
মডেল টেস্ট-বাংলা
প্রশ্ন: সঠিক উত্তরটি লেখ।
ক। বাক্যের মৌলিক উপাদান কোনটি?
i. শব্দ ii. বর্ণ
iii. ভাষা iv. ধ্বনি
উত্তর: i. শব্দ।
খ। বাক্যতত্ত্বের অপর নাম কী?
i. রূপতত্ত্ব ii. পদক্রম
iii. ধ্বনিতত্ত্ব iv. বাগর্থ
উত্তর: ii. পদক্রম।
গ। একটি বাক্যের কয়টি অংশ থাকে?
i. ২টি ii. ৩টি
iii. ৪টি iv. ৫টি
উত্তর: i. ২টি।
ঘ। কোনটি ‘পাহাড়’ শব্দের সমার্থক শব্দ নয়?
i. পর্বত ii. শৈল
iii. গিরি iv. ধরণী
উত্তর: iv. ধরণী।
ঙ। ভাষার মূল উপকরণ কী?
i. ধ্বনি ii. বাক্য
iii. বর্ণ iv. শব্দ
উত্তর: ii. বাক্য।
আরো পড়ুন : বাংলা বিষয়ের ১০টি প্রশ্নোত্তর, ষষ্ঠ পর্ব
প্রশ্ন: নিচের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখ।
ক। একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকে ও কী কী?
উত্তর: ৩টি। যথা- আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা।
খ। গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার?
উত্তর: ৩ প্রকার।
গ। ‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি’ এটি কোন ধরনের বাক্য?
উত্তর: সরল বাক্য।
ঘ। ‘তুমি না বলেছিলে আগামীকাল আসবে’ এখানে ‘না’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: হ্যাঁ বাচক।
ঙ। ‘সত্য কথা না বলে বিপদে পড়েছি’ এটি কোন ধরনের বাক্য?
উত্তর: সরল বাক্য।
চ। ‘তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি’ এটি কোন ধরনের বাক্য?
উত্তর: যৌগিক বাক্য।
ছ। সমার্থক শব্দ কী? উদাহরণ দাও।
উত্তর: যেসব শব্দ একই ধরনের অর্থ প্রকাশ করে, তাই সমার্থক শব্দ।
জ। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রম্যরচনাকার কে?
উত্তর: সৈয়দ মুজতবা আলী।
ঝ। লেখক ভারতীয় কোন খাবারকে মিসরীয় খাবারের মামাতো বোন বলেছেন?
উত্তর: মোগলাই।
ঞ। বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয়?
উত্তর: সত্যেন্দ্রনাথ দত্তকে।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা
কবীর