
ভিডিও প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের আকৃষ্ট করতে নতুন নতুন ফিচার যোগ করছে। প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে। এ প্রতিযোগিতায় নাম লিখিয়েছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবও। এতে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নিত্যনতুন ফিচার। এবার সেই ধারাবাহিকতায় ভিডিও প্ল্যাটফর্মটিতে আসছে ‘জাম্প অ্যাহেড’ ফিচার। ইউটিউব প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য জাম্প অ্যাহেড ফিচার পরীক্ষামূলকভাবে চালু করছে। এই ফিচার ব্যবহারকারীকে কোনো ভিডিওর সেরা অংশগুলো খুঁজে দেবে।
নাইনটুফাইভগুগলের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম ম্যাশেবল জানিয়েছে, বর্তমানে এটি কেবল যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলক চালু করেছে ইউটিউব। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী এক লাফে ভিডিওর সেরা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে পৌঁছে যেতে পারবেন। এর জন্য ব্যবহারকারীকে আর খোঁজাখুঁজি করতে হবে না।
অ্যান্ড্রয়েড বা আইওএস ব্যবহারকারীদের জন্য ডাবল ট্যাপ করে এগিয়ে যাওয়ার ফিচারটির সঙ্গে বেশির ভাগ মানুষই পরিচিত। দ্রুত দুবার ট্যাপ করলে ব্যবহারকারী ১০ সেকেন্ড এগিয়ে যান। প্রতিটি অতিরিক্ত দ্রুত ট্যাপের সঙ্গে আরও কিছু সময় এগিয়ে যান ব্যবহারকারী, ভিডিওতে ঠিক যেখানে পৌঁছাতে চান সেখানে না যাওয়া পর্যন্ত।
ইউটিউবের পরীক্ষামূলক জাম্প অ্যাহেড ফিচারটিও ঠিক একইভাবে কাজ করে। তবে এটি ব্যবহারকারীদের ভিডিও দেখার ডেটা বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওতে আগ্রহের জায়গাগুলো চিহ্নিত করে। এই ভিডিও দেখার ডেটা বিশ্লেষণে মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করা হয়। ব্যবহারকারী যখন জাম্প ফিচারটি ব্যবহার করবে ভিডিওর পরবর্তী গুরুত্বপূর্ণ অংশে চলে যান।
এটি ১০ সেকেন্ডের স্কিপ ট্রিকের মতোই কাজ করে। একটু এগিয়ে যাওয়ার জন্য দুবার ট্যাপ করার পরে, ব্যবহারকারীরা ইউটিউব ভিডিওতে ‘জাম্প অ্যাহেড’ নামে একটি নির্দেশ দেখতে পাবেন। এটি ট্যাপ করলে ব্যবহারকারী ক্লিপের পরবর্তী সেরা জায়গায় চলে যাবেন।
ইউটিউব জানিয়েছে, এই ফিচার শুধু নির্দিষ্ট ভিডিওগুলোয় কাজ করবে। যদিও তারা কোন ভিডিওগুলো এ ফিচারের আওতায় থাকবে তা নির্দিষ্ট করেনি। আবার কেউ কেউ সামান্য দ্রুত করেও ভিডিও প্লে করেন, যেন কম সময়ে ভিডিও দেখা যায়। তবে আরও একধাপ এগিয়ে জাম্প অ্যাহেড ফিচার। তাই দীর্ঘ ডকুমেন্টারি থেকে গুরুত্বপূর্ণ অংশ দেখতে বা খুঁজে বের করতে এখন আর বেশি সময় লাগবে না।
এ.জে/জাহ্নবী