ঢাকা ১০ আষাঢ় ১৪৩২, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
English

এসএসসি পরীক্ষা: রসায়ন

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৬ পিএম
এসএসসি পরীক্ষা: রসায়ন
অধ্যায়-৪ ও ৫
পর্যায় সারণি ও রাসায়নিক বন্ধন
 
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
অধ্যায়-৪: পর্যায় সারণি
নিচের উদ্দীপকের আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মৌল         পর্যায় গ্রুপ
P         ২ ২
Q         ৩ ১৭
R         ৪ ২
[P, Q  এবং R প্রতীক অর্থে ব্যবহৃত হয়েছে]
২২। R ও Q দ্বারা গঠিত যৌগটি কোন দ্রাবকে দ্রবীভূত হয়? 
(ক) অ্যালকোহল
(খ) পানি   
(গ) কেরোসিন
(ঘ) কার্বন টেট্রাক্লোরাইড
২৩। উদ্দীপকের P, Q  এবং R মৌলের ক্ষেত্রে ক্রম-
(i) তড়িৎ ঋণাত্মকতা: Q>R 
(ii) পারমাণবিক আকার: R>Q>P 
(iii) আয়নীকরণ পটেনসিয়াল: R>P 
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii 
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
X, Si, Q, Z, Cl, Ar
২৪। উদ্দীপকের কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি?
(ক) Si      (খ) Z   
(গ) Ar    (ঘ) Cl  
২৫। (i)  Ar-এর পারমাণবিক আকার বড়
  (ii) Si-এর যোজনী X-এর চেয়ে বেশি
(iii) Si-এর অম্লত্ব X-এর চেয়ে বেশি
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii 
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ২২. খ, ২৩. ক, ২৪. ঘ, ২৫. গ। 
অধ্যায়-৫: রাসায়নিক বন্ধন
১। কোনটি সমযোজী যৌগ?
(ক) HCl      (খ)   CaCl2      
(গ) Al2O3      (ঘ)  MgO
২।  কোনটির জলীয় দ্রবণ বিদ্যুৎ অপরিবাহী?
(ক) তুঁতে    (খ) চিনি       
(গ) অ্যামোনিয়া  (ঘ) ভিনেগার
৩।  CaH2-এ কোন ধরনের বন্ধন বিদ্যমান?
(ক) আয়নিক    (খ) সমযোজী   
(গ) সন্নিবেশ    (ঘ) ধাতব
উত্তর: ১. ক, ২. খ, ৩. ক।
 
লেখক: সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
 
জাহ্নবী

বীরের রক্তে স্বাধীন এ দেশ প্রবন্ধের ১টি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০১:৫৭ পিএম
বীরের রক্তে স্বাধীন এ দেশ প্রবন্ধের ১টি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা
শিক্ষার্থীরা শিক্ষকের পাঠদান শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত

বীরের রক্তে স্বাধীন এ দেশ

পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদ থেকে প্রশ্ন ও উত্তর

অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নের উত্তর লেখ।

ডিসেম্বরের ১০ তারিখ। মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আমরা। মুক্তিযোদ্ধাদের নৌ জাহাজ বিএনএস পলাশ এবং বিএনএস পদ্মা মোংলা বন্দর দখল করে নিয়েছে। এবার খুলনা দখলই লক্ষ্য। ভৈরব নদী বেয়ে খুলনার দিকে ধেয়ে আসছেন তারা। 
জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসে। এমন সময় একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির ওপর বোমা এসে পড়ে। রুহুল আমিন বিএনএস পলাশের ইঞ্জিনরুমে ছিলেন। ইঞ্জিনরুমের ওপরে বোমা পড়েছিল। ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল পলাশে। তার ডান হাতটি উড়ে গিয়েছিল। তিনি আহত অবস্থায় ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পাড়ে উঠলেন। বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন। কিন্তু রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হলো তার। তিনি শহিদ হলেন। খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন এই বীর মুক্তিযোদ্ধা। এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ আজ মুক্ত। লক্ষ প্রাণের বিনিময়ে আমরা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করি। দেশের এ সব বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য আমরা গর্বিত।

আরো পড়ুন : বীরের রক্তে স্বাধীন এ দেশ প্রবন্ধের ১টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব

প্রশ্ন: ‘বীরের রক্তে স্বাধীন এ দেশ’ প্রবন্ধটি    কোন ধরনের গদ্য? মুক্তিযোদ্ধাদের দুটি জাহাজের নাম কী ছিল?
উত্তর: ‘বীরের রক্তে স্বাধীন এ দেশ’ একটি শিক্ষামূলক গদ্য। এই গদ্যে লেখক মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের গৌরবগাথা বর্ণনা করেছেন। 
মুক্তিযোদ্ধাদের দুটি জাহাজের নাম ছিল বিএনএস পলাশ ও বিএনএস পদ্মা।

এইচএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রের মডেল টেস্ট-২-এর ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০১:১৯ পিএম
এইচএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রের মডেল টেস্ট-২-এর ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত

মডেল টেস্ট-২-এর বাকি অংশ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৭। ‘প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে’-এ কথা কে বলতেন? 
(ক) মা              (খ) ভাই 
(গ) পূর্বপুরুষ    (ঘ) বড় বোন 

১৮। আবু জাফর ওবায়দুল্লাহর কবিতায় কোনটি প্রাধান্য পেয়েছে? 
(ক) বাংলাদেশের প্রকৃতি 
(খ) রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ 
(গ) মৃত্যু চেতনা      
(ঘ) বিদ্রোহী চেতনা

 নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর লেখ। 

‘জন্মিলে মরিতে হবে
অমর কে কোথা কবে? 
চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে।’

১৯। ওপরের উদ্দীপকটি তোমার পঠিত কোন কবিতার বিষয়বস্তুকে নির্দেশ করে? 
(ক) ফেব্রুয়ারি ১৯৬৯    (খ) বিদ্রোহী 
(গ) প্রতিদান                  (ঘ) সোনার তরী 

২০। ওপরের উদ্দীপকের বক্তব্যের সঙ্গে নির্দেশিত কবিতার অন্তর্গত মিল-
i. বিষয়বস্তুতে 
ii. মৃত্যুর অনিবার্যতায় 
iii. বিচিত্র ভাবনায় 
নিচের কোনটি সঠিক? 
(ক) i ও ii         (খ) i ও iii
 (গ) ii ও iii       (ঘ) i, ii ও iii

২১। ‘চির উন্নত মম শির’-এ চরণে কবির যে মনোভাব প্রকাশ পেয়েছে তা হলো-
i. আত্মজাগরণ 
ii. আত্মমর্যাদার অহংকার 
iii. আদর্শবোধে অটল স্থিতি 
নিচের কোনটি সঠিক? 
(ক) i ও ii         (খ) i ও iii
 (গ) ii ও iii       (ঘ) i, ii ও iii

২২। কাজী নজরুল ইসলাম কত সালে ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত হন? 
(ক) ১৯৪০ সালে     
(খ) ১৯৫০ সালে
(গ) ১৯৬০ সালে     
(ঘ) ১৯৭০ সালে

২৩। ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন ছন্দে রচিত? 
(ক) স্বরবৃত্ত          (খ) মাত্রাবৃত্ত 
(গ) অক্ষরবৃত্ত      (ঘ) গদ্যছন্দ 

২৪। ‘আঠারো বছর বয়স’ কীসে বাঁচে? 
(ক) দুর্যোগে আর ঝড়ে     
(খ) শান্তি ও অশান্তিতে 
(গ) হাসি ও কান্নায়     
(ঘ) সংগ্রাম ও শান্তিতে 

আরো পড়ুন : এইচএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রের মডেল টেস্ট-২-এর ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব

২৫। ‘ভিক্টরি অর ডেথ’ সংলাপটি কে বলেছিল? 
(ক) হলওয়েল    
(খ) ক্যাপ্টেন ক্লেটন 
(গ) ওয়াটস        
(ঘ) রজার ড্রেক

 ২৬। ‘এমন শুভ দিনটি থমথমে করে দিয়ে গেল।’ জগৎশেঠ কার উদ্দেশে এই উক্তি করে? 
(ক) মানিকচাঁদের     
(খ) মিরনের 
(গ) উমিচাঁদের     
(ঘ) মোহনলালের

 ২৭। ‘সিরাজউদ্‌দৌলা’ নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য সংঘটনের কাল কোনটি? 
(ক) ১৯৫৬ সালের ১৯ জুন 
(খ) ১৯৫৭ সালের ১ জানুয়ারি 
(গ) ১৯৫৭ সালের ২ মার্চ 
(ঘ) ১৯৫৬ সালের ৩ জুলাই

২৮।  ‘মরা মানুষ জিন্দা হয় ক্যামনে’ উক্তিটি কার? 
(ক) খালেক ব্যাপারীর    
(খ) হাসুনির মার
(গ) মজিদের     
(ঘ) আক্কাসের 

২৯। সৈয়দ ওয়ালীউল্লাহর ‘লালসালু’ উপন্যাস কত সালে প্রকাশিত হয়? 
(ক) ১৯৪৫ সালে    (খ) ১৯৪৬ সালে
(গ) ১৯৪৭ সালে    (ঘ) ১৯৪৮ সালে

৩০। ‘লালসালু’ উপন্যাসের অধিকাংশ চরিত্রগুলো কোন ধরনের-
i. কুসংস্কারাচ্ছন্ন     
ii. শোষিত ও বঞ্চিত
iii. দরিদ্র গ্রামবাসী 
নিচের কোনটি সঠিক? 
(ক) i ও ii         (খ) i ও iii
(গ) ii ও iii        (ঘ) i, ii ও iii

উত্তর: ১৭. ক, ১৮. খ, ১৯. ঘ, ২০. ক, ২১. ঘ, ২২. গ, ২৩. খ, ২৪. ক, ২৫. খ, ২৬. গ, ২৭. ঘ, ২৮. গ, ২৯. ঘ, ৩০. ঘ।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর

জীবকোষ ও টিস্যু অধ্যায়ের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, নবম শ্রেণির জীববিজ্ঞান

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৫:৫১ পিএম
জীবকোষ ও টিস্যু অধ্যায়ের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, নবম শ্রেণির জীববিজ্ঞান
শিক্ষার্থীরা গ্রুপ ডিসকাশন করছে। ছবি- সংগৃহীত

অধ্যায় : জীবকোষ ও টিস্যু

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: রক্তকে যোজন কলা বলা হয় কেন? 
উত্তর: রক্ত এক ধরনের ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত এবং লাল বর্ণের তরল যোজক টিস্যু। এই টিস্যুর মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি এবং কোষের সংখ্যা কম। এ কারণে রক্তকে যোজন কলা বলা হয়।

প্রশ্ন: পৌষ্টিকনালির প্রাচীরকে মসৃণ পেশি বলা হয় কেন? 
উত্তর: পৌষ্টিকনালির প্রাচীরকে মসৃণ পেশি বলা হয়। এই পেশির টিস্যুর সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। এর কোষগুলো মাকু আকৃতির। এদের গায়ে আড়াআড়ি দাগ থাকে না। এজন্য পৌষ্টিকনালির প্রাচীরকে মসৃণ পেশি বলা হয়।

আরো পড়ুন : জীবকোষ ও টিস্যু অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব

প্রশ্ন: কোন পেশিকে বিশেষ ধরনের পেশি বলা হয়? 
উত্তর: যে পেশি টিস্যুর সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়, তাকে অনৈচ্ছিক পেশি বলে। হৃৎপিণ্ড এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এই টিস্যুর কোষগুলো নলাকৃতি, শাখান্বিত ও আড়াআড়ি দাগযুক্ত। এই টিস্যুর কোষগুলোর মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। এদের সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। এ কারণেই হৃৎপেশিকে অনৈচ্ছিক পেশি বলা হয়।

প্রশ্ন: থাইরয়েডকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন? 
উত্তর: প্রাণিদেহে নালিবিহীন গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে। এসব গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বলে। শুধু রক্তের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে হরমোন পরিবাহিত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। থাইরক্সিন হরমোন রক্তের মাধ্যমে শরীরের এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। এজন্য থাইরয়েডকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়।

লেখক :  সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল

কবীর

পড়ে পাওয়া গল্পের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৫:৪৪ পিএম
পড়ে পাওয়া গল্পের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে ঢোকার আগে রিভিশন দিচ্ছে। ছবি- সংগৃহীত

গল্প : পড়ে পাওয়া 

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: ‘কালবৈশাখীর ঝড় মানে আম কুড়ানো’ কথাটির অর্থ ব্যাখ্যা করো।
উত্তর: ‘কালবৈশাখীর ঝড় মানে আম কুড়ানো’ বলতে আম কুড়ানোর প্রকৃত সময়কে বোঝানো হয়েছে।
সাধারণত বৈশাখ মাসে আম পাকা শুরু হয়। পাকা আম গাছে ঝুলতে থাকে। আর এই সময় কালবৈশাখী ঝড় হয়। ঝড়ের ঝাঁপটায় পাকা আম টুপটাপ পড়তে থাকে। গ্রামের দুরন্ত ছেলেমেয়েরা ঝড়ের আভাস পেয়ে উপেক্ষা করে সবাই আম কুড়াতে ছুটে যায়। আলোচ্য উক্তিটির মাধ্যমে এটাই বোঝানো হয়েছে।

প্রশ্ন: বিধু লোকটির কাছে রসিদ চাইল কেন?
উত্তর: বিধু লোকটির কাছে রসিদ চাওয়ার কারণ হলো স্বীকারোক্তি সংরক্ষণ করা। বিশেষ কিছু হস্তান্তরের ক্ষেত্রে প্রমাণপত্র সংগ্রহ করা বুদ্ধিমান কাজ।
লেখক বাক্সটি কুড়িয়ে পাওয়ার অনেক দিন পরে বাক্সের মালিকের সন্ধান পেল এবং বিধুকে ডেকে আনল। লোকটির মৌখিক স্বীকারোক্তি অনুযায়ী তারা বুঝল যে, সে-ই বাক্সের প্রকৃত মালিক। তাই তাকে বাক্স হস্তান্তর করার সময় ‘বাক্স বুঝে পেয়েছি’ এরূপ স্বীকারোক্তি আদায়ের জন্যই বিধু লোকটির কাছে রসিদ চাইল।

আরো পড়ুন : ভাব ও কাজ প্রবন্ধের ১টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব

প্রশ্ন: ‘অদেষ্ট, একেই বলে বাবু অদেষ্ট’ কাপালির এ কথা বলার কারণ কী?
উত্তর: নিজের দুর্ভাগ্যের কথা স্মরণ করে কাপালি ওপারের কথাটি বলেছে।
কাপালি লোকটি এবং তার পরিবার বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিষখোলার গোয়ালদের চালাঘরে আশ্রয় নিয়েছে। এ বর্ষায় তাদের না আছে ভাত, না আছে কাপড়। আর এদিকে পটোল বিক্রি করা টাকা আর মেয়ের বিয়ের জন্য গহনা হাট থেকে ফেরার পথে সে হারিয়ে ফেলেছিল। সেই টাকাগুলো থাকলে কাজ বিপদের দিনে তার খুব কাজে লাগত, এ কথা স্মরণ করে সে আলোচ্য কথাটি বলেছে।

প্রশ্ন: ‘যে আগে গিয়ে পৌঁছতে পারে তারই জয়।’ কথাটির মাধ্যমে কী বোঝানো হয়েছে?
উত্তর: ‘যে আগে গিয়ে পৌঁছতে পারে তারই জয়।’ কথাটি বলতে বৈশাখী ঝড়ের সময় আমগাছের নিচে আগে হাজির হয়ে সবচেয়ে বেশি আম কুড়াতে পারাকে বোঝানো হয়েছে। 
গ্রামের ছেলেমেয়েরা বৈশাখী ঝড় শুরু হলে তারা বিপদের কথা ভুলে গিয়ে আমতলায় ছুটে যায় যে আগে পৌঁছাতে পারে সে বেশি পাকা আম সংগ্রহ করতে পারে। আর যে দেরি করে পৌঁছায়, সে কম পরিমাণে আম কুড়াতে পারে। আলোচ্য কথার মাধ্যমে এটাই বোঝানো হয়েছে।

লেখক : সিনিয়র শিক্ষক, বাংলা
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

জীবকোষ ও টিস্যু অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, নবম শ্রেণির জীববিজ্ঞান

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৫:১০ পিএম
জীবকোষ ও টিস্যু অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, নবম শ্রেণির জীববিজ্ঞান
শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর প্রশ্ন নিয়ে গ্রুপ ডিসকাশন করছে। ছবি- সংগৃহীত

দ্বিতীয় অধ্যায়: জীবকোষ ও টিস্যু

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের চিত্রের আলোকে ২১-২২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

২১। X কোথায় পাওয়া যায়?
(ক) বৃক্কে                         (খ) অস্ত্রে 
(গ) শ্বাসনালির প্রাচীরে     (ঘ) ত্বকে

২২। ওপরের চিত্রে X দিয়ে গঠিত টিস্যু-
(ক) পরিশোষণে অংশগ্রহণ করে 
(খ) ছাঁকনির কাজ করে 
(গ) ক্ষরণে অংশগ্রহণ করে 
(ঘ) প্রজননে অংশগ্রহণ করে

আরো পড়ুন : জীবকোষ ও টিস্যু অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব

নিচের উদ্দীপকের আলোকে ২৩-২৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

২৩। ওপরের উদ্দীপকের A হলো নিচের কোনটি?
(ক) সিলিয়াযুক্ত আবরণী টিস্যু     (খ) সাধারণ আবরণী টিস্যু 
(গ) স্কোয়ামাস আবরণী টিস্যু       (ঘ) স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু

২৪। ওপরের উদ্দীপকের B-টিস্যু-
i. এর কোষগুলো সরু, লম্বা ও তন্তুময় হয় 
ii. পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে থাকে 
iii. সংকোচন ও প্রসারণের মাধ্যমে প্রাণীর চলন ঘটায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii      (খ) i ও iii 
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii

২৫। রক্তের ঈষৎ হলুদাভ রঙের তরল অংশের কত শতাংশ জৈব ও অজৈব পদার্থ থাকে?
(ক) ৫-৬% শতাংশ     (খ) ৬-৭% শতাংশ
(গ) ৭-৮% শতাংশ      (ঘ) ৮-৯% শতাংশ

২৬। মায়োফাইব্রিল থাকে-
i. ঐচ্ছিক পেশিতে 
ii. অনৈচ্ছিক পেশিতে 
iii. হৃদপেশিতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii     (খ) i ও iii 
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii

উত্তর: ২১. ক, ২২. খ, ২৩. ঘ, ২৪. খ, ২৫. ঘ, ২৬. ঘ।

লেখক :  সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল

কবীর