
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট-হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯. হিসাব তথ্যের ব্যবহারকারী সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক?
ক. যৌথ মূলধনি কারবারের মালিকরা অভ্যন্তরীণ ব্যবহারকারী
খ. নিরীক্ষকরা অভ্যন্তরীণ ব্যবহারকারী
গ. পাওনাদাররা অভ্যন্তরীণ ব্যবহারকারী
ঘ. ব্যবস্থাপনা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী
ঙ. বিধিবদ্ধ সংস্থাগুলো বাহ্যিক ব্যবহারকারী
উত্তর: ঘ. ব্যবস্থাপনা অভ্যন্তরীণ ব্যবহারকারী।
১০. তওফিক ও নাফিস দুজন অংশীদার যাদের ০১/০১/২০২৪ তারিখে মূলধন হিসাবে জের ছিল যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা। ২০২৪ সালে ব্যবসায়ের মোট মুনাফা (মূলধনের ওপর সুদ ও বেতন সমন্বয়ের আগে) হয়েছিল ১,০০,০০০ টাকা। ২০২৪ সালে তওফিক ২২,০০০ টাকা ও নাফিস ১৫,০০০ টাকা বেতন নেয়। ১০% হারে প্রারম্ভিক মূলধনের ওপর সুদ দেওয়া হয়। মুনাফার বাকি অংশ দুজনের মধ্যে সমান অংশে ভাগ করা হয়। এসব সমন্বয়ের পর তাদের মূলধন হিসাবের জের কত হবে?
ক. ৭১,৫০০ এবং ৮১,৫০০ টাকা
খ. ৯৩,০০০ এবং ৯৭,০০০ টাকা
গ. ৯০,০০০ এবং ১,০০,০০০ টাকা
ঘ. ৮০,০০০ এবং ৯০,০০০ টাকা
ঙ. ৭৫,০০০ এবং ৮৫,০০০ টাকা
উত্তর: খ. ৯৩,০০০ এবং ৯৭,০০০ টাকা।
আরো পড়ুন : ‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৮টি প্রশ্নোত্তর, ৬ষ্ঠ পর্ব
১১. কোনো প্রকার কুঋণ সমন্বয় করার আগে দেনাদারের পরিমাণ হচ্ছে ২০,৫০০ টাকা। কুঋণ সঞ্চিতি ৫৫০ টাকা। দেনাদারদের ওপর ১০% কুঋণ সঞ্চিতি এবং ৫% বাট্টা সঞ্চিতি হিসাবে ধার্য করা হয়। বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?
ক. ২,০০০ টাকা খ. ২,১০০ টাকা
গ. ১,৫০০ টাকা ঘ. ৯০০ টাকা
ঙ. ৯৫০ টাকা
উত্তর: ঘ. ৯০০ টাকা।
১২. বেঙ্গল লিমিটেড ১,০০,০০০ টাকায় একটি সম্পত্তি কিনেন। সম্পত্তিটি ২০-২-২০২৪ তারিখ থেকে ব্যবহার উপযোগী করার জন্য আরও ১০,০০০ টাকা ব্যয় করে। সম্পত্তির আয়ুষ্কাল ১০ বছর। ২০২৪ সালের শেষে এর অবচয় কত হবে?
ক. ১১,০০০ টাকা খ. ৯,৪৯৭ টাকা
গ. ৯,৫৪০ টাকা ঘ. ৯,৫০৩ টাকা
ঙ. ৯,৪৭২ টাকা
উত্তর: ঘ. ৯,৫০৩ টাকা।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর