
দ্বিতীয় অধ্যায়
বাংলায় ব্রিটিশ শাসন
সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
৯. নবাবের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে?
উত্তর: নবাবের পরিবারের সদস্যরা বিশেষ করে তার খালা ঘষেটি বেগম, রায়দুর্লভ ও জগৎশেঠের মতো দেশীয় বণিক এবং ইংরেজরা ষড়যন্ত্র করে।
১০. নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিলেন?
উত্তর: সেনাবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব যুদ্ধে পরাজিত হয়েছিলেন।
১১. ইংরেজরা কত বছর ভারতীয় উপমহাদেশে রাজত্ব করে?
উত্তর: ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত প্রায় ২০০ বছর ইংরেজরা ভারতীয় উপমহাদেশে রাজত্ব করে।
১২. কোম্পানির শাসন কী?
উত্তর: ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর এ দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে, ইতিহাসে যা কোম্পানির শাসন নামে পরিচিত।
১৩. কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন?
উত্তর: কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ।
১৪. ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের সময়কাল কত?
উত্তর: ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের সময়কাল ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত।
১৫. কোন নীতির ফলে ভারতবর্ষে হিন্দু-মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি হয়?
উত্তর: ‘ভাগ কর শাসন কর’ নীতির ফলে ভারতবর্ষে হিন্দু-মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি হয়।
১৬. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ কী?
উত্তর: ইংরেজি ১৭৭০ (বাংলা ১১৭৬) সালে এ দেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, যা ইতিহাসে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত।
১৭. নবজাগরণ কী?
উত্তর: উনিশ শতকে বাংলায় শিক্ষা, সংস্কৃতি, সামাজিক, শৈল্পিক ও মুক্তচিন্তা চর্চার ক্ষেত্রে যে প্রবল জোয়ার এসেছিল, তাই নবজাগরণ নামে পরিচিত।
১৮. কোথায়, কার নেতৃত্বে সিপাহি বিদ্রোহ শুরু হয়?
উত্তর: ভারতের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে মঙ্গল পান্ডের নেতৃত্বে প্রথম সিপাহি বিদ্রোহ শুরু হয়।
১৯. ‘বাঁশের কেল্লা’ নির্মাণ করেন কে?
উত্তর: বাঁশের কেল্লা নির্মাণ করেন তিতুমীর।
২০. কেন তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করেন?
উত্তর: ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বারাসাতের কাছে নারকেলবাড়িয়া গ্রামে তিতুমীর ‘বাঁশের কেল্লা’ নির্মাণ করেন।
লেখক: সিনিয়র শিক্ষক
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ
মধুবাগ, মগবাজার, ঢাকা
জাহ্নবী