প্রথম অধ্যায় : কোষ ও এর গঠন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। পাশাপাশি কোষপ্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হলে তাকে বলে-
(ক) প্লাজমালেমা
(খ) প্লাজমোডেসমাটা
(গ) মাইসেলি
(ঘ) পিটমেমব্রেন
২। জীবনের ভৌত ভিত্তি কোনটি?
(ক) প্রোটোপ্লাজম
(খ) সাইটোপ্লাজম
(গ) নিউক্লিওপ্লাজম
(ঘ) প্লাজমোডিয়াম
৩। কোষঝিল্লির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
(ক) ভেদ্য (খ) ত্রিস্তরী
(গ) প্লাজমোডেসমাযুক্ত (ঘ) স্থিতিস্থাপক
৪। কোনটি আদি কোষ?
(ক) Riccia (খ) Ulothrix
(গ) Mucor (ঘ) E. coli
৫। Ribosome-এর নাম কে প্রস্তাব করেন?
(ক) Albert Claude
(খ) Richard B. Roberts
(গ) George Palade
(ঘ) Christian de Duve
৬। মধ্যপর্দায় অধিক পরিমাণে থাকে-
(ক) পেকটিক অ্যাসিড (খ) সেলুলোজ
(গ) গ্লাইকোপ্রোটিন (ঘ) লিগনিন
৭। কোষ আবিষ্কার করেন কে?
(ক) লিউয়েন হুক (খ) রবার্ট হুক
(গ) রবার্ট ব্রাউন (ঘ) রবার্ট ডারউইন
৮। উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি?
(ক) সেলুলোজ (খ) স্টার্চ
(গ) গ্লাইকোজেন (ঘ) মাইসেলি
৯। কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি?
(ক) সেলুলোজ (খ) স্টার্চ
(গ) গ্লাইকোজেন (ঘ) মাইসেলি
১০। কোষবিভাজনের সময় কোষপ্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু?
(ক) গলজি বস্তু
(খ) রাইবোসোম
(গ) মাইক্রোটিউবিউল
(ঘ) লাইসোজোম
১১। আদি কোষী জীব কোনটি?
(ক) ইস্ট (খ) অ্যামিবা
(গ) প্লাজমোডিয়াম (ঘ) মাইকোপ্লাজমা
১২। প্লাজমা মেমব্রেনের খাঁজ সৃষ্টির জন্য দায়ী-
(ক) অ্যাকটিন ও মায়োসিন
(খ) অ্যাকটিন ও নিয়াসিন
(গ) মায়োসিন ও নিয়াসিন
(ঘ) অ্যাকটিন ও সাইটোসিন
১৩। প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশ তরল?
(ক) লিপিট (খ) প্রোটিন
(গ) কার্বোহাইড্রেট (ঘ) এনজাইম
১৪। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী ফসফোলিপিড অণুগুলো-
i. পাশে ব্যাপ্ত হয়
ii. অক্ষ বরাবর ঘুরতে সক্ষম
iii. দুই স্তরের মধ্যে স্থান পরিবর্তন করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৫। নিচের কোন গঠনটি সাইটোপ্লাজমের নয়?
(ক) গালগি বডি
(খ) রাইবোসোম
(গ) ক্রোমাটিন তন্তু
(ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
১৬। নিচের চিত্রে A চিহ্নিত অংশটি হলো-
(ক) মধ্যপর্দা (খ) প্রাইমারি প্রাচীর
(গ) সেকেন্ডারি প্রাচীর (ঘ) প্লাজমোডেসমাটা
উত্তর: ১. খ, ২. ক, ৩. ঘ, ৪. ঘ, ৫. খ, ৬. ক, ৭. খ, ৮. ক, ৯. ঘ, ১০. ক, ১১. ঘ, ১২. ক, ১৩. ক, ১৪. ক, ১৫. গ, ১৬. খ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর