
মডেল টেস্ট-বাংলা
প্রশ্ন: নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখ।
ক) বনফুলের প্রকৃত নাম কী?
উত্তর: বলাইচাঁদ মুখোপাধ্যায়।
খ) সাহিত্যকর্মের স্বীকৃতস্বরূপ বনফুল কোন উপাধি পান?
উত্তর: পদ্মভূষণ।
গ) ‘সূর্যগ্রহণ’ গল্পগ্রন্থটি কার লেখা?
উত্তর: জহির রায়হান।
ঘ) কবি কামিনী রায়ের ছদ্মনাম কী?
উত্তর: জনৈক বঙ্গমহিলা।
ঙ) ‘অন্নদামঙ্গল’ কাব্যটি কার লেখা?
উত্তর: ভারতচন্দ্র রায় গুণাকর।
চ) ‘ব্যাকরণ’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: সংস্কৃত।
ছ) রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব কাকে বলে?
উত্তর: শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের আলোচনা হলো রূপতত্ত্ব।
জ) অর্ধতৎসম শব্দ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যেসব সংস্কৃত শব্দ সামান্য বিকৃত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে, তাকে অর্ধতৎসম শব্দ বলে।
যেমন: গৃহিণী → গিন্নি, গ্রাম → গেরাম।
ঝ) ‘সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন’ এটি কোন ধরনের বাক্য?
উত্তর: অনুজ্ঞাসূচক বাক্য।
ঞ) সাহিত্যের অলংকার প্রধানত কত প্রকার ও কী কী?
উত্তর: ২ প্রকার।
যথা: ১) অর্থালংকার, ২) শব্দালংকার।
প্রশ্ন: সঠিক উত্তরটি লেখ।
১) বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসেছে?
(ক) আরবি থেকে (খ) হিন্দি থেকে (গ) ফার্সি থেকে (ঘ) উর্দু থেকে
উত্তর: (গ) ফার্সি থেকে।
২) বাক্যের মৌলিক উপাদান কোনটি?
(ক) ভাষা (খ) ধ্বনি (গ) বর্ণ (ঘ) শব্দ
উত্তর: (ঘ) শব্দ।
৩) গিন্নি কোন শ্রেণির শব্দ?
(ক) দেশি (খ) বিদেশি
(গ) তদ্ভব (ঘ) অর্ধ তৎসম
উত্তর: (ঘ) অর্ধ তৎসম।
৪) কোনটিকে বাক্যের বাহন বলা হয়?
(ক) শব্দ (খ) পদ (গ) বাক্য (ঘ) ধ্বনি
উত্তর: (ক) শব্দ।
৫) উৎসমূলক শব্দগুলোকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা যায়-
(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি
উত্তর: (ঘ) ৫টি।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা
কবীর