার তীব্র বাসনা জাগ্রত হয়? 
(ক) শৈশব থেকে     (খ) কৈশোর থেকে
(গ) যৌবন থেকে     (ঘ) বার্ধক্য থেকে

১৪। মাইকেল মধুসূদন দত্ত বাংলা, ইংরেজি, হিব্রু, ফরাসি, জার্মান, ইতালিয়ান ও তামিল ছাড়া আর কোন ভাষায় পারদর্শী ছিলেন? 
(ক) তেলেগু    (ঘ) মারাঠি
(গ) সংস্কৃত      (ঘ) আসামি

১৫। মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্য কোনটি? 
(ক) পদ্মাবতী     (খ) কৃষ্ণকুমারী
(গ) বীরাঙ্গনা     (ঘ) মেঘনাদবধ কাব্য

উত্তর: ১. ক, ২. খ, ৩. খ, ৪. গ, ৫. গ, ৬. খ, ৭. গ, ৮. ক, ৯. খ, ১০. ঘ, ১১. ঘ, ১২. ঘ, ১৩. ক, ১৪. ক, ১৫. ঘ।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর

পরিমাপ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, সপ্তম শ্রেণির গণিত

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০২:০২ পিএম
পরিমাপ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, সপ্তম শ্রেণির গণিত
শিক্ষক শিক্ষার্থীদের বুঝিয়ে পাঠদান করছেন। ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায় : পরিমাপ

অনুশীলনী-৩

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের তথ্যের আলোকে ২১-২৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

কাদের একটি দৌড় প্রতিযোগিতায় ২০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন।

২১। তিনি কত কিলোমিটার দৌড়েছেন?
ক) ০.৬ কিলোমিটার     খ) ০.৭ কিলোমিটার
গ) ০.২ কিলোমিটার       ঘ) ০.৩ কিলোমিটার

২২। কাদেরের প্রতিক্রিয়ায় অতিক্রান্ত দূরত্ব কত মাইল?
ক) ০.১২৪ মাইল     খ) ০.২২১ মাইল
গ) ০.৩৪৪               ঘ) ২.১১ মাইল

২৩। ১ বর্গমিটার= কত বর্গ সেন্টিমিটার?
ক) ১০,০০০ সেন্টিমিটার     
খ) ২০,০০০ সেন্টিমিটার
গ) ২৫,০০০ সেন্টিমিটার 
ঘ) ৩,০০০ সেন্টিমিটার

আরো পড়ুন : পরিমাপ অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব

নিচের তথ্যের আলোকে ২৪-২৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ১৮ মিটার এবং উচ্চতা ভূমির দ্বিগুণ।

২৪। ত্রিভুজের উচ্চতা কত মিটার?
খ) ৩৬ মিটার     খ) ২৪ মিটার
গ) ৪০ মিটার     ঘ) ২৮ মিটার

২৫। ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল কত বর্গমিটার?
ক) ৩২২ বর্গমিটার     খ) ৩২৪ বর্গমিটার
গ) ১,২১২ বর্গমিটার     ঘ) ৪,৫৩২ বর্গমিটার

উত্তর: ২১. গ, ২২. ক, ২৩. ক, ২৪. ক , ২৫. খ।

লেখক : সহকারী শিক্ষক 
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ 

কবীর

লালসালু উপন্যাসের ২৮টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসি বাংলা ১ম  পত্র

প্রকাশ: ০২ জুন ২০২৫, ১২:৩৬ পিএম
লালসালু উপন্যাসের ২৮টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসি বাংলা ১ম  পত্র
শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর প্রশ্ন নিয়ে গ্রুপ ডিসকাশন করছে। ছবি- সংগৃহীত

উপন্যাস : লালসালু 

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: ‘বাহে মুলুক’ কোথায়? 
উত্তর: ‘বাহে মুলুক’ উত্তরবঙ্গে অবস্থিত।

প্রশ্ন: মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম কী? 
উত্তর: মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম জমিলা।

প্রশ্ন: তাহের-কাদেরের মায়ের জানাজা কে পড়াবে? 
উত্তর: তাহের-কাদেরের মায়ের জানাজা পড়াবে মোল্লা শেখ।

প্রশ্ন: ‘সুড়ঙ্গ’ কী জাতীয় রচনা? 
উত্তর: ‘সুড়ঙ্গ’ সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত একটি নাটক।

প্রশ্ন: কার আনুগত্য ধ্রুবতারার মতো অনড়? 
উত্তর: রহিমার আনুগত্য ধ্রুবতারার মতো অনড়।

প্রশ্ন: দস্তুরমতো দেবংশি কী? 
উত্তর: দস্তুরমতো দেবংশি হচ্ছে তেঁতুলগাছটি।

প্রশ্ন: কোন সড়ক ধরে মজিদ মহব্বতনগর গ্রামে প্রবেশ করেছিল?
উত্তর: মতিগঞ্জের সড়ক ধরে মজিদ মহব্বতনগর গ্রামে প্রবেশ করেছিল।

প্রশ্ন: মহব্বতনগরে মজিদ প্রথমে কার বাড়িতে আশ্রয় নেয়?
উত্তর: মহব্বতনগরে মজিদ প্রথমে খালেক ব্যাপারীর বাড়িতে আশ্রয় নেয়।

প্রশ্ন: ওটা ছিল নিশানা, আনন্দের আর সুখের- ওটা কী?
উত্তর: এখানে ওটা হলো থোতামুখের তালগাছটা।

প্রশ্ন: মজিদের বড় বউয়ের নাম কী? 
উত্তর: মজিদের বড় বউয়ের নাম রহিমা।

প্রশ্ন: তাহের-কাদেরের কনিষ্ঠ ভাইয়ের নাম কী?
উত্তর: তাহের-কাদেরের কনিষ্ঠ ভাইয়ের নাম রতন।

প্রশ্ন: আওয়ালপুরের পীর সাহেবের পূর্বপুরুষরা এ দেশের কোন জেলায় স্থায়ীভাবে বসবাস শুরু করে? 
উত্তর: আওয়ালপুরের পীর সাহেবের পূর্বপুরুষরা এ দেশের ময়মনসিংহ জেলায় স্থায়ীভাবে বসবাস শুরু করে। 

প্রশ্ন: আওয়ালপুরের পীর সাহেবের প্রধান মুরিদ কে? 
উত্তর: আওয়ালপুরের পীর সাহেবের প্রধান মুরিদ মতলুব খাঁ।

প্রশ্ন: মৌলবির চোখের কোনটা চকচক করে ওঠে কেন? 
উত্তর: বাড়ির ভিটেটার জন্য মৌলবির চোখের কোনটা চকচক করে ওঠে।

প্রশ্ন: মহব্বতনগরে কখন নিরাক পড়েছে? 
উত্তর: শ্রাবণের শেষাশেষি মহব্বতনগরে নিরাক পড়েছে।

প্রশ্ন: মহব্বতনগর গ্রামে নবাগত লোকটি কে? 
উত্তর: মহব্বতনগর গ্রামে নবাগত লোকটি হচ্ছে মজিদ।

আরো পড়ুন : লালসালু উপন্যাসের ৩৩টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব

প্রশ্ন: শস্যহীন জনবহুল অঞ্চলের বাসিন্দাদের সব ধরনের প্রচেষ্টার শেষ হয় কীভাবে?
উত্তর: শস্যহীন জনবহুল অঞ্চলের বাসিন্দাদের সব ধরনের প্রচেষ্টার শেষ হয় ভাগাভাগি, লুটোপুটি আর খুনাখুনি করে।

প্রশ্ন: কখন ঝিমধরা রেলগাড়ি সর্পিল গতিতে এসে পৌঁছায়? 
উত্তর: গভীর রাতে ঝিমধরা রেলগাড়ি সর্পিল গতিতে এসে পৌঁছায়।

প্রশ্ন: দীর্ঘ রেলগাড়িটি কীসের সঙ্গে তুলনা করা হয়েছে? 
উত্তর: দীর্ঘ রেলগাড়িটি অজগর সাপের সঙ্গে তুলনা করা হয়েছে।

প্রশ্ন: কোনো এক বিগত যুগের চড়ায় কী আটকে আছে? 
উত্তর: কোনো এক বিগত যুগের চড়ায় কেতাবের বিদ্যা আটকে আছে।

প্রশ্ন: কেতাবগুলোর বিচিত্র অক্ষরগুলো কোথায় আর্তনাদ করে? 
উত্তর: দূরাস্ত কোনো অতীতকালের অরণ্যে কেতাবগুলোর বিচিত্র অক্ষরগুলো আর্তনাদ করে।

প্রশ্ন: তলায় পেট শূন্য বলে কীসে পেট ভরে না? 
উত্তর: তলায় পেট শূন্য বলে খোদার এলেমে পেট ভরে না।

প্রশ্ন: মিহি কণ্ঠে আজান শুনে চমকে ওঠে কে? 
উত্তর: মিহি কণ্ঠে আজান শুনে এক সরকারি কর্মচারী চমকে ওঠে।

প্রশ্ন: কার চোখে-মুখে নিঃসঙ্গতার বন্য শূন্যতা ফুটে থাকে? 
উত্তর: মৌলবির চোখে-মুখে নিঃসঙ্গতার বন্য শূন্যতা ফুটে থাকে।

প্রশ্ন: নতুন খোলসপড়া নব্যশিক্ষিত মুসলমান কে? 
উত্তর: নতুন খোলসপড়া নব্যশিক্ষিত মুসলমান হচ্ছে এক সরকারি কর্মচারী।

প্রশ্ন: দীর্ঘ শালগাছ ছাড়িয়ে কার ক্ষীণগলা জাগে? 
উত্তর: দীর্ঘ শালগাছ ছাড়িয়ে মৌলবির ক্ষীণগলা জাগে।

প্রশ্ন: তাহের ও কাদেরের বাড়ি কোন গ্রামে? 
উত্তর: তাহের ও কাদেরের বাড়ি মহব্বতনগর গ্রামে।

প্রশ্ন: অপরাহ্নে তাহের ও কাদের বাড়ি ফিরে কী দেখে? 
উত্তর: অপরাহ্নে তাহের ও কাদের বাড়ি ফিরে খালেক ব্যাপারীর ঘরে মানুষের জটলা দেখে।

লেখক :  সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর