ঢাকা ২০ জ্যৈষ্ঠ ১৪৩২, মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
English
মঙ্গলবার, ০৩ জুন ২০২৫, ২০ জ্যৈষ্ঠ ১৪৩২

অনলাইন ট্রাভেল এজেন্সি পোর্টাল দিচ্ছে বাহাজা ডটকম

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০১:২২ পিএম
অনলাইন ট্রাভেল এজেন্সি পোর্টাল দিচ্ছে বাহাজা ডটকম

বাংলাদেশের প্রথম অনলাইন ট্রাভেল মার্কেটপ্লেস বাহাজা ডটকম স্বাধীনতার পুরো মাসজুড়ে মাত্র ২৬০০ টাকায় হোয়াইট লেবেল অনলাইনে ট্রাভেল এজেন্সি (ওটিএ) ব্যবসার সুযোগ দিচ্ছে। আবেদন করার মাত্র ১০ মিনিটের মধ্যেই নিজস্ব ওয়েবসাইটে কোম্পানির লোগোসহ ওটিএ ব্যবসা পরিচালনা করার সকল উপকরণ পাওয়া যাবে। ব্যবসায়িক ওয়েবসাইটের জন্য কোন প্রকার হোস্টিং খরচ লাগবে না। এমনকি ওয়েবসাইটের ডেভেলপমেন্ট কিংবা মেইনটেন্যান্স বাবদও কোন প্রকার টাকা খরচ করতে হবে না। 

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব উদ্যোক্তা অনলাইনে ট্রাভেল এজেন্সি ব্যবসা করতে চান, তারা এই ওয়েবসাইটের মাধ্যমে ট্রাভেল সংক্রান্ত পূর্ণাঙ্গ সমাধান পাবেন। নিজস্ব ডোমেইন সেটআপ হওয়ার সঙ্গে সঙ্গে কোন প্রকার ঝামেলা ছাড়াই দেশ-বিদেশের সকল হোটেল, এয়ার টিকিট, ট্যুর প্যাকেজ, ওমরাহ ও হজ প্যাকেজ বুকিং দিতে পারবেন। যে কাউ চাইলে নিজ থেকেই কোন প্রকার উমরাহ, হজ প্যাকেজ কিংবা ট্যুর প্যাকেজ বানিয়ে তা বিক্রি করতে পারবেন। চাইলে বাহাজা ডটকমের শতাধিক প্রিমিয়াম ওটিএ মেম্বাররাও এসব প্যাকেজ বিক্রি করতে পারবেন। উদ্যোক্তারা নিজস্ব ট্রাভেল সংক্রান্ত ব্যবসা ছাড়াও চাইলে ব্যবসার পরিধি বাড়াতে নিজের ডোমেইন থেকেই অন্যদের সাব-এজেন্ট বানাতে পারবেন। নিজের ডোমেইন থেকেই বিটুবি কিংবা বিটুসি মডেলে ব্যবসা করার সুযোগ পাবেন।

এ ব্যাপারে বাহাজা ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ইমরান করিম বলেন, আমরা ওটিএ ব্যবসায় বিপ্লব সৃষ্টি করতে চাই। এ জন্য মার্চ মাসজুড়ে আগ্রহী উদ্যোক্তাদের জন্য বিশেষ অফারে ওটিএ পোর্টাল নিয়ে এসেছি। একের মধ্যে অনেক সেবা আমরাই বাংলাদেশে প্রথম চালু করলাম। নতুন উদ্যোক্তাদের স্বাচ্ছন্দ্যে ব্যবসা করার জন্য আমাদের সাপোর্ট টিম ২৪ ঘণ্টা সেবা প্রদান করছে। এতে করে আগ্রহী নতুন ব্যবসায়ীরা তাদের গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে পারবেন। বাংলাদেশের প্রতিটি জেলায় ফ্রাঞ্চাইজি দিচ্ছে বাহাজা ডটকম। বাহাজার ব্র্যান্ড ব্যবহার করে নিজ জেলাতে ব্যবসা করতে আগ্রহীরা www.bahaza.com/signup এই ঠিকানায় নিবন্ধন করতে পারবেন।

কোন চিপ ও র‍্যাম থাকছে আইফোন ১৭ মডেলে?

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৭:৩২ পিএম
কোন চিপ ও র‍্যাম থাকছে আইফোন ১৭ মডেলে?
অ্যাপলের আসন্ন আইফোন ১৭ মডেল নিয়ে প্রযুক্তিবিশ্বে নতুন জল্পনা শুরু হয়েছে। ছাবি: সংগৃহীত

অ্যাপলের আসন্ন আইফোন ১৭ মডেল নিয়ে প্রযুক্তিবিশ্বে নতুন জল্পনা শুরু হয়েছে। নতুন এক ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এই ফোনের বেজ মডেলে প্রত্যাশিত পারফরম্যান্সের উন্নতি নাও দেখা যেতে পারে। বিশ্লেষক জেফ পু-এর গবেষণা নোট অনুযায়ী, আসন্ন আইফোন ১৭ মডেলে বড় পর্দা এলেও পারফরম্যান্সে বিশেষ উন্নতি থাকছে না। আইফোন ১৬ মডেলের মতো একই চিপসেট ও র‍্যাম ব্যবহার করা হতে পারে আইফোন ১৭ মডেলে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে উন্মোচিত হতে যাওয়া আইফোন ১৭ মডেলে থাকছে ৬.৩ ইঞ্চির ডিসপ্লে, যা আইফোন ১৬ মডেলের ৬.১ ইঞ্চির চেয়ে বড় এবং প্রো মডেলের সমান। স্ট্রিমিং বা মাল্টিটাস্কিংয়ের জন্য যারা বড় ক্যানভাস চান, তাদের জন্য এটি ভালো হবে। তবে ভেতরের হার্ডওয়্যার একই থাকছে বলে দাবি করা হয়েছে। এতে থাকছে আগের মতো এ১৮ চিপ ও ৮ গিগাবাইট র‍্যাম।

অন্যদিকে আইফোন ১৭ এয়ার, প্রো ও প্রো ম্যাক্স সংস্করণে থাকার সম্ভাবনা রয়েছে আরও শক্তিশালী এ১৯ চিপ ও ১২ গিগাবাইট র‍্যাম। ফলে বেজ মডেলটি অন্যান্য সংস্করণের তুলনায় পিছিয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ধারণা করা হয়েছিল, অ্যাপল আইফোন ১৭-এর র‍্যাম বাড়াতে পারে। তবে জেফ পু জানিয়েছেন, সে পরিকল্পনা বাতিল করা হয়েছে। একই চিপ ব্যবহারের সিদ্ধান্ত বিশেষজ্ঞদের কাছে আরও অবাক করার মতো লেগেছে।

এ১৮ চিপ শক্তিশালী হলেও, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন ফিচার ব্যবহারে এটি সীমাবদ্ধতা তৈরি করতে পারে। এতে করে ব্যবহারকারীরা প্রিমিয়াম মডেলের দিকে ঝুঁকবেন, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা।

তবে ক্যামেরা ও অন্যান্য দিক থেকে আইফোন ১৭ আগের মতোই থাকছে। এতে থাকবে ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা ও আইপি৬৮ রেটিং-সম্পন্ন সক্ষমতা। নতুন আইওএস ২৬ সংস্করণে এক্সটার্নাল ডিসপ্লে সমর্থনসহ আরও কিছু ফিচার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘ডব্লিউডব্লিউডিসি’ চলতি মাসের ৯ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে আইফোন ১৭ নিয়ে আরও বিস্তারিত তথ্য সামনে আসতে পারে। তবে আপাতত মনে হচ্ছে, আইফোন ১৭ হবে বড় স্ক্রিনে পুরোনো প্রযুক্তির পুনরাবৃত্তি।

দীর্ঘ ই-মেইল থ্রেড সংক্ষেপে দেখাবে জিমেইল অ্যাপ

প্রকাশ: ০২ জুন ২০২৫, ১২:৩০ পিএম
দীর্ঘ ই-মেইল থ্রেড সংক্ষেপে দেখাবে জিমেইল অ্যাপ
ছবি: সংগৃহীত

প্রযুক্তিপ্রেমীদের অভিজ্ঞতা সহজ করতে গুগল প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসছে। এবার গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য জিমেইল অ্যাপে যুক্ত হচ্ছে স্বয়ংক্রিয় ই-মেইল সারসংক্ষেপ। ফলে দীর্ঘ ই-মেইল থ্রেড বা কথোপকথনের ধারা জিমেইল স্বয়ংক্রিয়ভাবে সেগুলোর মূল বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে দেখাবে। ধরুন কাউকে একটি ই-মেইল পাঠালেন। তিনি তার উত্তর দিলেন। আপনি আবার জবাব দিলেন। এভাবে এগিয়ে যেতে থাকলে প্রতিটি রিপ্লাই মূল ই-মেইলের সঙ্গে যুক্ত হয়ে একটি ই-মেইল থ্রেড তৈরি করে। আপাতত শুধু গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্ট ব্যবহারকারীরা আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপে এই সুবিধা পাচ্ছেন।

গত বছর গুগল তাদের জেমিনাই সাইড প্যানেল চালুর সময় ডক্স, শিটস, স্লাইডস, ড্রাইভ ও জিমেইলে এআই সারসংক্ষেপের সুবিধা নিয়ে এসেছিল। তবে তখন ব্যবহারকারীদের ই-মেইলের ওপরে থাকা ‘সামারাইজ দিস ই-মেইল’ বাটন চেপে সারসংক্ষেপ দেখতে হতো। তবে এখন থেকে ই-মেইল থ্রেড খোলার সঙ্গে সঙ্গে ওপরের দিকে একটি সারাংশ কার্ড দেখাবে অ্যাপটি।

গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট স্বয়ংক্রিয়ভাবে থ্রেডে থাকা একাধিক বার্তার মূল বিষয়গুলো চিহ্নিত করে সারাংশ তৈরি করবে। মজার বিষয় হলো, কোনো নতুন বার্তা এলে সেই সারাংশ আপডেট হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। এই ফিচার শুধু ইংরেজি ভাষায় লেখা ই-মেইলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। একই সঙ্গে জিমেইল, চ্যাট ও মিটের পার্সোনালাইজড স্মার্ট ফিচার এবং গুগল ওয়ার্কস্পেসের স্মার্ট ফিচারগুলো চালু থাকতে হবে।

ডেস্কটপ সংস্করণ বা সাধারণ জিমেইল অ্যাকাউন্টে এই সুবিধা আসবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি গুগল। তবে যেখানে স্বয়ংক্রিয় সারাংশ কাজ করছে না, সেখানে আগের মতো ‘সামারাইজ দিস ই-মেইল’ বাটন চেপে সারাংশ দেখা যাবে।

শুধু সারাংশ নয়, জিমেইলে জেমিনাই এখন নতুন ই-মেইল খসড়া তৈরিতেও সাহায্য করছে। ইনবক্স কিংবা গুগল ড্রাইভের ফাইল ঘেঁটে তথ্য খুঁজে পেতেও সহায়তা করতে পারে এটি।

সম্প্রতি অনুষ্ঠিত গুগল আই/ও ২০২৫ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই ‘পার্সোনালাইজড স্মার্ট রিপ্লাইস’ নামে একটি আসন্ন ফিচারের ঘোষণা দিয়েছেন। এটি ব্যবহারকারীর আগের ই-মেইল ও নথিপত্র বিশ্লেষণ করে উত্তর খসড়া তৈরি করবে, যা ব্যবহারকারীর লেখার ধরন অনুসরণ করবে।

ইউটিউব শর্টসে যুক্ত হচ্ছে গুগল লেন্স

প্রকাশ: ৩১ মে ২০২৫, ১২:৫০ পিএম
ইউটিউব শর্টসে যুক্ত হচ্ছে গুগল লেন্স
ইউটিউব শর্টসে পরীক্ষামূলকভাবে যুক্ত হচ্ছে গুগল লেন্স ফিচার। ছবি: সংগৃহীত

প্রযুক্তির দুনিয়ায় নতুন এক সংযোজন নিয়ে আসছে গুগল। স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব শর্টসে পরীক্ষামূলকভাবে যুক্ত হচ্ছে গুগল লেন্স ফিচার। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও ক্লিপের যেকোনো বস্তু বা বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে আরও তথ্য অনুসন্ধান করতে পারবেন।

ইতোমধ্যে সীমিত পরিসরে ফিচারটির বেটা সংস্করণ চালু হয়েছে। চলতি সপ্তাহে এটি ধাপে ধাপে সব শর্টস ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে গুগল।

নতুন ফিচারটি ব্যবহারের জন্য ভিডিও থামিয়ে ওপরের মেনু থেকে ‘লেন্স’ অপশনটি নির্বাচন করতে হবে। এর পর ভিডিওর যেকোনো অংশে ট্যাপ বা হাইলাইট করে সে সম্পর্কে অনুসন্ধান করা যাবে। সার্চের ফলাফল ও ভিজ্যুয়াল ম্যাচগুলো শর্টসের ওপরে দেখানো হবে। গুগল তাদের সাপোর্ট পেজগুলোতে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানিয়েছে।

তবে বেটা পর্যায়ে থাকা অবস্থায় সার্চের ফলাফলে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না বলে জানানো হয়েছে। একই সঙ্গে যেসব শর্টসে ইউটিউব শপিংয়ের অ্যাফিলিয়েট লিংক বা পণ্যের পেইড প্রমোশন আছে, সেগুলোর জন্য লেন্স ফিচারটি কাজ করবে না।

বিশ্লেষকদের মতে, এটি ভবিষ্যতে ইউটিউবের বাণিজ্যিক কনটেন্ট বা শপিংসংশ্লিষ্ট কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে আপাতত ফিচারটি শুধু তথ্য অনুসন্ধানের সুবিধা দিতে চালু করা হয়েছে। ব্যবহারকারীদের জন্য এটি ভিডিও কনটেন্ট থেকে সরাসরি তথ্য জানার একটি নতুন ও আকর্ষণীয় উপায় হিসেবে বিবেচিত হচ্ছে।

/আবরার জাহিন

হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে আসছে নতুন ফিচার

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৫:৩২ পিএম
হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে আসছে নতুন ফিচার
হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে আসছে নতুন ফিচার। ছবি: সংগৃহীত

মেটা মালিকানাধীন বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের স্ট্যাটাস ফিচারে নতুনত্ব আনতে চলেছে। ব্যবহারকারীরা এখন কোলাজ, মিউজিক ও নতুন ধরনের স্টিকার ব্যবহার করে নিজেদের স্ট্যাটাসকে আরও আকর্ষণীয় ও ব্যক্তিগতভাবে সাজাতে পারবেন। এই ফিচারগুলো অনেকটা ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘স্টোরিজ’ ফিচারের মতো কাজ করবে, যেখানে ব্যবহারকারীরা ২৪ ঘণ্টার জন্য টেক্সট, ছবি বা ভিডিও শেয়ার করতে পারেন।

চলতি বছরের মার্চ থেকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে গানের ক্লিপ যোগ করার ফিচার চালু হয়েছে। ব্যবহারকারীরা অ্যাপের মিউজিক লাইব্রেরি থেকে গান নির্বাচন করতে পারবেন। ছবিতে যুক্ত করলে ১৫ সেকেন্ড এবং ভিডিওর সঙ্গে যুক্ত করলে ৬০ সেকেন্ডের গানের ক্লিপ ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। সেই গানকে স্টিকার হিসেবে যুক্ত করার অপশনও থাকছে। চাইলে গানটিকে একটি স্বতন্ত্র স্ট্যাটাস হিসেবেও শেয়ার করা যাবে।

এ ছাড়া ‘অ্যাড ইওরস’ নামে একটি নতুন স্টিকার যোগ হচ্ছে, যা অনুসারীদের নিজস্ব ছবি শেয়ারের মাধ্যমে স্ট্যাটাসে সাড়া দিতে উৎসাহিত করবে। এখন থেকে ছবিগুলোকেও স্টিকারে রূপান্তরিত করা যাবে, যা স্ট্যাটাসে যোগ করার আগে আকার ও আকৃতি পরিবর্তন করা যাবে।

মেটা জানিয়েছে, এই নতুন ফিচারগুলো শিগগিরই নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য চালু হবে। আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্য ফিচারগুলো উন্মুক্ত করা হবে।

বাংলাদেশে আসছে গুগল পে, চার্জ কত?

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০২:৫১ পিএম
আপডেট: ৩১ মে ২০২৫, ০৫:০১ পিএম
বাংলাদেশে আসছে গুগল পে, চার্জ কত?
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল ওয়ালেট সেবা ‘গুগল পে’। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল ওয়ালেট সেবা ‘গুগল পে’। আগামী এক মাসের মধ্যে এই সেবা দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় যুক্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মাধ্যমে স্মার্টফোন হয়ে উঠবে গ্রাহকদের ডিজিটাল ওয়ালেট, যা কার্ড বহনের প্রয়োজনীয়তা কমাবে। কেনাকাটা, ভ্রমণ বা সিনেমার টিকিট কেনাসহ সব ধরনের লেনদেন মোবাইল ফোনে সম্পন্ন করা যাবে।

প্রাথমিকভাবে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের ভিসা ও মাস্টারকার্ড গুগল ওয়ালেটে যুক্ত করতে পারবেন, যার মাধ্যমে বাংলাদেশি মুদ্রায় লেনদেন করতে পারবেন। যেকোনো এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন)-সমর্থিত পয়েন্টে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে পেমেন্ট করা যাবে। তবে ধাপে ধাপে দেশের অন্যান্য ব্যাংকও এই সেবায় যুক্ত হবে।

সিটি ব্যাংক ও গুগল এই প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে। এই সেবা চালু হলে ব্যবহারকারীরা কনটাক্টলেস পয়েন্ট সেল (পিওএস) টার্মিনালে সহজেই ‘ট্যাপ অ্যান্ড গো’ পেমেন্ট করতে পারবেন। এতে কেনাকাটা হবে আরও দ্রুত, নিরাপদ ও আধুনিক।

চার্জ কত লাগবে?

গুগল ওয়ালেট থেকে সাধারণ কেনাকাটা, অনলাইন পেমেন্ট বা ‘পিয়ার টু পিয়ার’ (ব্যক্তি থেকে ব্যক্তি) ধরনের লেনদেনের ক্ষেত্রে আলাদাভাবে কোনো চার্জ নেওয়া হয় না, যদি ব্যবহারকারী নিজের ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড ব্যবহার করেন। তবে সংশ্লিষ্ট ব্যাংক নিজস্ব নীতিমালা অনুযায়ী কিছু ক্ষেত্রে ফি ধার্য করতে পারে।

যদি লেনদেন আন্তর্জাতিক গেটওয়ের মাধ্যমে হয় বা বিদেশি মুদ্রা জড়িত থাকে, তাহলে সাধারণত ১ থেকে ৩ শতাংশ পর্যন্ত ফি কাটতে পারে ব্যাংক। তবে দেশের অভ্যন্তরীণ লেনদেন সাধারণত বিনা খরচে হয়। যদিও গুগল যদি স্থানীয় লেনদেন আন্তর্জাতিক সার্ভারে প্রক্রিয়াকরণ করে, তাহলে কিছু ক্ষেত্রে ফি যুক্ত হতে পারে।

বাংলাদেশে গুগল পে চালুর মাধ্যমে কনটাক্টলেস পেমেন্ট প্রযুক্তি নতুন মাত্রা পেতে যাচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এটি দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করবে।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন আছে কি?

গুগল ওয়ালেট ব্যবহারকারীর সংবেদনশীল আর্থিক তথ্য সংরক্ষণ করে না। তাই সেবাটি চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের সরাসরি অনুমোদনের প্রয়োজন নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে যেসব ব্যাংক এই সেবার সঙ্গে যুক্ত হতে চায়, তাদের কেন্দ্রীয় ব্যাংককে তা জানাতে হবে।

/আবরার জাহিন