ঢাকা ২০ জ্যৈষ্ঠ ১৪৩২, মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
English
মঙ্গলবার, ০৩ জুন ২০২৫, ২০ জ্যৈষ্ঠ ১৪৩২

Unit-1: Hello!,lesson-1 & 4-5-এর ৩টি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির ইংরেজি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৩১ পিএম
Unit-1: Hello!,lesson-1 & 4-5-এর ৩টি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির ইংরেজি
শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুশি। প্রতীকী ছবি- সংগৃহীত

Unit-1: Hello!, Lesson-1 & 4-5

Lesson-1

6. Match the information in  column A with the information in the text in column B.

Answer: (a+ vii), (b+v), (c+i), (d+vi), (e+ii).

আরো পড়ুন : Unit-1:Hello!, lesson-4-5-এর ২টি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির ইংরেজি

Lesson-4-5

5. Match the words in column A with their meanings in column B.  

 Answer: (a) Club--------(iii) an association of persons for regular meeting.
(b) Practice--------(vii) do any work regularly.
(c) Watch----------(i) look with attention.
(d) Person----------(v) a human being.
(e) Young----------(vii) being in the first period of growth.

6. Match the information in column A with the information in column B.

Answer: (a+vi) Jessica in from—the UK.
(b+vii) Tamal introduce Sima—to Andy Smith.
(c+i) Saikat’s mother—Mrs. Monwara Islam.
(d+ii) Sima has—a cough and a sore throat.
(e+iii) Syed Nazrul Islam—the first acting president of Bangladesh.

লেখক : সিনিয়র শিক্ষক
বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা

কবীর

পরিমাপ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, সপ্তম শ্রেণির গণিত

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১২:৩৯ পিএম
পরিমাপ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, সপ্তম শ্রেণির গণিত
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায় : পরিমাপ

অনুশীলনী-৩

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৬। ১ লিটার= কত ঘন সেন্টিমিটার?
ক) ৫০০ ঘন সেন্টিমিটার    
খ) ১,০০০ ঘন সেন্টিমিটার
গ) ৯৫০ ঘন সেন্টিমিটার 
ঘ) ৯৯০ ঘন সেন্টিমিটার

নিচের তথ্যের আলোকে ২৭-২৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় ৪০০ মিটার।

২৭। বাগানের দৈর্ঘ্য কত মিটার?
ক) ১০০ মিটার     গ) ৫০ মিটার
গ) ২০০ মিটার     ঘ) ১৫০ মিটার

২৮। বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার?
ক) ৬,৫০০ বর্গমিটার     
খ) ৫,০০০ বর্গমিটার
গ) ২,৫০০ বর্গমিটার     
ঘ) ৭,৫০০ বর্গমিটার

২৯। নিচের তথ্যানুসারে কোন তথ্যটি সঠিক?
i. ১ মাইল= ১.৬১ কিলোমিটার
ii. ১ বর্গইঞ্চি= ৬.৪৫ বর্গ সেন্টিমিটার
iii. ১ একর= ৪০৫৬.৪৮ বর্গমিটার (প্রায়)
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii      খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

আরো পড়ুন : পরিমাপ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব

৩০। একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য ৫ মিটার। ঘনকটির আয়তন কত ঘন মিটার?
ক) ২৫ ঘন মিটার     
খ) ১২৫ ঘন মিটার
গ) ২৫০ ঘন মিটার     
ঘ) ৫ ঘন মিটার

উত্তর: ২৬. খ, ২৭. ঘ, ২৮. খ, ২৯. ক, ৩০. গ।

লেখক : সহকারী শিক্ষক 
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ 

কবীর

Unit-4: Leisure Time, Lesson-1-2-এর ২টি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির ইংরেজি

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১২:২৬ পিএম
Unit-4: Leisure Time, Lesson-1-2-এর ২টি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির ইংরেজি
শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন ও শিক্ষার্থীরা তা নোট করছে। ছবি- সংগৃহীত

Unit-4: Leisure Time
Lesson-1-2

Unit-4, Lesson-1-2-এর seen passage 

(গত ২৯ মে প্রকাশের পর)

2. Read the following statements, Write ‘True’ for the correct statement or ‘False’ for incorrect statement.

(a) Tamal makes reports for English Club Magazine.
(b) Biju loves reading magazines.
(c) Tamal asks Biju different questions.
(d) In leisure Sima walks in the park.
(e) Tamal and Nasreen are reporters.

Answer: (a) True, (b) True, (c) False, (d) True, (e) True.

আরো পড়ুন : Unit-4: Leisure Time, Lesson-1-2-এর ১টি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব

3. Answer the following questions.

(a) Who are the reporters? 
(b) Which magazine are they reporting for?
(c) What does Sima do in her leisure time?
(d)  Who is answering the reporter’s questions?
(e) What is another way  to say leisure time?

Answer: (a) Tamal and  Sima are reporters.
(b) They are reporting   for the English Club Magazine.
(c) Sima walks in the park, sings songs and sometimes talks to her cousin on the internet in her free time. 
(d) Sima is answering the reporters’ questions.
(e)  Pastime is another name for leisure time.

লেখক : সিনিয়র শিক্ষক
বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা

কবীর

সুভা গল্পের ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, নবম শ্রেণির বাংলা ১ম পত্র

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৬:১৩ পিএম
সুভা গল্পের ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, নবম শ্রেণির বাংলা ১ম পত্র
শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বের হচ্ছে। ছবি- সংগৃহীত

গল্প : সুভা

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৩। যে কথা কয় না, সে কী করে?
ক) কল্পনা     খ) অনুভব
গ) দুশ্চিন্তা    ঘ) হৃদয়ভার

১৪। প্রতাপের ছিপ ফেলিয়া মাছ ধরা প্রধান শখ ছিল কেন?
ক) সহজে সময় কাটানোর জন্য    খ) মানসিক প্রশান্তির জন্য
গ) বন্ধুদের সংস্পর্শে থাকার জন্য    ঘ) আত্মতৃপ্তির জন্য

১৫। ‘সুভা’ গল্পে সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বলতে যে বিষয়টি নির্দেশ করে-
ক) গাছের নতুন পাতা    খ) ছায়ালোক
গ) শান্ত হৃদয়                ঘ) চোখের পাতা

১৬। সুভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত-
i. প্রতাপের মনোযোগ আকর্ষণের জন্য    
ii. মায়ের বিরক্তি দূর করার জন্য
iii. বাকশক্তি ফিরে পাওয়ার জন্য
নিচের কোনটি সঠিক? 
ক) i ও ii    খ) iii
গ) i           ঘ) i, ii ও iii 

১৭। বাণীকণ্ঠের অবস্থা কেমন?
ক) সচ্ছল    খ) অসচ্ছল
গ) মধ্যবিত্ত    ঘ) ধনাঢ্য

১৮। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যথাযথ উক্তি কোনটি?
ক) তিনি ৭ আগস্ট জন্মগ্রহণ করেন
খ) তিনি একমাত্র নোবেল বিজয়ী বাঙালি কবি
গ) তার পিতার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
ঘ) তিনি শান্তিনিকেতনে শেষ নিশ্বাস ত্যাগ করেন

নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

রাজু, রাজা নামক বানরের খেলা দেখিয়ে উপার্জন করত। যেদিন উপার্জন কম হতো সেদিন রাজাকে পরিমাণ মতো খাবার দিতে পারত না। ফলে রাজার দিকে অসহায়ের দৃষ্টিতে চেয়ে থাকত।

১৯। উদ্দীপকের রাজুর মধ্যে ‘সুভা’ গল্পের যে বৈশিষ্ট্য বিদ্যমান-
ক) মানবেতর প্রাণীর প্রতি মমত্ববোধ
খ) নিজেকে আড়াল করা
গ) একাকিত্ব থেকে মুক্তি
ঘ) প্রাণীর প্রতি ভালোবাসা

২০। উদ্দীপকে ‘সুভা’ গল্পের প্রকাশিত দিকটি হলো-
ক) একটি জগৎ তৈরি    খ) জীবনযাপন স্বরূপ
গ) কষ্টের জগৎ             ঘ) ভালোবাসার জগৎ

আরো পড়ুন : সুভা গল্পের ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব

২১। সুকেশিনী, সুহাসিনী ও সুভাষিণী হলো তিন-
ক) বান্ধবী    খ) লেখিকা
গ) বোন       ঘ) নেত্রী

২২। ‘সুভাষিণী’ নামটি সার্থক হয়নি কেন? সুভা-
ক) প্রতিবন্ধী বলে    খ) বিকলাঙ্গ বলে
গ) নির্বাক বলে        ঘ) বুদ্ধিপ্রতিবন্ধী বলে

২৩। কাদের মধ্যে সমভাষা ছিল না?
ক) কাঙালী ও অভাগী    খ) কাঙালী ও অধর
গ) সুভা ও প্রতাপ           ঘ) সুভা ও সর্বশী

২৪। সুভার পিতামাতা চিন্তিত হয়ে উঠেছিল কী নিয়ে?
ক) সুভার বিয়ে নিয়ে    খ) সুভার একাকিত্ব নিয়ে
গ) সুভার অসুখ নিয়ে    ঘ) সুভার কষ্ট নিয়ে

২৫। মন কার উপর ছায়া ফেলে?
ক) সুন্দর হাতের    খ) মায়াবী হাসির
গ) কালো চোখের    ঘ) সরল পথের

২৬। সুভার ওষ্ঠাধর কীসের মতো কেঁপে উঠত?
ক) হরিণের মতো    খ) কচি কিশলয়ের মতো
গ) নির্জীবের মতো    ঘ) অসহায়ের মতো

২৭। সুভার বাবা সপরিবারে কোথায় যেতে চাইল?
ক) বিহারে         খ) পূর্ণিমায়
গ) কলকাতায়    ঘ) দিল্লি

উত্তর: ১৩. গ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. গ, ১৭. গ, ১৮. খ, ১৯. ক, ২০. ঘ, ২১. গ, ২২. গ, ২৩. গ, ২৪. ক, ২৫. গ, ২৬. খ, ২৭. গ।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর

সৌরজগৎ ও ভূমণ্ডল অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৩:৩৮ পিএম
আপডেট: ০২ জুন ২০২৫, ০৫:৫৬ পিএম
সৌরজগৎ ও ভূমণ্ডল অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর প্রশ্ন নিয়ে গ্রুপ ডিসকাশন করছে। ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায় : সৌরজগৎ ও ভূমণ্ডল 

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। ঋতু পরিবর্তন কেন হয়?
ক) বার্ষিক গতির ফলে     
খ) আহ্নিক গতির ফলে
গ) জোয়ার-ভাটার কারণে     
ঘ) আণবিক শক্তির কারণে

২। কত বছর পরপর অধিবর্ষ হয়?
ক) ১ বছর পরপর     খ) ২ বছর পরপর
গ) ৩ বছর পরপর     ঘ) ৪ বছর পরপর

৩। পৃথিবীর পরিধির মাধ্যমে উৎপন্ন কোণ কত ডিগ্রি?
ক) ৯০ ডিগ্রি       খ) ১৮০ ডিগ্রি 
গ) ২৭০ ডিগ্রি     গ) ৩৬০ ডিগ্রি

৪। সূর্য কী দিয়ে গঠিত?
ক) গ্যাসীয় পদার্থ     খ) কঠিন পদার্থ 
গ) মিশ্র পদার্থ         ঘ) তরল পদার্থ

৫। শনির উপগ্রহ কয়টি?
ক) ৫৯টি     খ) ৬২টি
গ) ৬০টি     ঘ) ৭১টি

৬। গুরুমণ্ডল গঠিত-
i. অক্সিজেন দিয়ে
ii. ম্যাগনেসিয়াম দিয়ে
iii. সিলিকন দিয়ে
নিচের কোনটি সঠিক? 
ক) i ও iii     খ) ii ও iii 
গ) i ও ii      ঘ) i, ii ও iii

৭। দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে বেষ্টনকারী রেখা-
i. বিষুবরেখা
ii. নিরক্ষবৃত্ত
iii. নিরক্ষরেখা
নিচের কোনটি সঠিক? 
ক) i ও iii     খ) ii ও iii 
গ) i ও ii       ঘ) i, ii ও iii

৮। পাঁচটি প্রমাণ সময় রয়েছে কোন দেশের?
ক) যুক্তরাষ্ট্র     খ) জাপান 
গ) কানাডা      ঘ) চীন

আরো পড়ুন : স্বাধীন বাংলাদেশ অধ্যায়ের ১৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব

৯। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
ক) বুধ         খ) শুক্র 
গ) পৃথিবী     ঘ) মঙ্গল

১০। মঙ্গল গ্রহের উপগ্রহ কোনটি?
ক) ডিমোস     খ) এরাকাস 
গ) চাঁদ           ঘ) ফেবোস

নিচের উদ্দীপক পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

নমিতা বই পড়ে জানতে পারল, উজ্জ্বল একটি নক্ষত্র অন্যান্য গ্রহ ও উপগ্রহকে নিয়ন্ত্রণ করছে। আর আমাদের পৃথিবীর সঙ্গে ওই নক্ষত্রটির ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।

১১। ওপরের উদ্দীপকে উজ্জ্বল নক্ষত্রটির নাম কী?
ক) মঙ্গল     খ) পৃথিবী 
গ) সূর্য         ঘ) ধূমকেতু

১২। ওই নক্ষত্রের ফলে-
i. পৃথিবী আলোকিত হয়
ii. পৃথিবীতে প্রাণের স্পন্দন জাগে
iii. পৃথিবীতে ভূমিকম্পন হয়
নিচের কোনটি সঠিক? 
ক) i ও iii     খ) ii ও iii 
গ) i ও ii      ঘ) i, ii ও iii

১৩। বাংলাদেশের দীর্ঘতম দিন কোনটি?
ক) ২১ জুন     
খ) ২২ ডিসেম্বর 
গ) ২১ মার্চ     
ঘ) ২২ জানুয়ারি

১৪। চট্টগ্রাম বন্দরে কখন জাহাজ ভিড়ে?
ক) ভাটার সময়     খ) মরা কটালে 
গ) জোয়ার হলে     ঘ) তেজ কটালে

১৫। সূর্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?
ক) হাইড্রোজেন     
খ) হিলিয়াম 
গ) নাইট্রোজেন     
ঘ) সালফার

১৬। সর্বোচ্চ অক্ষাংশ কত ডিগ্রি?
ক) ১৮০ ডিগ্রি     খ) ৯০ ডিগ্রি
গ) ৩৬০ ডিগ্রি     ঘ) ২৭০ ডিগ্রি

উত্তর: ১. ক, ২. ঘ, ৩. ঘ, ৪. ক, ৫. খ, ৬. খ, ৭. ঘ, ৮. গ, ৯. খ, ১০. ঘ, ১১. গ, ১২. গ, ১৩. ক, ১৪. গ, ১৫. ক, ১৬. খ।

লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর

বঙ্গভূমির প্রতি কবিতার ১৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৩:২৪ পিএম
বঙ্গভূমির প্রতি কবিতার ১৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত

কবিতা : বঙ্গভূমির প্রতি

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার কবি কে? 
(ক) মাইকেল মধুসূদন দত্ত     
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) কাজী নজরুল ইসলাম     
(ঘ) জসীমউদ্দীন

২। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন-
(ক) ১৮২৩ খ্রিষ্টাব্দে     (খ) ১৮২৪ খ্রিষ্টাব্দে
(গ) ১৮২৫ খ্রিষ্টাব্দে     (ঘ) ১৮২৬ খ্রিষ্টাব্দে

৩। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কোন জেলায়? 
(ক) সাতক্ষীরা জেলায়    (খ) যশোর জেলায়
(গ) খুলনা জেলায়          (ঘ) বরিশাল জেলায়

৪। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কোন গ্রামে? 
(ক) আগরদাঁড়ি গ্রামে    (খ) মণিরামপুর গ্রামে
(গ) সাগরদাঁড়ি গ্রামে     (ঘ) শার্শা গ্রামে

৫। বাংলা ভাষার প্রথম সনেট লেখেন কোন কবি?
(ক) মানিক বন্দ্যোপাধ্যায়     (খ) প্রেমেন্দ্র মিত্র 
(গ) মাইকেল মধুসূদন দত্ত    (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর 

৬। বাংলায় প্রথম পত্র কাব্য লেখেন-
(ক) জসীমউদ্দীন                (খ) মধুসূদন দত্ত
(গ) মোহিতলাল মজুমদার    (ঘ) বুদ্ধদেব বসু

৭। হিন্দুধর্ম ত্যাগ করে কবি কোন ধর্ম গ্রহণ করেন? 
(ক) মুসলিম     (খ) বৌদ্ধ 
(গ) খ্রিষ্ট           (ঘ) জৈন

আরো পড়ুন :  লেখাপড়া মানবধর্ম কবিতার ১২টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৫ম পর্ব

৮। মাইকেল মধুসূদন দত্তের বাবার নাম কী? 
(ক) মহামতি মুনশী রাজ নারায়ণ দত্ত
(খ) মহামান্য রাজ নারায়ণ
(গ) মুনশী পরাণ বন্দ্যোপাধ্যায়
(ঘ) কোনোটি নয়

৯। মাইকেল মধুসূদন দত্তের মায়ের নাম কী? 
(ক) মনোলিনী দেবী         (খ) জাহ্নবী দেবী
(গ) কুসুম কুমারী দেবী     (ঘ) মনোন চন্দ্রী দেবী

১০। মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি? 
(ক) শর্মিষ্ঠা          (খ) পদ্মাবতী
(গ) কৃষ্ণকুমারী    (ঘ) সবগুলো

১১। প্রহসন কোনটি? 
(ক) একেই কি বলে সভ্যতা    (খ) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
(গ) মায়াকানন                       (ঘ) ক ও খ উভয়ই

১২। মাইকেল মধুসূদন দত্তের ইংরেজি নাটক ও নাট্যানুবাদ কোনটি? 
(ক) রিজিয়া     (খ) রত্নাবলি
(গ) শর্মিষ্ঠা       (ঘ) সবগুলো

১৩। কখন থেকে মাইকেল মধুসূদন দত্তের মনে কবি হওয়ার তীব্র বাসনা জাগ্রত হয়? 
(ক) শৈশব থেকে     (খ) কৈশোর থেকে
(গ) যৌবন থেকে     (ঘ) বার্ধক্য থেকে

১৪। মাইকেল মধুসূদন দত্ত বাংলা, ইংরেজি, হিব্রু, ফরাসি, জার্মান, ইতালিয়ান ও তামিল ছাড়া আর কোন ভাষায় পারদর্শী ছিলেন? 
(ক) তেলেগু    (ঘ) মারাঠি
(গ) সংস্কৃত      (ঘ) আসামি

১৫। মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্য কোনটি? 
(ক) পদ্মাবতী     (খ) কৃষ্ণকুমারী
(গ) বীরাঙ্গনা     (ঘ) মেঘনাদবধ কাব্য

উত্তর: ১. ক, ২. খ, ৩. খ, ৪. গ, ৫. গ, ৬. খ, ৭. গ, ৮. ক, ৯. খ, ১০. ঘ, ১১. ঘ, ১২. ঘ, ১৩. ক, ১৪. ক, ১৫. ঘ।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর