চতুর্দশ অধ্যায় : জীব প্রযুক্তি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন কে?
(ক) কার্ল এরেকি
(খ) চার্লস ডারউইন
(গ) জোহান মেন্ডেল
(ঘ) ওয়াটসন ও ক্রিক
২। জেনেটিক্সের সূত্রগুলো আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
(ক) জোহান গ্রেগর মেন্ডেল
(খ) লুই পাস্তুর
(গ) অ্যারিস্টটল
(ঘ) ক্যারোলাস লিনিয়াস
৩। গ্রেগর জোহান মেন্ডেল কত সালে জেনেটিক্সের সূত্রগুলো আবিষ্কার করেন?
(ক) ১৭৩৬ সালে (খ) ১৮৩৬ সালে
(গ) ১৭৬৩ সালে (ঘ) ১৮৬৩ সালে
৪। সুমনদের নার্সারিতে অল্প সময়ে স্বল্প পরিশ্রমে অধিক চারা উৎপাদন হয়েছে একটি প্রক্রিয়া অবলম্বন করে। প্রক্রিয়াটি হলো-
(ক) জিন প্রকৌশল
(খ) টিস্যু কালচার
(গ) সার প্রয়োগ
(ঘ) আগাছা নির্মূল
৫। টিস্যু কালচার পদ্ধতিতে ব্যবহৃত হয়-
i. মূলাংশ ii. পরাগরেণু
iii. পার্শ্বমুকুল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
৬। টিস্যু কালচারের ধাপ কয়টি?
(ক) ৩টি (খ) ৪টি
(গ) ৫টি (ঘ) ৬টি
৭। সুক্রোজ যোগ করলে আবাদ মাধ্যমে কী ঘটে?
(ক) জীবাণুমুক্ত হয় (খ) জমাট বাঁধে
(গ) পুষ্টিকর হয় (ঘ) তরলে পরিণত হয়
৮। কোন দেশ Oil palm-এর বংশবৃদ্ধি টিস্যু কালচার পদ্ধতিতে করে?
(ক) থাইল্যান্ড (খ) সিঙ্গাপুর
(গ) মালয়েশিয়া (ঘ) ভারত
আরো পড়ুন : জীবের পরিবেশ অধ্যায়ের ২০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এসএসসি জীববিজ্ঞান
৯। টিস্যু কালচারের মাধ্যমে চন্দ্রমল্লিকার একটি অঙ্গজ টুকরা থেকে বছরে কতটি চারা পাওয়া সম্ভব?
(ক) ৮৮টি
(খ) ৮৮ হাজার
(গ) ৮৮ লাখ
(ঘ) ৮৮ কোটি
১০। গ্লাডিওলাস কী?
(ক) ফুল উৎপাদনকারী বৃক্ষ
(খ) মরুভূমির উদ্ভিদ
(গ) অধিক উৎপাদনশীল ফলের চারা
(ঘ) রোগমুক্ত উদ্ভিদের চারা
১১। উড়োজাহাজ চালাতে তিমি মাছের তেলের বিকল্প হিসেবে কোন গাছের তেল ব্যবহার করা হয়? অথবা, উড়োজাহাজ চালানোর জন্য কোন গাছের তেল ব্যবহার করা যায়?
(ক) জোজোক (খ) গ্লাডিওলাস
(গ) কার্নেশান (ঘ) অর্কিড
১২। টিস্যু কালচারের জন্য প্রযোজ্য-
i. এটি উদ্ভিদবিজ্ঞানের অংশ
ii. Explants ব্যবহার করা হয়
iii. পাম তেল উৎপাদন করার জন্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৩। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কোনটির পরিবর্তন ঘটে?
(ক) GMO (খ) RNA
(গ) DNA (ঘ) GPT
১৪। DNA-কে কাটার জন্য বিশেষ ধরনের এনজাইম কোনটি?
(ক) লাইগেজ (খ) রেস্ট্রিকশন
(গ) রিকম্বিনেন্ট (ঘ) ট্রান্সজেনিক
১৫। চিত্রে ‘X’-এর সংযুক্তি কোন এনজাইমের মাধ্যমে হয়?

(ক) লাইপেজ
(খ) অ্যামাইলেজ
(গ) লাইগেজ
(ঘ) মলটেজ
১৬। রিকম্বিনেন্ট DNA প্রতিস্থাপন করা হয় কোনটিতে?
(ক) জোজোবা উদ্ভিদ থেকে তেল নিষ্কাশনে
(খ) বিটি ধান উদ্ভাবনে
(গ) চন্দ্রমল্লিকার চারা উৎপাদনে
(ঘ) জুঁই সাম্পেনশন থেকে সুগন্ধি আতর প্রস্তুতে
উত্তর: ১. ক, ২. ক, ৩. ঘ, ৪. খ, ৫. ঘ, ৬. গ, ৭. গ, ৮. গ, ৯. ঘ, ১০. ক, ১১. ক, ১২. ঘ, ১৩. গ, ১৪. খ, ১৫. গ, ১৬. খ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর