প্রথম অধ্যায় : অর্থায়নের সূচনা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৮. শেয়ারমালিকদের দেওয়া মুনাফার অংশ কোনটি?
ক. লভ্যাংশ খ. নিট আয়
গ. অবণ্টিত মুনাফা ঘ. সঞ্চিতি তহবিল
২৯. নিচের কোনটি অর্থায়নের নীতি?
ক. চলতি সম্পদ ব্যবস্থাপনা
খ. মূলধন বাজেটিং সিদ্ধান্ত
গ. তহবিল সংগ্রহ ও বণ্টন
ঘ. পোর্টফোলিও বৈচিত্র্যায়ন
৩০. সম্পদ সর্বোচ্চকরণ বলতে বোঝায়-
ক. শেয়ারপ্রতি আয় বৃদ্ধি
খ. শেয়ারের বাজারমূল্য বৃদ্ধি
গ. পরিচালন আয় বৃদ্ধি
ঘ. বিক্রয় বৃদ্ধি
৩১. সরকার কর্তৃক ইস্যু করা বন্ডকে কী বলা হয়?
ক. করপোরেট বন্ড খ. মিউনিসিপাল বন্ড
গ. ট্রেজারি বন্ড ঘ. বৈদেশিক বন্ড
৩২. ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে তহবিল সংগ্রহের উৎস কোনটি?
ক. আয়কর খ. ঋণপত্র
গ. সংযোজন কর ঘ. আমদানি শুল্ক
৩৩. যে কার্যক্রমের মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিট বর্তমান মূল্য বৃদ্ধি পায় তাকে কী বলে?
ক. মুনাফা সর্বোচ্চকরণ খ. সম্পদ সর্বোচ্চকরণ
গ. ঝুঁকি হ্রাসকরণ ঘ. ব্যয় সংকোচন
৩৪. একাধিক বিকল্প বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে নিচের কোন নীতি বিবেচনা করা অধিক যুক্তিযুক্ত?
ক. সম্পদ সর্বোচ্চকরণ
খ. পোর্টফোলিও বৈচিত্র্যায়ন
গ. ঝুঁকি ও মুনাফা
ঘ. তারল্য ও মুনাফা
৩৫. ঝুঁকির সঙ্গে মুনাফার সম্পর্ক কীরূপ?
ক. নিরপেক্ষ খ. সমান্তরাল
গ. ঋণাত্মক ঘ. ধনাত্মক
৩৬. সরকারি অর্থায়নের উদ্দেশ্য কোনটি?
ক. মুনাফা সর্বোচ্চকরণ খ. সম্পদ সর্বোচ্চকরণ
গ. জনকল্যাণ ঘ. বাণিজ্য সম্প্রসারণ
৩৭. আর্থিক কার্যাবলির উপাদান কোনটি?
ক. সাধারণ শেয়ার ইস্যু খ. দালান ক্রয়
গ. প্রাপ্য বিল বৃদ্ধি ঘ. অবচয় খরচ
৩৮. অর্থায়নের প্রথম কাজ কোনটি?
ক. তহবিল সংগ্রহ
খ. তহবিল বণ্টন
গ. মূলধন বাজেটিং
ঘ. স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা
৩৯. একটি ব্যবসাপ্রতিষ্ঠানের চূড়ান্ত লক্ষ্য কোনটি?
ক. বিক্রয় সর্বোচ্চকরণ
খ. মুনাফা সর্বোচ্চকরণ
গ. সম্পদ সর্বোচ্চকরণ
ঘ. সমাজসেবা সর্বোচ্চকরণ
উত্তর: ২৮. ক, ২৯. ঘ, ৩০. খ, ৩১. গ, ৩২. খ, ৩৩. খ, ৩৪. খ, ৩৫. ঘ, ৩৬. গ, ৩৭. ক, ৩৮. ক, ৩৯. গ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর