নারী ক্রিকেটের আগামী চার বছরের ভবিষ্যত সফরসূচি (এফটিপি) প্রকাশ করেছে আইসিসি। ২০২৫ সালের মার্চ থেকে ২০২৯ সালের এপ্রিল পর্যন্ত ভবিষ্যত সফরসূচি প্রকাশ করেছে আইসিসি।
এই চার বছরে বাংলাদেশ নারী দলের সুযোগ থাকছে বড় দলের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ। এই এফটিপির আওতায় প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ¬
চার বছরের এই চক্রে ঘরের মাঠ ও বিদেশ মিলিয়ে দ্বিপক্ষীয় সিরিজে মোট ২৭টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরমধ্যে রয়েছে আইসিসি ও এসিসির আসরও।
২০২৬ সালের অক্টোবরে নিগাররা অস্ট্রেলিয়া সফরে যাবেন। সেখান থেকে খেলে আসার পর ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর বাংলাদেশ নারী দলের। এরপর ২০২৭ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ দল।
এর বাইরে ২০২৫ সালের ডিসেম্বরে ভারত সফর করবে বাংলাদেশ। প্রতিটি সফরেই আছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।
টেস্ট মর্যাদা পেলেও এই চক্রে কোনো টেস্ট ম্যাচ নেই বাংলাদেশের। দেশের মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটই এখনো চালু করতে পারেনি বিসিবি।