
তৃতীয় অধ্যায়: ভূমিরূপ পরিবর্তন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকের আলোকে ৭০ ও ৭১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
নদী তার গতিপথে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করে থাকে। এসবের মধ্যে কোনোটি ক্ষয় এবং সঞ্চয় বা উভয় ধরনের ক্রিয়াশীলতায় গঠিত হয়। নদীর প্রবাহ খাতেরও রূপবৈচিত্র্য রয়েছে।
৭০। নদীর প্রবাহ খাতের সৃষ্ট ভূমিরূপ-
i. দ্বীপচর ii. অশ্বক্ষুরাকৃতি হৃদ
iii. তীর সংযুক্ত চর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭১। নদীর মধ্যপ্রবাহের ভূমিরূপ-
i. প্লাবন ভূমি ii. পলল পাখা
iii. পশ্চাৎ বিল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ৭২ ও ৭৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
নিঝুম তার নানাবাড়ি ফরিদপুরের ভাগ্যকুল এলাকায় গ্রীষ্মের ছুটিতে বেড়াতে গেল। সে তার বন্ধুর সঙ্গে বেড়াতে বের হলে তার বন্ধু বলল, একসময় এ অঞ্চলে ঘোড়ার ক্ষুরের মতো একটি হ্রদ ছিল। হ্রদটি পলি জমি পদ্মা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়েছিল। হ্রদটি এখন বিলীন হয়ে গেছে।
৭২। নিঝুমের বন্ধু ভাগ্যকুলের যে হ্রদটির কথা বলেছে, এ ধরনের হ্রদকে কী বলে?
ক) জলাশয় খ) অশ্বক্ষুরাকৃতি হৃদ
গ) পশ্চাৎ জলাশয় ঘ) কর্দমছিপি
৭৩। পদ্মানদী থেকে বিচ্ছিন্ন হয়ে হ্রদটি সৃষ্টি হয়েছিল-
i. পলি জমে ii. আবর্জনা জমে iii. বালু জমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৭৪। খাড়া ঢালের ওপর দিয়ে ধাপে ধাপে অগ্রসরমান প্রবল নদী স্রোতকে কী বলা হয়?
ক) ঢেউ খ) তরঙ্গ
গ) দুর্বল স্রোত ঘ) খরস্রোত
৭৫। চার্লস রিখটার প্রথম ভূমিকম্প পরিমাপ করেন কত সালে?
ক) ১৯৯০ সালে খ) ১৯৩১ সালে
গ) ১৯৩২ সালে ঘ) ১৯৩৫ সালে
আরো পড়ুন : ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ষষ্ঠ পর্ব
৭৬। চ্যুতি সৃষ্টিকালে মধ্যবর্তী ভূ-ভাগ বসে গিয়ে কী সৃষ্টি করে?
ক) স্তূপ পর্বত খ) গ্রস্ত উপত্যকা
গ) মালভূমি ঘ) পার্বত্য উপত্যকা
৭৭। উত্তর আমেরিকার কোন নদী গ্র্যান্ড ক্যানিয়ন নামে পৃথিবীর বিখ্যাত?
ক) মিসিসিপি খ) মিসৌরি
গ) কলোরাডো ঘ) পানামা
৭৮। অশ্বক্ষুরাকৃতির হৃদ সৃষ্টির কারণ-
i. নদীর তীব্র বাঁক
ii. নদীর বোঝা বহন ক্ষমতা বৃদ্ধি
iii. নদীর নিম্নগতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৭৯। বাংলাদেশ ও মায়ানমারের সীমানা নির্ধারণকারী নাফ নদীর দৈর্ঘ্য কত কিমি?
ক) ৪৬ কিমি খ) ৪৭ কিমি
গ) ৫৬ কিমি ঘ) ৫৭ কিমি
উত্তর: ৭০. ক, ৭১. খ, ৭২. খ, ৭৩. ঘ, ৭৪. ঘ, ৭৫. ঘ, ৭৬. খ, ৭৭. গ, ৭৮. গ, ৭৯. গ।
লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর