
দ্বিতীয় অধ্যায় : সমানুপাত ও লাভ-ক্ষতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
অনুশীলনী-২.২
১। কেনা মূল্যের চেয়ে বিক্রির মূল্য বেশি হলে কী ঘটে?
ক) ক্ষতি খ) লাভ
গ) সমান ঘ) অল্প ক্ষতি
২। ক্ষতি বা লাভ কীসের ওপর নির্ভর করে?
ক) বিক্রির মূল্য খ) কেনার মূল্য
গ) কমিশন ঘ) শুল্ক
৩। একটি দ্রব্য ৮০ টাকা বিক্রি করায় ২০ টাকা ক্ষতি হলো। দ্রব্যটির শতকরা কত ক্ষতি হলো?
ক) ২০% খ) ১০%
গ) ৩০% ঘ) ৪০%
৪। নিচের কোনটি সঠিক-
i. লাভ= ক্রয়মূল্য-বিক্রয়মূল্য
ii. ক্ষতি= ক্রয়মূল্য-বিক্রয়মূল্য
iii. বিক্রয়মূল্য= ক্রয়মূল্য+ লাভ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
আরো পড়ুন : সমানুপাত ও লাভ-ক্ষতি অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব
৫। ১টি কলার কেনার মূল্য ৫ টাকা। কলার বিক্রির মূল্য ৭ টাকা হলে লাভ কত টাকা?
ক) ৪ টাকা খ) ৩ টাকা
গ) ২ টাকা ঘ) ১ টাকা
নিচের তথ্যের আলোকে ৬ থেকে ৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
৭৫ টাকার ১৫টি চকলেট ৯০ টাকায় বিক্রি করা হলো।
৬। একটি চকলেটের কেনা মূল্য কত টাকা?
ক) ৬ টাকা খ) ৭ টাকা
গ) ৫ টাকা ঘ) ৮ টাকা
৭। শতকরা কত লাভ হবে?
ক) ১৫% খ) ১০%
গ) ২০% ঘ) ২৫%
৮। কোনো দ্রব্য বা জিনিস যে মূল্যে কেনা হয় তাকে কী বলে?
ক) লাভ খ) বিক্রিরমূল্য
গ) ক্ষতি ঘ) কেনা মূল্য
উত্তর: ১. খ, ২. খ, ৩. ক, ৪. গ, ৫. গ, ৬. গ, ৭. গ, ৮. ঘ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর