
প্রযুক্তি জায়ান্ট গুগলের স্মার্টফোন ব্রান্ড ‘পিক্সেল’ বেশ জনপ্রিয়। এই ব্রান্ডের নতুন সিরিজের লাইন আপে যুক্ত হতে যাওয়া ‘পিক্সেল ৯’ এর তথ্য ফাঁস হয়েছে। প্রকাশ হওয়া তথ্যে দাবি করা হয়েছে, তিন আকারের ডিসপ্লেতে আসবে পিক্সেল নাইন সিরিজের স্মার্টফোন। যেখানে গুগল এখনো চলতি বছরের শেষের দিকে ‘পিক্সেল ৮এ’ আনতে চলেছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ৯১ মোবাইলসের রিপোর্ট অনুযায়ী, গুগল ২০২৪ সালে ফ্ল্যাগশিপ ফোনের লাইন আপে বড় ধরনের পরিবর্তন আনতে চলছে, যা তাদের স্মার্টফোন বাজারজাত কৌশলের পরিবর্তন হিসেবে দেখা যাচ্ছে। এই সাইটে আরও দাবি করা হয়েছে, চলতি বছরের শুরুতে পিক্সেল ফোনের যে ছবি ফাঁস হয়েছে তা পিক্সেল ৯ মডেলের নয়। আসলে এই ছবি ‘পিক্সেল ৯ প্রো’ ও ‘পিক্সেল ৯ প্রো এক্সএল’ মডেলের। প্রকাশিত নতুন ছবিগুলোতে প্রথমবারের মতো দেখানো হয়েছে পিক্সেল ৯ মডেল।
গুগল ২০১৯ সালে পিক্সেলের বড় আকারের মডেলগুলো এক্সএল দিয়ে ব্র্যান্ডিং ব্যবহার করেছে। তবে ২০২১ সাল থেকে পিক্সেল ৫ সিরিজে প্রো মডেল নিয়ে আসার পরে গুগল আর এটির ব্যবহার করেনি।আশা করা হচ্ছে, গুগল এই বছরে আইফোনের মতো ব্যবসায়িক কৌশল অবলম্বন করতে পারে। তাই প্রো মডেলটিকে দুটি আকারে নিয়ে আসবে এই টেক জায়ান্ট।
পিক্সেল ৯ ফোনের ডিসপ্লের প্রান্ত এবার সমান হবে। আগের পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো সিরিজের মতো মডেলে কার্ভ ডিসপ্লে থাকবে এবার থাকবে না।নাইনটি ওয়ান মোবাইলস অনুযায়ী পিক্সেল ৯ সিরিজের পিক্সেল ৯ প্রো এক্সএল, পিক্সেল ৯ প্রো, পিক্সেল ৯ মডেলের ডিসপ্লের আকার হবে যথাক্রমে ৬ দশমিক ৫ ইঞ্চি, ৬ দশমিক ১ ইঞ্চি ও ৬ দশমিক শূন্য ৩ ইঞ্চি।
বর্তমান পিক্সেল ৮ প্রো মডেলের ডিসপ্লে ৬ দশমিক ৭ ইঞ্চির, যা নতুন এক্সএল মডেল তুলনায় সামান্য বড়। কিছু ব্যবহারকারীদের কাছে পিক্সেল ৮ প্রো মডেল বেশি বড় বলে মনে হয়।
কলি