বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১৬ সন্দেহভাজন নারী সদস্যকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয়। গতকাল শুক্রবার শুনানি শেষে তাদের আবার কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (৩ মে) দুপুরে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (আমলি আদালত) বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইনের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মামলার ১৬ নারী আসামিকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।
কোর্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত জানান, রুমা থানার মামলায় ১৬ নারী আসামিকে দুই দিনের রিমান্ড শেষে দুপুরে আদালতে হাজির করা হয় এবং আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২ এপ্রিল জেলার রুমা উপজেলার সোনালী ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা ও পুলিশের অস্ত্র লুটের ঘটনায় রুমা থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়। পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারটি মামলা দায়ের হওয়ায় পর পুলিশ অভিযান শুরু করে। এ পর্যন্ত মোট ৯টি মামলায় ৮১ জন আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।