তৃতীয় অধ্যায় : সৌরজগৎ ও ভূমণ্ডল
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ঋতু পরিবর্তন কেন হয়?
ক) বার্ষিক গতির ফলে
খ) আহ্নিক গতির ফলে
গ) জোয়ার-ভাটার কারণে
ঘ) আণবিক শক্তির কারণে
২। কত বছর পরপর অধিবর্ষ হয়?
ক) ১ বছর পরপর খ) ২ বছর পরপর
গ) ৩ বছর পরপর ঘ) ৪ বছর পরপর
৩। পৃথিবীর পরিধির মাধ্যমে উৎপন্ন কোণ কত ডিগ্রি?
ক) ৯০ ডিগ্রি খ) ১৮০ ডিগ্রি
গ) ২৭০ ডিগ্রি গ) ৩৬০ ডিগ্রি
৪। সূর্য কী দিয়ে গঠিত?
ক) গ্যাসীয় পদার্থ খ) কঠিন পদার্থ
গ) মিশ্র পদার্থ ঘ) তরল পদার্থ
৫। শনির উপগ্রহ কয়টি?
ক) ৫৯টি খ) ৬২টি
গ) ৬০টি ঘ) ৭১টি
৬। গুরুমণ্ডল গঠিত-
i. অক্সিজেন দিয়ে
ii. ম্যাগনেসিয়াম দিয়ে
iii. সিলিকন দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
৭। দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে বেষ্টনকারী রেখা-
i. বিষুবরেখা
ii. নিরক্ষবৃত্ত
iii. নিরক্ষরেখা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
৮। পাঁচটি প্রমাণ সময় রয়েছে কোন দেশের?
ক) যুক্তরাষ্ট্র খ) জাপান
গ) কানাডা ঘ) চীন
আরো পড়ুন : স্বাধীন বাংলাদেশ অধ্যায়ের ১৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
৯। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
ক) বুধ খ) শুক্র
গ) পৃথিবী ঘ) মঙ্গল
১০। মঙ্গল গ্রহের উপগ্রহ কোনটি?
ক) ডিমোস খ) এরাকাস
গ) চাঁদ ঘ) ফেবোস
নিচের উদ্দীপক পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
নমিতা বই পড়ে জানতে পারল, উজ্জ্বল একটি নক্ষত্র অন্যান্য গ্রহ ও উপগ্রহকে নিয়ন্ত্রণ করছে। আর আমাদের পৃথিবীর সঙ্গে ওই নক্ষত্রটির ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।
১১। ওপরের উদ্দীপকে উজ্জ্বল নক্ষত্রটির নাম কী?
ক) মঙ্গল খ) পৃথিবী
গ) সূর্য ঘ) ধূমকেতু
১২। ওই নক্ষত্রের ফলে-
i. পৃথিবী আলোকিত হয়
ii. পৃথিবীতে প্রাণের স্পন্দন জাগে
iii. পৃথিবীতে ভূমিকম্পন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৩। বাংলাদেশের দীর্ঘতম দিন কোনটি?
ক) ২১ জুন
খ) ২২ ডিসেম্বর
গ) ২১ মার্চ
ঘ) ২২ জানুয়ারি
১৪। চট্টগ্রাম বন্দরে কখন জাহাজ ভিড়ে?
ক) ভাটার সময় খ) মরা কটালে
গ) জোয়ার হলে ঘ) তেজ কটালে
১৫। সূর্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?
ক) হাইড্রোজেন
খ) হিলিয়াম
গ) নাইট্রোজেন
ঘ) সালফার
১৬। সর্বোচ্চ অক্ষাংশ কত ডিগ্রি?
ক) ১৮০ ডিগ্রি খ) ৯০ ডিগ্রি
গ) ৩৬০ ডিগ্রি ঘ) ২৭০ ডিগ্রি
উত্তর: ১. ক, ২. ঘ, ৩. ঘ, ৪. ক, ৫. খ, ৬. খ, ৭. ঘ, ৮. গ, ৯. খ, ১০. ঘ, ১১. গ, ১২. গ, ১৩. ক, ১৪. গ, ১৫. ক, ১৬. খ।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর