![বাংলা বিষয়ের ১০টি প্রশ্নোত্তর, ১৯তম পর্ব, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট](uploads/2024/12/12/ক্যাডেট কলেজ শিক্ষার্থী-১-1733997058.jpg)
মডেল টেস্ট: বাংলা
১। সঠিক উত্তরটি লেখ।
ক। ‘বাগধারা’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
i. ভাষাতত্ত্বে ii. ধ্বনিতত্ত্বে
iii. রূপতত্ত্বে iv. বাক্যতত্ত্বে
উত্তর: iv. বাক্যতত্ত্বে।
খ। বাংলা ভাষার সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
i. বাংলা ii. তৎসম iii. ফারসি iv. হিন্দি
উত্তর: iii. ফারসি।
গ। চলিত ভাষায় কোন কোন পদ সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়?
i. ক্রিয়া ও বিশেষ্য ii. ক্রিয়া ও বিশেষণ
iii. ক্রিয়া ও সর্বনাম iv. ক্রিয়া ও অব্যয়
উত্তর: iii. ক্রিয়া ও সর্বনাম।
ঘ। বাংলা ভাষায় কোন রীতি ব্যাকরণের কোনো নিয়ম মেনে চলে না?
i. সাধু ভাষারীতি ii. চলিত ভাষারীতি
iii. লেখ্য ভাষারীতি iv. কথ্য ভাষারীতি
উত্তর: ii. চলিত ভাষারীতি।
ঙ। ‘ব্যাকরণ মঞ্জুরী’ এটি কী ধরনের রচনা?
i. ব্যাকরণ গ্রন্থ ii. উপন্যাস
iii. ধর্ম গ্রন্থ iv. কাব্যগ্রন্থ
উত্তর: i. ব্যাকরণ গ্রন্থ।
আরো পড়ুন : বাংলা বিষয়ের ১৬টি প্রশ্নোত্তর, ১৮তম পর্ব
চ। কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরন্ত্রী বেশি অনুরণিত হয়?
i. ঘোষ ধ্বনি ii. অঘোষ ধ্বনি iii. মহাপ্রাণ iv. অল্পপ্রাণ
উত্তর: i. ঘোষ ধ্বনি।
ছ। কোন শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ আছে?
i. দেবর ii. কবিরাজ iii. রাজা iv. ছাত্র
উত্তর: i. দেবর।
জ। বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি?
i. উপজেলা ii. কমজোড় iii. পাতিকাক iv. সুনজর
উত্তর: ii. কমজোড়।
ঝ। পূর্ব পদে উপসর্গ বসে কোন সমাস হয়?
i. নিজ ii. দ্বন্দ্ব iii. প্রাদি iv. দ্বিগু
উত্তর: iii. প্রাদি।
ঞ। ‘আপন ভালো সবাই চায়’ এখানে ‘ভালো’ কোন পদ?
i. বিশেষ্য ii. সর্বনাম iii. অব্যয় iv. বিশেষণ
উত্তর: i. বিশেষ্য।
লেখক: অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা
কবীর