ঢাকা ১২ শ্রাবণ ১৪৩১, শনিবার, ২৭ জুলাই ২০২৪

ইবাদত অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব-২, ৫ম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রকাশ: ১২ মে ২০২৪, ০৪:৫৩ পিএম
আপডেট: ১২ মে ২০২৪, ০৪:৫৩ পিএম
ইবাদত  অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  পর্ব-২, ৫ম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: ইসলামের পরিভাষায় আহকাম-আরকানসহ বিশেষ নিয়মে আল্লাহর ইবাদত করাকে কী বলে?
উত্তর: ইসলামের পরিভাষায় আহকাম-আরকানসহ বিশেষ নিয়মে আল্লাহর ইবাদত করাকে সালাত বলে।
প্রশ্ন: কোনো বান্দা যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তার কোনটি থাকবে না?
উত্তর: কোনো বান্দা যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তার গুনাহ থাকবে না।
প্রশ্ন: জামাতের সঙ্গে সালাত আদায়ের মাধ্যমে কোনটি গড়ে ওঠে?
উত্তর: জামাতের সঙ্গে সালাত আদায়ের মাধ্যমে একতা, ভ্রাতৃত্ব, পরস্পরের মধ্যে সম্প্রীতি সৃষ্টি হয়।
প্রশ্ন: সালাত মানুষের কী উপকার করে?
উত্তর: সালাত মানুষকে খারাপ কাজের অভ্যাস থেকে দূরে রাখে।
প্রশ্ন: সালাতের প্রতিটি কাজ নিয়ম অনুসারে শৃঙ্খলার সঙ্গে আদায় করতে হয়। এটি থেকে তুমি কী শিখবে?
উত্তর: এটি থেকে আমি নিয়ম-শৃঙ্খলা শিখব।
প্রশ্ন: সালাতের আহকামের অন্তর্ভুক্ত একটি কাজ উল্লেখ করো।
উত্তর: সালাতের আহকামের অন্তর্ভুক্ত হলো কিবলামুখী হওয়া।
প্রশ্ন: সালাতের মধ্যে ভুলক্রমে ওয়াজিব কাজগুলোর কোনো একটি তোমার বাদ পড়ে গেছে। এখন তোমার করণীয় কী?
উত্তর: এখন আমার করণীয় হলো শেষ বৈঠকে শুধু তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে আল্লাহু আকবার বলে দুটি সিজদা করা।
প্রশ্ন: মসজিদকে বায়তুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয় কেন?
উত্তর: মসজিদকে বায়তুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয় কারণ এ ঘরে কেবল আল্লাহর ইবাদত করা হয়।
প্রশ্ন: দুনিয়ার মধ্যে আল্লাহতায়ালার কাছে সবচেয়ে প্রিয় স্থান কোনটি?
উত্তর: দুনিয়ার মধ্যে আল্লাহতায়ালার কাছে সবচেয়ে প্রিয় স্থান মসজিদ।
প্রশ্ন: পৃথিবীতে কোন মসজিদগুলোর মর্যাদা বেশি?
উত্তর: মসজিদে হারাম, মসজিদে নববি এবং মসজিদে বায়তুল মুকাদ্দাসের মর্যাদা বেশি।
প্রশ্ন: আব্দুল হক সাহেব কোনোভাবেই সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হন না। তিনি কাকে ভয় পান?
উত্তর: তিনি আল্লাহকে ভয় পান।
প্রশ্ন: তাহারাত কাকে বলে?
উত্তর: বিশেষ পদ্ধতিতে অর্জিত দেহ, মন, পোশাক, স্থান বা পরিবেশের পরিচ্ছন্নতা ও নির্মলতাকে তাহারাত বলে।
প্রশ্ন: হজ শব্দের অর্থ কী?
উত্তর: হজ শব্দের অর্থ ইচ্ছা করা, সংকল্প করা ইত্যাদি।
প্রশ্ন: নিসাব মানে কী?
উত্তর: যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয় তাকে নিসাব বলে।
প্রশ্ন: সাওমের মূল উদ্দেশ্য কী?
উত্তর: তাকওয়া অর্জন করা।
প্রশ্ন: জাকাতের মাসারিফ কয়টি?
উত্তর: জাকাতের মাসারিফ আটটি।
প্রশ্ন: সাওমকে ফারসি ভাষায় কী বলা হয়?
উত্তর: সাওমকে ফারসি ভাষায় রোজা বলা হয়।
প্রশ্ন: তারাবির সালাত কত রাকাত?
উত্তর: তারাবির সালাত ২০ রাকাত।
প্রশ্ন: ঘুমানোর আগে কোন দোয়া পড়তে হয়?    
উত্তর: আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া।
প্রশ্ন: ওয়াজিব মানে কী?
উত্তর: ওয়াজিব মানে অবশ্য করণীয়।
প্রশ্ন: ইবাদত শব্দের অর্থ কী?
উত্তর: ইবাদত শব্দের অর্থ আনুগত্য, দাসত্ব, বন্দেগি ইত্যাদি।
প্রশ্ন: পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ নামাজ মোট কত রাকাত?
উত্তর: পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ নামাজ মোট ১৭ রাকাত।
প্রশ্ন: নামাজের ওয়াজিব কয়টি?
উত্তর: নামাজে ওয়াজিব ১৪টি।
প্রশ্ন: ৪৩ সালাতের নিষিদ্ধ সময় কয়টি?
উত্তর: সালাতের নিষিদ্ধ সময় তিনটি।
প্রশ্ন: ঢাকা শহরকে কীসের শহর বলা হয়?
উত্তর: ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়।
প্রশ্ন: সালাতের ফরজ কাকে বলে?
উত্তর: সালাত শুরু করার আগে এবং সালাতের ভেতরে অবশ্য পালনীয় কাজগুলোকে সালাতের ফরজ বলে।
প্রশ্ন: কাবাঘর কার?
উত্তর: কাবাঘর আল্লাহর।
প্রশ্ন: কোনো বান্দা জামাতের সঙ্গে সালাত আদায় করলে আল্লাহতায়ালা তাকে কয়টি পুরস্কার দেবেন?
উত্তর: কোনো বান্দা জামাতের সঙ্গে সালাত আদায় করলে আল্লাহতায়ালা তাকে পাঁচটি পুরস্কার দেবেন।
প্রশ্ন: হাঁচি দিলে কোন দোয়া পড়তে হয়?
উত্তর: হাঁচি দিলে আলহামদুলিল্লাহ পড়তে হয়।
প্রশ্ন: হজের প্রধান কাজ কী?
উত্তর: হজের প্রধান কাজ ইহরাম বাঁধা।
প্রশ্ন: তারাবির সালাত সম্পর্কে মহানবি (সা.) কী বলেছেন?
উত্তর: মহানবি (সা.) বলেছেন, যে ব্যক্তি রমজানে তারাবির সালাত আদায় করে তার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে।
প্রশ্ন: কোরআন মজিদে কয়টি সিজদাহর আয়াত আছে?
উত্তর: কোরআন মজিদে ১৪টি সিজদার আয়াত আছে।
প্রশ্ন: মাগরিব নামাজের সময় কতক্ষণ থাকে?
উত্তর: সূর্যাস্তের পর থেকে পশ্চিম আকাশে যতক্ষণ লালিমা বিদ্যমান থাকে।
প্রশ্ন: কবর দেখলে কী দোয়া পড়তে হয়?
উত্তর: ‘আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর’ পড়তে হয়।
প্রশ্ন: মৌলিক ইবাদতগুলো কী?
উত্তর: মৌলিক ইবাদতগুলো হচ্ছে- সালাত, সাওম, হজ, জাকাত, সাদকা, দান-খয়রাত, আল্লাহর পথে জিহাদ ইত্যাদি।
প্রশ্ন: জাকাতের মাসারিফ বলতে কী বোঝ?
উত্তর: মাসারিফ অর্থ ব্যয়ের খাতসমূহ। যাদের জাকাত দেওয়া যায়, তাদের বলে জাকাতের মাসারিফ।
প্রশ্ন: পাঁচ ওয়াক্ত সালাতে ফরজ কয় রাকাত?
উত্তর: পাঁচ ওয়াক্ত সালাতের ফরজ ১৭ রাকাত।
প্রশ্ন: সাহু সিজদাহ কখন দিতে হয়?
উত্তর: ভুলে কোনো ওয়াজিব বাদ পড়লে তা সংশোধনের জন্য সাহু সিজদাহ দিতে হয়।
প্রশ্ন: সালাতে প্রতি রাকাতে কোন সুরা পড়তে হয়? 
উত্তর: সালাতে প্রতি রাকাতে সুরা ফাতিহা পড়তে হয়।
প্রশ্ন: দোয়া কুনুত পড়তে হয় কোন সালাতে?
উত্তর: দোয়া কুনুত পড়তে হয় বিতর সালাতে।
প্রশ্ন: ঈদের সালাত কয় তাকবিরের সঙ্গে পড়তে হয়?
উত্তর: ঈদের সালাত ছয় তাকবিরের সঙ্গে পড়তে হয়।
প্রশ্ন: ঈদুল ফিতর ও ঈদুল আজহার সালাত কখন পড়তে হয়?
উত্তর: রোজা সমাপ্ত হওয়ার পর শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদুল ফিতর ও জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহার সালাত পড়তে হয়।
প্রশ্ন: আমরা কীভাবে ইবাদত করব?
উত্তর: আমরা আন্তরিকতার সঙ্গে ইবাদত করব।
প্রশ্ন: সালাত কীসের খুঁটি?
উত্তর: সালাত দীন ইসলামের খুঁটি।
প্রশ্ন: সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কী?
উত্তর: সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত।
প্রশ্ন: সালাতের ফরজ কাজগুলো কয়ভাগে বিভক্ত?
উত্তর: সালাতের ফরজ কাজগুলো দুই ভাগে বিভক্ত।
প্রশ্ন: সালাতের শেষ বৈঠকে কী পড়তে হয়।
উত্তর: সালাতের শেষ বৈঠকে তাশাহুদ পড়তে হয়।
প্রশ্ন: মসজিদে আকসা অবস্থিত কোথায়?
উত্তর: মসজিদের আকসা জেরুজালেমে অবস্থিত।
প্রশ্ন: কয় শ্রেণির লোককে জাকাত দিতে হয়?
উত্তর: আট শ্রেণির লোককে জাকাত দিতে হয়।
প্রশ্ন: কোথায় রাত্রিযাপন করতে হয়?
উত্তর: মুজদালিফায় রাত্রিযাপন করতে হয়।
প্রশ্ন: কোরবানির উদ্দেশ্য কী?
উত্তর: মুসলিমদের ত্যাগের মহিমায় উজ্জীবিত করাই কোরবানির উদ্দেশ্য।
প্রশ্ন: হাঁচিদাতার প্রশংসা শুনে কী বলব?
উত্তর: হাঁচিদাতার প্রশংসা শুনে ইয়ারহামুকাল্লাহু বলব।
প্রশ্ন: কোন সালাতের আলাদা কোনো ওয়াক্ত নেই?
উত্তর: জুমার সালাতের আলাদা কোনো ওয়াক্ত নেই।
প্রশ্ন: কোনো কাজ শুরু করার আগে কী বলতে হয়?
উত্তর: কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলতে হয়।
প্রশ্ন: পরিচ্ছন্নতা বলতে কী বোঝায়?
উত্তর: শরীর, পোশাক, স্থান বা পরিবেশ পরিষ্কার ও ময়লামুক্ত রাখাই হলো পরিচ্ছন্নতা।
প্রশ্ন: কোনো কাজ শুরু করার আগে কী বলতে হয়?
উত্তর: কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রাহমানির রাহিম বলতে হয়।
প্রশ্ন: সালাত শব্দের অর্থ কী?
উত্তর: সালাত শব্দের অর্থ বিনম্র হওয়া, দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, দরুদ পড়া ইত্যাদি।
প্রশ্ন: তাকবিরে তাহরিমা কী?
উত্তর: সালাতের নিয়ত করার পর ‘আল্লাহু আকবার’ বলে কান বরাবর দুই হাত তোলাই হলো তাকবিরে তাহরিমা।
প্রশ্ন: বিতর সালাত কখন আদায় করতে হয়?
উত্তর: এশার সালাত আদায়ের পর।
প্রশ্ন: আকিকা করা কী?
উত্তর: আকিকা করা সুন্নত।
প্রশ্ন: ইফতারের দোয়াটির অর্থ কী?
উত্তর: হে আল্লাহ। তোমারই জন্য সাওম রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি।
প্রশ্ন: হজ জীবনে কয়বার ফরজ? 
উত্তর: হজ জীবনে একবার ফরজ।
প্রশ্ন: মসজিদে প্রবেশের দোয়াটি বাংলায় লিখ।
উত্তর: আল্লাহুম্মাফ তাহলি আবওয়াবা রহমাতিকা

মাস্টার ট্রেইনার ও সিনিয়র শিক্ষক,শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, রমনা, ঢাকা

কলি

স্থগিত হলো এইচএসসির আরও ৪ পরীক্ষা

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০২:২৪ পিএম
আপডেট: ২৫ জুলাই ২০২৪, ০৫:৫৮ পিএম
স্থগিত হলো এইচএসসির আরও ৪ পরীক্ষা
ফাইল ফটো

চলমান এইচএসসি ও সমমানের আরও চারটি পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষাবোর্ড। এর মধ্যে চলতি জুলাইয়ে তিনটি এবং আগস্টে একটি পরীক্ষা হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৮, ২৯ ও ৩১ জুলাই এবং ১ আগস্টের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া সব পরীক্ষা ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে।

অমিয়/

প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ১২:৫২ পিএম
আপডেট: ২৫ জুলাই ২০২৪, ১২:৫৪ পিএম
প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ
ছবি: সংগৃহীত

দেশের চলমান পরিস্থিতিতে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৪ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

স্থগিত এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ১২:১৯ পিএম
আপডেট: ২৫ জুলাই ২০২৪, ০২:১৮ পিএম
স্থগিত এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর
খবরের কাগজ (ফাইল ফটো)

সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংস কর্মকাণ্ডের ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে স্থগিত করা ২০২৪ সালের এইচএসসি ও সমমানের চার দিনের পরীক্ষা আগামী ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তপন কুমার বলেন, ‘স্থগিত হওয়া সব পরীক্ষা ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে।’

আর কোনো পরীক্ষা স্থগিত হতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। কোনো সিদ্ধান্ত নিলে জানানো হবে।’

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় গত ১৮ জুলাই সকালে ছিল ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র এবং বিকেলে ছিল উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) প্রথম পত্র, আরবি প্রথম পত্র, পালি প্রথম পত্র পরীক্ষা। 

২১ জুলাই সকালে ছিল রসায়ন (তত্ত্বীয়) প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র।
 
২৩ জুলাই সকালে ছিল রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র। 

আর ২৫ জুলাই সকালে ছিল অর্থনীতি দ্বিতীয় পত্র, প্রকৌশল অঙ্কন এবং ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথমপত্র।

আগামী ২৮ জুলাই যথারীতি সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১১ আগস্ট এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।

অমিয়/

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৯:৪৩ পিএম
আপডেট: ২৪ জুলাই ২০২৪, ০৯:৪৪ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 

বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

মন্ত্রী আরও বলেন, ‘পুনরায় এইচএসসি পরীক্ষা শুরুর বিষয়ে চিন্তা করা হচ্ছে। আগামী সপ্তাহের নির্ধারিত পরীক্ষার বিষয়ে আমরা বসেছি। প্রথম অগ্রাধিকার হচ্ছে, রাজধানীসহ ঢাকা জেলা বা পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে, সেগুলোর এক রকম পরিস্থিতি। আবার অন্য যে জেলাগুলো আছে, সেখানে আরেক রকম পরিস্থিতি। এসব আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে।’

পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না। শিক্ষাপ্রতিষ্ঠান বলতে শুধু বিশ্ববিদ্যালয় ও কলেজ নয়, আমাদেরকে তো বিদ্যালয়গুলো নিয়েও কাজ করতে হয়। তবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদাভাবে ভাবতে হবে।’ 

আন্দোলনকারীদের আলটিমেটাম নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আন্দোলনের প্রথম থেকে দেখা গেছে, ঘোষণা হচ্ছে একটা। আর কাজ হচ্ছে আরেকটা। ঘোষণাকারীরা বলছেন, শান্তিপূর্ণভাবে এই-সেই করা হবে। তবে এটা যারা বাস্তবায়ন করছেন, তারা কিন্তু সেটা শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্যে রাখছেন না। আলটিমেটাম দিয়ে কেউ যাতে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, আমরা সেটাই অনুরোধ করব।’ 

প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

বুধবার রাতে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন খবরের কাগজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সব প্রাথমিক বিদ্যালয় আপাতত বন্ধ থাকবে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’

প্রাণহানির ঘটনায় বিচার চায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৭:২৪ পিএম
আপডেট: ১৮ জুলাই ২০২৪, ০৭:২৪ পিএম
প্রাণহানির ঘটনায় বিচার চায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি
বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রাণহানির ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে সমিতির সাধারণ সম্পাদক ড. কাজী আনিস আহমেদ স্বাক্ষরিত বিবৃবিতে এ দাবি জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘সরকারি চাকরির কোটা পদ্ধতি বিষয়ে দেশব্যাপী সৃষ্ট সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষত কোটাবিরোধী সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। সম্ভাবনাময় তরুণ প্রাণের অকালে ঝরে যাওয়া, দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানাই। সেই সঙ্গে সহিংসতার ফাঁদে পা না দিয়ে, কোটা সংস্কার প্রসঙ্গে মাননীয় আদালতের সুচিন্তিত রায়ের জন্য শিক্ষার্থীদের ধৈর্যশীল ভূমিকা পালনের আহ্বান জানাই।’

আন্দোলনে স্বার্থান্বেষী মহলের প্ররোচনা থেকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বিবৃবিতে বলা হয়, ‘বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আশা করে, সংঘাত-সহিংসতা মুক্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষার্থে শিক্ষার্থীরা, শিক্ষার পরিবেশ ব্যাহত কিংবা ক্যাম্পাস বন্ধ রাখতে হয়, এমন সব কার্যক্রম থেকে নিজেদের বিরত রাখবে। সেসঙ্গে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে লেখাপড়ায় মনোনিবেশ করবে। চলমান অবস্থা দীর্ঘায়িত তথা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে এবং জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়ব। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ সমুন্নত রাখার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।’