
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের (‘ক’ ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৫ দশমিক ৯৩ শতাংশ পাস এবং ৯৪ দশমিক শূন্য ৭ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। তিন বিভাগ (বিজ্ঞান, মানবিক, ব্যবসায়) মিলিয়ে পাস করেছেন ৭ হাজার ৪৩৭ জন।
সোমবার (২৪ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়।
জানা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ৬ হাজার ৯২২ জন, মানবিক থেকে ৩৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ১২২ জন উত্তীর্ণ হয়েছেন। এ বছর ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে নটর ডেম কলেজের মাহমুদুল হাসান ওয়াসিফ প্রথম হয়েছেন। তার প্রাপ্ত নম্বর ১১০। মানবিক থেকে হলিক্রস কলেজের তাবাসসুম তিথি প্রথম হয়েছেন। তার প্রাপ্ত নম্বর ১০৮ দশমিক ৫। অন্যদিকে ব্যবসায় শিক্ষা থেকে নরসিংদী সরকারি কলেজের সাজিত মিয়া প্রথম হয়েছেন। তার প্রাপ্ত নম্বর ৯৩ দশমিক ৮৮।
গুরুত্বপূর্ণ তারিখগুলো
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামীকাল (২৫ মার্চ) বেলা ৩টা থেকে ১৬ এপ্রিল বেলা ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে বলা হয়েছে। বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিল তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে ডিন অফিসে জমা দিতে হবে। ফল নিরীক্ষণের জন্য ফি দেওয়া সাপেক্ষে আগামী ৬ থেকে ১০ এপ্রিল পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
উল্লেখ্য, ‘ক’ ইউনিটে বিজ্ঞান শাখার জন্য ১ হাজার ৮২০টি, মানবিকের জন্য ৫১টি এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২৫টি আসন রয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি ঢাকাসহ বিভাগীয় শহরের আটটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার বিস্তারিত ফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এ ছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU SCI ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS -এ ফল জানা যাবে।