লক্ষ্মীপুর সদরের রহমত খালি খালের ওপরের ব্রিজটি ভেঙে গেছে। এতে স্থানীয় কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রবিবারের (১০ নভেম্বর) এই ঘটনায় বিপাকে পড়েছেন সড়কে যাতায়াতকারীরা। ব্রিজটি আকস্মিক ভেঙে পড়ায় চন্দ্রগঞ্জ-চরশাহী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার দুপুরে রহমত খালি খালের ওপর নির্মিত ৪০ মিটার দৈর্ঘ্যের ব্রিজটির মধ্যের চারটি পিলার আকস্মিক নিচের দিকে ধসে যেতে থাকে। এ সময় ব্রিজের ওপরের পাটাতনগুলো আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ব্রিজের ওপর দিয়ে সব ধরনের যান ও মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। তবে ব্রিজের ওপর কোনো মানুষ বা যানবাহন না থাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি।
কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী জানান, ব্রিজটি ভেঙে পড়ায় কলেজের একাদশ শ্রেণির সোমবার (১১ নভেম্বর) ও মঙ্গলবারের (১২ নভেম্বর) প্রাক-নির্বাচনি পরীক্ষাসহ শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে একটি অস্থায়ী ব্রিজ নির্মাণ করা না হলে শিক্ষার্থীদের কলেজে আসা-যাওয়া বন্ধ হয়ে যাবে। এ ব্যাপারে তিনি জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
লক্ষ্মীপুর উপজেলা এলজিইডির কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ব্রিজটি ভেঙে পড়ার খবর পেয়েছেন। বাঁশের সাঁকো বা অন্য কোনো মাধ্যমে চলাচলের ব্যবস্থা করবেন।