ঢাকা ১০ আষাঢ় ১৪৩২, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
English

তিন আকারের আসছে গুগলের ‘পিক্সেল ৯’ সিরিজ

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ১১:০৪ এএম
তিন আকারের আসছে গুগলের ‘পিক্সেল ৯’ সিরিজ

প্রযুক্তি জায়ান্ট গুগলের স্মার্টফোন ব্রান্ড ‘পিক্সেল’ বেশ জনপ্রিয়। এই ব্রান্ডের নতুন সিরিজের লাইন আপে যুক্ত হতে যাওয়া ‘পিক্সেল ৯’ এর তথ্য ফাঁস হয়েছে। প্রকাশ হওয়া তথ্যে দাবি করা হয়েছে, তিন আকারের ডিসপ্লেতে আসবে পিক্সেল নাইন সিরিজের স্মার্টফোন। যেখানে গুগল এখনো চলতি বছরের শেষের দিকে ‘পিক্সেল ৮এ’ আনতে চলেছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ৯১ মোবাইলসের রিপোর্ট অনুযায়ী, গুগল ২০২৪ সালে ফ্ল্যাগশিপ ফোনের লাইন আপে বড় ধরনের পরিবর্তন আনতে চলছে, যা তাদের স্মার্টফোন বাজারজাত কৌশলের পরিবর্তন হিসেবে দেখা যাচ্ছে। এই সাইটে আরও দাবি করা হয়েছে, চলতি বছরের শুরুতে পিক্সেল ফোনের যে ছবি ফাঁস হয়েছে তা পিক্সেল ৯ মডেলের নয়। আসলে এই ছবি ‘পিক্সেল ৯ প্রো’ ও ‘পিক্সেল ৯ প্রো এক্সএল’ মডেলের। প্রকাশিত নতুন ছবিগুলোতে প্রথমবারের মতো দেখানো হয়েছে পিক্সেল ৯ মডেল।

গুগল ২০১৯ সালে পিক্সেলের বড় আকারের মডেলগুলো এক্সএল দিয়ে ব্র্যান্ডিং ব্যবহার করেছে। তবে ২০২১ সাল থেকে পিক্সেল ৫ সিরিজে প্রো মডেল নিয়ে আসার পরে গুগল আর এটির ব্যবহার করেনি।আশা করা হচ্ছে, গুগল এই বছরে আইফোনের মতো ব্যবসায়িক কৌশল অবলম্বন করতে পারে। তাই প্রো মডেলটিকে দুটি আকারে নিয়ে আসবে এই টেক জায়ান্ট।

পিক্সেল ৯ ফোনের ডিসপ্লের প্রান্ত এবার সমান হবে। আগের পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো সিরিজের মতো মডেলে কার্ভ ডিসপ্লে থাকবে এবার থাকবে না।নাইনটি ওয়ান মোবাইলস অনুযায়ী পিক্সেল ৯ সিরিজের পিক্সেল ৯ প্রো এক্সএল, পিক্সেল ৯ প্রো, পিক্সেল ৯ মডেলের ডিসপ্লের আকার হবে যথাক্রমে ৬ দশমিক ৫ ইঞ্চি, ৬ দশমিক ১ ইঞ্চি ও ৬ দশমিক শূন্য ৩ ইঞ্চি।

বর্তমান পিক্সেল ৮ প্রো মডেলের ডিসপ্লে ৬ দশমিক ৭ ইঞ্চির, যা নতুন এক্সএল মডেল তুলনায় সামান্য বড়। কিছু ব্যবহারকারীদের কাছে পিক্সেল ৮ প্রো মডেল বেশি বড় বলে মনে হয়।

কলি

জিমেইল ব্যবহারকারীদের জন্য গুগলের নতুন নিরাপত্তা নির্দেশনা

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০১:৫৬ পিএম
জিমেইল ব্যবহারকারীদের জন্য গুগলের নতুন নিরাপত্তা নির্দেশনা
জিমেইল ব্যবহারকারীদের জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ছবি: সংগৃহীত

জিমেইল ব্যবহারকারীদের জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটি জিমেইলের জন্য নিরাপত্তাবিষয়ক নতুন নিয়ম চালু করেছে। গুগল সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নতুন নির্দেশনা অনুসরণ না করলে জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ সীমিত হতে পারে বা অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে।

গুগলের তথ্যমতে, ইমেইল সেবাকে আরও সুরক্ষিত করতে নতুন কিছু আপডেট চালু করা হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য বাধ্যতামূলক। অনেক ব্যবহারকারী ইতোমধ্যে গুগলের পক্ষ থেকে ইমেইল ও লগইন স্ক্রিনে সতর্কবার্তা পেয়েছেন। এসব বার্তায় ১৫ থেকে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সময়মতো নির্দেশনা না মানলে অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারাবেন ব্যবহারকারীরা।

গুগল আরও জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো স্প্যাম, ফিশিং ও ভুয়া ইমেইলের মতো সাইবার হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক সন্দেহজনক মেইল প্রতিরোধ করা হলেও, সাইবার অপরাধীদের প্রতারণার কৌশল দিন দিন আরও জটিল হয়ে উঠছে। তাই নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর ও সর্বজনীন করা হচ্ছে। এ কারণে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর তথ্য হালনাগাদ করতে হবে।

লগইন পদ্ধতি হালনাগাদ
এখন লগইনের জন্য শুধু ইউজারনেম ও পাসওয়ার্ড যথেষ্ট নয়। এর পরিবর্তে ‘ওঅথ ২.০’ নামের টোকেনভিত্তিক নিরাপদ লগইন পদ্ধতি ব্যবহার করতে হবে। গুগল জানিয়েছে, বেশিরভাগ আধুনিক অ্যাপ ইতোমধ্যেই এই পদ্ধতিকে সমর্থন করে।

রিকভারি তথ্য হালনাগাদ
বিকল্প ইমেইল ঠিকানা ও মোবাইল নম্বর হালনাগাদ থাকলে অ্যাকাউন্ট পুনরুদ্ধার অনেক সহজ হয়। তাই ব্যবহারকারীদের অবশ্যই রিকভারি তথ্য হালনাগাদ করতে হবে।

টু-স্টেপ ভেরিফিকেশন
ব্যবহারকারীদের গুগল অ্যাকাউন্টের নিরাপত্তা ট্যাব থেকে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ চালু করতে হবে। এটি এসএমএস, অথেনটিকেটর অ্যাপ বা ফিজিক্যাল সিকিউরিটি কী-এর মাধ্যমে কার্যকর করা যাবে।

/আবরার জাহিন

মিডজার্নিতে এবার এআই ভিডিও তৈরির সুবিধা

প্রকাশ: ২১ জুন ২০২৫, ০১:৫২ পিএম
আপডেট: ২১ জুন ২০২৫, ০১:৫২ পিএম
মিডজার্নিতে এবার এআই ভিডিও তৈরির সুবিধা
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ছবি তৈরির জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম মিডজার্নি এবার যুক্ত করেছে এআই ভিডিও তৈরির নতুন ফিচার। এই প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি তাদের ভিডিও জেনারেশন মডেল উন্মুক্ত করেছে।

ব্যবহারকারীরা মিডজার্নিতে তৈরি করা ছবি ব্যবহার করে অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারবেন। এ ছাড়া অন্য উৎস থেকেও ছবি আপলোড করে ভিডিও তৈরি করা যাবে। প্রাথমিকভাবে ৫ সেকেন্ডের ভিডিও ক্লিপ তৈরি হবে, যা ব্যবহারকারী চাইলে ৪ সেকেন্ড করে ৪ বার বাড়াতে পারবেন। আপাতত শুধু ওয়েব সংস্করণে এই ফিচার চালু হয়েছে। ফিচারটি ব্যবহার করতে হলে মাসিক ন্যূনতম ১০ ডলারের সাবস্ক্রিপশন প্রয়োজন হবে।

এআই-জেনারেটেড স্থিরচিত্র তৈরির ক্ষেত্রে মিডজার্নির পরিচিতি থাকলেও ভিডিও তৈরির দৌড়ে প্রতিষ্ঠানটি কিছুটা পিছিয়ে ছিল। ইতোমধ্যে গুগল, ওপেনএআই ও অ্যাডোবির মতো প্রতিষ্ঠানগুলো টেক্সট-টু-ভিডিও সেবা চালু করেছে। গুগলের সর্বশেষ আই/ও সম্মেলনে এআই-জেনারেটেড ভিডিওর জন্য ‘ভিও ৩’ মডেল ও চলচ্চিত্র নির্মাতাদের জন্য ‘ফ্লো’ নামের একটি টুল প্রদর্শন করেছে। গত বছর ওপেনএআই প্রকাশ করে টেক্সট-টু-ভিডিও মডেল ‘সোরা’। অ্যাডোবির সম্প্রতি প্রকাশিত ফায়ারফ্লাই ভিডিও মডেল ছবি বা টেক্সট প্রম্পট থেকে ভিডিও তৈরি করতে পারে।

তবে ভিডিও ফিচার যুক্ত করার ঘোষণার পরপরই বিতর্কে জড়িয়েছে মিডজার্নি। অনেক শিল্পী অভিযোগ করেছেন, মিডজার্নির এআই মডেল প্রশিক্ষণে তাদের কনটেন্ট অবৈধভাবে ব্যবহার করা হয়েছে। এই এআই ভিডিও জেনারেশন মডেল ঘোষণার পরপরই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সম্প্রতি ডিজনি এবং এনবিসিইউনিভার্সাল কপিরাইট লঙ্ঘনের অভিযোগে মিডজার্নির বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগে বলা হয়েছে, মিডজার্নি তাদের এআই মডেল প্রশিক্ষণের জন্য অনুমতি ছাড়াই কনটেন্ট ব্যবহার করেছে।

যেকোনো এআই টুলের মতো এখানেও প্রযুক্তির অপব্যবহারের সম্ভাবনা রয়েছে। তবে মিডজার্নি ব্যবহারকারীদের প্রতি দায়িত্বশীলভাবে প্রযুক্তি ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এআই-ভিত্তিক ভিডিও তৈরি প্রযুক্তির বাজারে প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে। যেখানে প্রযুক্তির অগ্রগতি যেমন স্পষ্ট, তেমনি এর আইনি ও নৈতিক দিক নিয়ে উদ্বেগও বাড়ছে।

/আবরার জাহিন

আগুনের ক্ষতি থেকে বাঁচাবে ইরানের ‘অগ্নি’

প্রকাশ: ২১ জুন ২০২৫, ১০:৫৭ এএম
আপডেট: ২১ জুন ২০২৫, ১১:০৫ এএম
আগুনের ক্ষতি থেকে বাঁচাবে ইরানের ‘অগ্নি’
খুদে বিজ্ঞানী ইরান সরদার

‘অগ্নি’ নামে একটি ডিভাইস উদ্ভাবন করেছেন বরিশালের খুদে বিজ্ঞানী ইরান সরদার। আগুন লাগলেই সতর্ক করবে এই ডিভাইসটি। অফিস-আদালত, শিল্পকারখানা কিংবা বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের শুরুতেই তা নিয়ন্ত্রণে বাংলা ও ইংরেজি ভাষায় মানুষকে ডেকে সতর্ক করবে, অ্যালার্ম বাজাবে। এতে করে ইরান সরদারের অগ্নি নামের ডিভাইসটি বড়ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচাবে বহুতল ভবন, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, ছোট-বড় ভবনসহ ঘরবাড়ির। এর আগে রিবা নামে একটি রোবট বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছিলেন ইরান। রোবট তৈরির পর দ্বিতীয় আবিষ্কার অগ্নি নামে ডিভাইসটি নিয়ে রীতিমতো বরিশালে হইচই ফেলে দিয়েছেন তিনি।

ইরান সরদার বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের ইব্রাহিম সরদার ও মমতাজ বেগম দম্পত্তির ছোট ছেলে। ২০২১ সালে সরকারি গৈলা মডেল মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ইরান সরদার এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছেন। ২০২৩ সালে মাহিলাড়া ডিগ্রি কলেজ থেকে জিপিএ ৪ দশমিক ৭৫ পেয়ে এইচএসসি পাস করেছেন। ইরান বর্তমানে ঢাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তির জন্য আবেদন করেছেন। 

ইরান সরদার জানান, অগ্নি ডিভাইসটির প্রধান কাজ হচ্ছে বাসাবাড়ি, অফিস-আদালত, শিল্পকারখানার গ্যাস লাইন থেকে গ্যাস লিকেজ হলে ডিভাইসটি গ্যাস শনাক্ত করে মুহূর্তের মধ্যে অটোমেটিক গ্যাস লাইন এবং বাসার গ্যাস সিলিন্ডার বন্ধ করে দেবে। পাশাপাশি রেড সিগন্যাল এবং অ্যালার্ম বাজিয়ে আশপাশের লোকজনকে সতর্ক করবে। ডিভাইসটি সেকেন্ডের মধ্যে মানুষের মতো বাংলা এবং ইংরেজি ভাষায় ডেকে ও অ্যালার্ম বাজিয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য আশপাশের লোকজনকে সতর্ক করবে।

ইরানের প্রতিবেশী শহিদুল ইসলাম বলেন, ‘এর আগে ইরান একটি রোবট তৈরি করে পুরো বরিশালে আলোড়ন সৃষ্টি করেছিল। এখন অগ্নি নামে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি প্রতিরোধে ডিভাইস তৈরি করে হইচই ফেলে দিয়েছে। এটি দেখতে প্রতিদিন ওদের বাড়িতে প্রতিদিন লোকজন আসছে। ইরানের এই উদ্ভাবন আমাদের আগৈলঝাড়াবাসীকে গর্বিত করেছে।’ 

ইরানের মা মমতাজ বেগম, ‘আমরা আর্থিকভাবে তেমন একটা সচ্ছল নই। কিন্তু ইরানের নতুন কিছু উদ্ভাবনের আগ্রহ দেখে ছেলে শত কষ্টের মধ্যেও বিভিন্ন জিনিস কেনার টাকা দেওয়ার চেষ্টা করি। তা চাওয়ামাত্র দিতে পারি না। আর্থিক অসচ্ছলতার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। ইরানকে কেউ কেউ আর্থিক সহায়তা দিলে ভবিষ্যতে সে আরও ভালো কিছু উদ্ভাবন করে বিশ্বদরবারের বাংলাদেশে নাম উজ্জ্বল করে বলে বিশ্বাস করি।’

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন বলেন, ‘খুদে উদ্ভাবক ইরান সরদারের অগ্নি ডিভাইসটি সময়োপযোগী একটি উদ্ভাবন। ইরান সরদারের অগ্নি ডিভাইসটি অগ্নিকাণ্ড থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে এবং মানুষকে সচেতন করতে ব্যাপক ভূমিকা রাখবে। বর্তমান বাংলাদেশে অগ্নিদুর্ঘটনা পরিস্থিতি বিবেচনায় গুরুত্বপূর্ণ এই টেকসই উদ্ভাবনের বিষয়টি ব্যাপক প্রসারের লক্ষ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হবে।’

হোয়াটসঅ্যাপে আসছে বিজ্ঞাপন

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৬:৪১ পিএম
আপডেট: ১৯ জুন ২০২৫, ০৬:৪২ পিএম
হোয়াটসঅ্যাপে আসছে বিজ্ঞাপন
ছবি: সংগৃহীত

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এবার যুক্ত হচ্ছে বিজ্ঞাপন। এটা হবে অ্যাপটির ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি বিজ্ঞাপন প্রদর্শনের উদ্যোগ।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অ্যাপের স্ট্যাটাস ফিচারে দেখা যাবে মার্কেটিং বার্তা। এই ফিচার প্রতিদিন ব্যবহার করেন প্রায় ১৫০ কোটি ব্যবহারকারী।
এটি হোয়াটসঅ্যাপের নীতিতে একটি বড় পরিবর্তন। কারণ অ্যাপটি এতদিন বিজ্ঞাপনমুক্ত ও কঠোর গোপনীয়তা নীতির জন্য পরিচিত ছিল। হোয়াটসঅ্যাপ বলছে, বার্তা কিংবা প্রেরকের কোনো তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে যাবে না। অর্থাৎ বিজ্ঞাপনদাতারা ব্যবহারকারীদের বার্তা বা কে বার্তা পাঠিয়েছে, সেই সংক্রান্ত কোনো তথ্য ব্যবহার করতে পারবে না। তবে ব্যবহারকারীর ভাষা ও অবস্থানের মতো সীমিত কিছু তথ্যের ওপর ভিত্তি করে লক্ষ্য নির্ধারণ করতে পারবে।

২০০৯ সালে হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠার পর শুরু থেকে বিজ্ঞাপন থেকে বিরত ছিল। এমনকি এক সময় ব্যবহারকারীদের কাছ থেকে নামমাত্র একটি ফি নেওয়া হতো, যেন বিজ্ঞাপন ছাড়া সেবা দেওয়া যায়। ২০১৪ সালে ফেসবুক (বর্তমানে মেটা) হোয়াটসঅ্যাপ কিনে নেওয়ার পর থেকে এই নীতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে থাকে। পরবর্তী বছরগুলোতে অ্যাপটির মূল প্রতিষ্ঠাতারা হোয়াটসঅ্যাপ থেকে সরে যান।

হোয়াটসঅ্যাপ ইতোমধ্যে কিছু ব্যবসায়িক ফিচার চালু করেছে। তবে এই প্রথম ব্যবহারকারীদের অ্যাপে প্রবেশের পর সরাসরি বিজ্ঞাপন দেখানো হবে।

২০১৭ সালে চালু হওয়া হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফিচারটি অনেকটা ইনস্টাগ্রাম স্টোরির মতো। ব্যবহারকারীরা এখানে বন্ধুদের সঙ্গে ছবি, ভিডিও বা লেখা শেয়ার করতে পারেন। 

নতুন বিজ্ঞাপনগুলো দেখা যাবে এসব স্ট্যাটাস পোস্টের ফাঁকে ফাঁকে। তবে চ্যাট অংশ বিজ্ঞাপনমুক্ত থাকবে বলে আশ্বস্ত করেছে হোয়াটসঅ্যাপ। আপাতত শুধু স্ট্যাটাস অংশে থাকবে এই বিজ্ঞাপন বার্তা। বিশ্লেষকদের মতে, এতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে।

স্মার্টফোন আনছেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০২:২৬ পিএম
স্মার্টফোন আনছেন ডোনাল্ড ট্রাম্প
‘ট্রাম্প মোবাইল’ নামে ডোনাল্ড ট্রাম্প নতুন একটি সেলুলার ব্র্যান্ড চালু করতে চলেছেন। ছবি: সংগৃহীত

‘ট্রাম্প মোবাইল’ নামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি সেলুলার ব্র্যান্ড চালু করতে চলেছেন। এ ছাড়া নিজস্ব স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। গতকাল মঙ্গলবার নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এই ঘোষণা দেন।

নতুন এই প্রতিষ্ঠান ‘দ্য ৪৭ প্ল্যান’ নামে একটি মাত্র ওয়্যারলেস প্ল্যান বিক্রি করবে। এই প্ল্যানে থাকবে আনলিমিটেড কল, এসএমএস ও ডেটা ব্যবহারের সুবিধা। তবে প্রতি মাসে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করা যাবে প্রথম ২০ জিবি পর্যন্ত। এর পর গতি কমে যাবে। এর জন্য ব্যবহারকারীদের মাসিক খরচ করতে হবে ৪৭ ডলার ৪৫ সেন্ট। এটি বাজারের অনুরূপ বাজেট সেবার তুলনায় দ্বিগুণের কাছাকাছি। মিন্ট মোবাইল বা বুস্ট মোবাইল প্রায় ২০ ডলারে একই ধরনের সেবা দিয়ে থাকে।

ট্রাম্প মোবাইল সেবাটি মূলত লিবার্টি মোবাইল নামের একটি বিদ্যমান মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটরের ওপর ভিত্তি করে তৈরি। সেবাটি হোয়াইট লেবেল হিসেবে চালু হচ্ছে, অর্থাৎ সেবাটি দেওয়া হবে অন্য প্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবহার করে।
ট্রাম্প মোবাইল ‘দ্য টি১ ফোন’ নামে সোনালি রঙের একটি নিজস্ব স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করেছে। ফোনটি যুক্তরাষ্ট্রে উৎপাদিত হবে বলে জানানো হয়েছে।

ফোনটিতে ৬.৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে বলে জানানো হয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। এ ছাড়া এতে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরাসহ একটি রিয়ার ট্রিপল-ক্যামেরা সেটআপ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও এআই ফেস আনলক সুবিধা থাকবে। ফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের দীর্ঘস্থায়ী ব্যাটারি থাকবে বলে জানানো হয়েছে। এতে থাকবে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম।

ফোনটির দাম ধরা হয়েছে ৪৯৯ ডলার, যা যুক্তরাষ্ট্রে তৈরি ফোন হিসেবে কম বলে প্রযুক্তি বিশ্লেষকরা মন্তব্য করেছেন।

ট্রাম্প ব্র্যান্ড ইতোমধ্যে নানা পণ্যে বাণিজ্যিক সফলতা পেয়েছে। সাম্প্রতিক আর্থিক বিবরণীতে ট্রাম্প ৫ কোটির বেশি আয় দেখিয়েছেন তার ক্রিপ্টো প্রকল্প থেকে। পাশাপাশি ট্রাম্প ঘড়ি, সুগন্ধি ও এনএফটি থেকে মিলেছে আরও কয়েক মিলিয়ন ডলারের আয়।

/আবরার জাহিন