ক্লপের জায়গায় লিভারপুলের কোচ হচ্ছেন স্লট! । খবরের কাগজ
ঢাকা ২৬ বৈশাখ ১৪৩১, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

ক্লপের জায়গায় লিভারপুলের কোচ হচ্ছেন স্লট!

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০২:৩৬ পিএম
ক্লপের জায়গায় লিভারপুলের কোচ হচ্ছেন স্লট!
ছবি : সংগৃহীত

৯ বছর লিভারপুলে কাটানোর পর দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। তার জায়গায় এখনও কাউকে নিশ্চিত করেনি লিভারপুল। তবে গুঞ্জন আছে ডাচ ক্লাব ফেইনুর্দের কোচ আর্না স্লট হতে যাচ্ছেন অলরেডদের পরপর্তী কোচ। সেই গুঞ্জনই আপাতত সত্য হচ্ছে বলে মনে হচ্ছে। তার কাঁধেই আসতে যাচ্ছে লিভারপুলের কোচিংয়ের দায়িত্ব, এমনটাই দাবি করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্লটকে পেতে ৯.৪ মিলিয়ন ক্ষতিপূরণ চুক্তির ব্যাপারে সম্মত হয়েছে লিভারপুল ডাচ ক্লাব ফেইনুর্দের সঙ্গে। এর মধ্যে লিভারপুল রাজি হয়েছে ৭.৭ মিলিয়ন ইউরো দিতে। এর সঙ্গে যোগ হতে পারে ১.৭ মিলিয়ন পাউন্ড অ্যাড অনস।

ফেইনুর্দের সঙ্গে স্লটের চুক্তির মেয়াদ শেষ না হওয়ায় অতিরিক্ত এ খরচ করতে হচ্ছে লিভারপুলকে। ফুটবলের দলবদল বিষয়ক বিশ্বস্ত সূত্র ও ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও এ সংবাদ নিশ্চিত করেছেন।

আক্রমণাত্মক ফুটবল খেলায় বিশ্বাসী স্লট চলতি মাসেই ফেইনুর্দেযে জিতিয়েছেন ডাচ কাপ। তার ফুটবল কৌশলকে আখ্যা দেওয়া হয় ‘সেক্সি (আবেদনময়ী) ফুটবল’ হিসেবে।
গতকাল স্লটকে নিয়ে ইয়ুর্গেন ক্লপ বলেছিলেন, ‘তার দল যেভাবে মাঠে ফুটবল খেলে তা আমার পছন্দ। আমি শুনেছি তিনি ভালো কোচ এবং একজন ভালো মানুষ। আমি ক্লাবের কথা ভাবছি। স্লট যদি আমাদের সমাধান হয় তবে আমি যারপরনাই খুশি।’

হাসারাঙ্গার নেতৃত্বেই বিশ্বকাপে শ্রীলঙ্কা

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৯:৫৭ পিএম
হাসারাঙ্গার নেতৃত্বেই বিশ্বকাপে শ্রীলঙ্কা
ওয়ানিন্দু হাসারাঙ্গা। ছবি: সংগৃহীত

চোটের কারণে চলমান আইপিএলে খেলা হচ্ছে না ওয়ানিন্দু হাসারাঙ্গার। তবে এই লেগ স্পিনিং অলরাউন্ডারকে অধিনায়ক করেই টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে রাখা হয়েছে চোটের কারণে আগেভাগেই আইপিএল শেষ হয়ে যাওয়া পেসার মাতিশা পাতিরানাকেও।

বৃহস্পতিবার (৯ মে) যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হতে যাওয়া বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট। দলে রয়েছেন দুষ্মন্ত চামিরা, পাথুম নিশাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা ও দুনিত ভেল্লালাগেও। তবে গত মার্চে বাংলাদেশ সফরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন আভিষ্কা ফার্নান্দো, নিরোশান ডিকভেলা, বিনুরা ফার্নান্দো এবং জেফ্রি ভ্যান্ডারসে।

দলটির পেস বোলিং আক্রমণের নেতৃত্বে থাকবেন দুষ্মন্ত চামিরা। এই ৩২ বছর বয়সী সঙ্গী হিসেবে পাবেন তরুণ নুয়ান তুষারা, মাতিশা পাতিরানা এবং দিলশান মাদুশঙ্কাকে। সঙ্গে দুই অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস ও দাসুন শানাকার সাপোর্ট তো থাকছেই।

স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন অধিনায়ক হাসারাঙ্গাই। সঙ্গে দুনিত ভেল্লালাগে ও মহিশ তিকসানা থাকছেন। পার্ট টাইম স্পিনার চারিত আসালাঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভার থেকে সমর্থন পাবেন তারা।

আগামী ৩ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে গ্রুপ ‘ডি’-তে থাকা শ্রীলঙ্কা। তাদের পরের ম্যাচ ৮ জুন বাংলাদেশের বিপক্ষে। ১২ জুন নেপাল ও ১৭ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে তারা।

শ্রীলঙ্কার টি–টোয়েন্টি বিশ্বকাপ দল

ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিত আসালাঙ্কা, কুশল মেন্ডিস, পাতুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, মহিশ তিকসানা, দুনিত ভেল্লালাগে, দুষ্মন্ত চামিরা, নুয়ান তুষারা, মাতিশা পাতিরানা ও দিলশান মাদুশঙ্কা।

হোয়াইটওয়াশ এড়াতে পারল না জ্যোতিরা

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৭:৩৭ পিএম
হোয়াইটওয়াশ এড়াতে পারল না জ্যোতিরা
ছবি : সংগৃহীত

সিরিজ হার নিশ্চিত হওয়া বাংলাদেশের মেয়েদের সামনে সুযোগ ছিল হোয়াইটওয়াশ এড়ানোর। এই ম্যাচেও জয় পায়নি বাংলাদেশের মেয়েরা। হেরেছে ২১ রানের ব্যবধানে। এই হারে সিরিজে হোয়াইটওয়াশ হলো নিগার সুলতানা জ্যোতির দল।

সিলেটে বৃহস্পতিবার (৯ মে) আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৫৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারতীয় নারীরা। সর্বোচ্চ ৩৭ রান আসে তিনে নামা দয়ালন হেমলতার ব্যাটে। এছাড়াও ওপেনার স্মৃতি মান্ধানা ৩৩ ও হারমানপ্রীত কৌর খেলেন ৩০ রানের ইনিংস।

বাংলাদেশের হয়ে রাবেয়া খান ও নাহিদা আক্তার দুইটি করে উইকেট নেন। একটি উইকেট নেন সুলতানা খাতুন।

১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেম ৫২ রানে ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশের মেয়েরা। রিতু মনি ও শরিফা খাতুন গড়েন ৫৭ রানের জুটি। দলীয় সর্বোচ্চ ৩৭ রান আসে রিতু মনির ব্যাটে। শরিফার ব্যাটে আসে ২৮ রান। এছাড়া ১১ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলেন রাবেয়া খান।

ভারতের হয়ে রাধা যাদব তিনটি ও আশা সোবহানা দুইটি উইকেট নেন। তিতাস সাধু নেন একটি উইকেট।

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বোলিংয়ে বাংলাদেশের মেয়েরা

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৩:৫৫ পিএম
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বোলিংয়ে বাংলাদেশের মেয়েরা
ছবি : সংগৃহীত

ভারত নারী দলের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নামবে বাংলাদেশের মেয়েরা। সেই ম্যাচে টস হেরে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ায় আগে বোলিং করবে বাংলাদেশের মেয়েরা।

বৃহস্পতিবার (৯ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত নারী দল। বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি।

শেষ ম্যাচে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে ভারত নারী দল। অন্যদিকে, স্বাগতিক বাংলাদেশে একাদশে এনেছে তিনটি পরিবর্তন।

মুর্শিদা খাতুন, মারুফা আক্তার ও হাবিবা ইসলামের পরিবর্তে দলে এসেছেন, সোবহানা মোস্তারি, সুলতানা খাতুন ও ফারিহা তৃষ্ণা।

বাংলাদেশ একাদশ

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক) নাহিদা আক্তার, দিলারা আক্তার দোলা, রুবায়া হায়দার ঝিলিক, সোবহানা মোস্তারি, রাবেয়া খান, সুলতানা খাতুন, শরীফা খাতুন, ফারিহা তৃষ্ণা, পিংকি, রিতু মনি ও ঝর্ণা আক্তার।

ভারত একাদশ

শেফালি ভার্মা, স্মৃতি মান্ধনা, হেমালতা, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, সাজানা, পূজা বস্ত্রকার, আশা সোবহানা, তিতাস সাধু, রাধা যাদব.

‘মাদ্রিদে এটা প্রায়ই হয়’

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৩:২৯ পিএম
‘মাদ্রিদে এটা প্রায়ই হয়’
ছবি : সংগৃহীত

বায়ার্ন মিউনিখের বয়সভিত্তিক দলে ২০০০ সালে যোগ দেওয়ার পর হেকেই ক্লাবটিতে টানা খেলে যাচ্ছেন টমাস মুলার। তার সকল আবেগ, ভালোবাসা ও ধ্যানজ্ঞান এই ক্লাবকে ঘিরেই। সেমিফাইনালের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের সর্বোচ্চটাই ঢেলে দিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা। ৮৪ মিনিটে তার হেড থেকে বল পাস পেয়ে গোল করেন ডান ডিফেন্ডার।

যোগ করা সময়ের ১৩ মিনিটে ম্যাথিয়াস ডি লিটের গোলটি লাইনসম্যান অফসাইড দিলে ম্যাচে ফেরার সুযোগ হারায় বায়ার্ন মিউনিখ। পরবর্তী রিপ্লেতে দেখা যায় সিদ্ধান্তটি খুবই ক্লোজ ছিল। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে জয়ে ফাইনালে পা রেখেছে রিয়াল মাদ্রিদ। যোগ করা সময়ে ডি লিটের করা সেই গোলটি বাতিল হওয়ায় পর খেপেছেন টমাস মুলার।

ম্যাচ শেষে মিক্সড জোনে ক্ষোভ ঝেড়ে মুলার বলেন, ‘রেফারি ভিএআর এর সাহায্য নেয়নি। তিনি এটা দেখার সুযোগও পাননি। এমন পরিস্থিতি খুব অদ্ভুত, এত দ্রুত বাঁশি বাজালেন! অবিশ্বাস্য সিদ্ধান্ত। সাধারণত বাঁশি বাজানোর আগে তিন মিটার দৌড়ানোর সুযোগ দেওয়া হয়। জানি না আসলে কী ঘটেছে।’

রেফারির প্রতি ক্ষোভ ঝাড়তে গিয়ে রিয়ালের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন বায়ার্ন কিংবদন্তি, ‘দুঃখজনকভাবে মাদ্রিদে এটা প্রায়ই হয়। ২০১৭ সালেও আমাদের সঙ্গে এটা ঘটেছে, ক্রিস্টিয়ানো রোনালদো দুই গোল করেছিল...তবে সেটা ভিএআরের আগে।’

 

জ্যোতিদের হোয়াইটওয়াশ এড়ানোর মিশন

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০১:৫৩ পিএম
জ্যোতিদের হোয়াইটওয়াশ এড়ানোর মিশন
ছবি : সংগৃহীত

ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক বাংলাদেশ দল যে খেলা খেলছে, তাতে করে কোনো ম্যাচ জেতার আশাই করা যায় না।

প্রথম ৪ ম্যাচই হেরেছে খুবই বাজেভাবে। যেখানে ছিল না ন্যূনতম কোনো প্রতিদ্বন্দ্বিতা। বাংলাদেশের প্রতিরোধহীন এক একটি হার তাদের সামনে এখন হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা। আজ সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বেলা ৪টায় শুরু হবে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

হোয়াইটওয়াশ এড়াতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। কিন্তু সিরিজের আগের ৪ ম্যাচ বিবেচনায় আনলে, সেখানে জয় আশা করা দুরাশাই হবে। বাংলাদেশের এক একটি বাজে হারের পেছনে ছিল ব্যাটারেদের অমার্জনীয় ব্যর্থতা। হোয়াইটওয়াশ এড়ানো কিংবা লড়াই করতে হলে অন্তত ব্যাটারদের ফিরতে হবে রানে।