বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট-হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭. একটি মুনাফাজাতীয় ব্যয় মূলধনজাতীয় ব্যয় হিসাবে দেখানো হয়েছে। এটি কোন ধরনের ভুল?
ক. বাদ পড়ার ভুল খ. লিখনের ভুল
গ. নীতির ভুল ঘ. পরিমাপের ভুল
ঙ. মূল্য নিরূপণের ভুল
উত্তর: গ. নীতির ভুল।
৮. একটি খতিয়ান-
ক. শুধু সম্পত্তি ও দায় হিসাব ধারণ করে
খ. অক্ষরের ক্রমানুযায়ী হিসাব দেখায়
গ. এটি একটি প্রাথমিক এন্ট্রির বই
ঘ. প্রতিষ্ঠানে রক্ষিত সব হিসাবের একটি সংগ্রহ
ঙ. শুধু খরচ ও রাজস্বের হিসাব ধারণ করে
উত্তর: ঘ. প্রতিষ্ঠানে রক্ষিত সব হিসাবের একটি সংগ্রহ।
৯. নিচের কোন লেনদেনটি ‘সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি’ করে না?
ক. যন্ত্রপাতি ধারে ক্রয়
খ. পণ্যসামগ্রী ধারে ক্রয়
গ. পরবর্তী বর্ষের জন্য বেতন ও মজুরি অগ্রিম দেওয়া
ঘ. আসবাবপত্র নগদে ক্রয়
ঙ. অগ্রিম প্রাপ্ত আয় যার জন্য এখনো সেবা দেওয়া হয়নি
উত্তর: গ. পরবর্তী বর্ষের জন্য বেতন ও মজুরি অগ্রিম দেওয়া এবং ঘ. আসবাবপত্র নগদে ক্রয়।
আরো পড়ুন : ‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৬টি প্রশ্নোত্তর, ১১ম পর্ব
১০. একটি আর্থিক বর্ষে একটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিম্নলিখিত ব্যয়সমূহ করে: প্রত্যক্ষ কাঁচামাল ক্রয় ৪,৮০,০০০ টাকা, কিন্তু উৎপাদনে ব্যবহৃত হয় ৩,৭৫,০০০ টাকার কাঁচামাল, প্রত্যক্ষ মজুরিতে ৪,০০,০০০ টাকা ব্যয় হয়। বিক্রয় ও সরবরাহ খরচ ২,৫০,০০০ টাকা। ওই বর্ষে চলতি কার্যের কোনো প্রারম্ভিক বা সমাপ্তি মজুদ ছিল না। ওই বর্ষে উৎপাদিত পণ্যের ব্যয় কত টাকা?
ক. ১১,৫০,০০০ টাকা খ. ১৪,০০.০০০ টাকা
গ. ১০,৯৫,০০০ টাকা ঘ. ১৩,৪৫,০০০ টাকা
ঙ. ১৫,০৫,০০০ টাকা
উত্তর: ক. ১১,৫০,০০০ টাকা।
১১. নিচের কোনটি আর্থিক সচ্ছলতা যাচাইয়ের অনুপাত?
ক. মালিকানা অনুপাত
খ. স্থায়ী সম্পদ অনুপাত
গ. দ্রুত অনুপাত
ঘ. দেনাদার মালিকানা অনুপাত
ঙ. মূলধন গিয়ারিং অনুপাত
উত্তর: ঘ. দেনাদার মালিকানা অনুপাত।
১২. ‘ক’ ও ‘খ’ একটি অংশীদারি ফার্মের অংশীদার, যারা মুনাফা ৩:২ অনুপাতে ভাগ করে। ২ জানুয়ারি, ২০২৪ তারিখে মূলধনের জের ছিল যথাক্রমে ৬০,০০০ টাকা ও ৪০,০০০ টাকা। চুক্তি অনুযায়ী প্রারম্ভিক মূলধনের ওপর ১০% হারে সুদ দেওয়া হয় এবং ‘খ’কে মাসে ১,০০০ টাকা বেতন দেওয়া হয়। ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে ‘খ’-এর মূলধনের জের দাঁড়িয়েছে ১,১৬,০০০ টাকায়। ২০২৪ সালের মোট মুনাফার পরিমাণ টাকায় কত ছিল?
ক. ১,৫০,০০০ টাকা খ. ১,৭২,০০০ টাকা
গ. ১,৬০,০০০ টাকা ঘ. ১,৬২,০০০ টাকা
ঙ. ১,২৮,০০০ টাকা
উত্তর: খ. ১,৭২,০০০ টাকা।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর