
প্রথম অধ্যায় : পৌরনীতি ও নাগরিকতা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৭. আমাদের দেশে কোন ধরনের পরিবার সাধারণত দেখা যায় না?
ক) একক পরিবার
খ) যৌথ পরিবার
গ) পিতৃতান্ত্রিক পরিবার
ঘ) বহুপতি পরিবার
১৮. মায়া-মমতা, হাসি-কান্না, স্নেহ-ভালোবাসা ইত্যাদি পরিবারের কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত?
ক) শিক্ষামূলক কাজ
খ) বিনোদনমূলক কাজ
গ) মনস্তাত্ত্বিক কাজ
ঘ) অর্থনৈতিক কাজ
১৯. পৃথিবীতে ছোট-বড় মিলিয়ে কয়টি রাষ্ট্র রয়েছে?
ক) ১৫০টি খ) ২০০টি
গ) ২৫০টি ঘ) ৩০০টি
২০. রাষ্ট্রের উপাদান কয়টি?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৬টি
২১. ‘রাষ্ট্র কোনো বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি’ এটি কোন মতবাদের মূল বিষয়?
ক) ঐশী মতবাদ
খ) বলপ্রয়োগ মতবাদ
গ) সামাজিক চুক্তি মতবাদ
ঘ) ঐতিহাসিক মতবাদ
২২. সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক কে?
ক) জন লক খ) জ্যাঁ জ্যাক রুশো
গ) টমাস হবস ঘ) সবকয়টি
আরো পড়ুন : পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
২৩. ‘আমিই রাষ্ট্র’ কার উক্তি?
ক) রুশো খ) জন লক
গ) চতুর্দশ লুই ঘ) টমাস হবস
২৪. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত সবচেয়ে পুরোনো মতবাদ কোনটি?
ক) বলপ্রয়োগ মতবাদ
খ) সামাজিক চুক্তি মতবাদ
গ) ঐতিহাসিক মতবাদ
ঘ) ঐশী মতবাদ
২৫. সার্বভৌমত্বের কয়টি দিক রয়েছে?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
২৬. পরিবারের শিক্ষামূলক কাজ-
i. নিয়মানুবর্তিতা
ii. উদারতা
iii. সম্পত্তি দান করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) iii ও ii ঘ) i, ii ও iii
উত্তর: ১৭. ঘ, ১৮. গ, ১৯. খ, ২০. গ, ২১. ঘ, ২২. ঘ, ২৩. গ, ২৪. ঘ, ২৫. ক, ২৬. ক।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর