
দ্বিতীয় অধ্যায় : জীবকোষ ও টিস্যু
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের চিত্রের আলোকে ১১-১৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১১। ওপরের চিত্রের M-এর ‘A’ চিহ্নিত অংশটি হলো-
(ক) নিউক্লিওলাস
(খ) ক্রোমোজোম
(গ) নিউক্লিয়ার রন্ধ্র
(ঘ) নিউক্লিয়ার মেমব্রেন
১২। ওপরের চিত্রের N-এর ‘B’ চিহ্নিত অংশটি-
i. DNA ও প্রোটিন দিয়ে তৈরি
ii. এটি রাইবোজোম সংশ্লেষণ করে
iii. ক্রোমোজোমের রং অন্য অংশের সঙ্গে লেগে থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৩। কোন অংশটি চিত্র N-কে সাইটোপ্লাজম থেকে পৃথক রাখে?
(ক) A (খ) B
(গ) C (ঘ) D
১৪। ওপরের চিত্রের N-এর B থেকে সৃষ্ট উপাদান-
i. জিন ধারণ করে
ii. বংশগতির বৈশিষ্ট্য বহন করে
iii. মানব শিশুর লিঙ্গ নির্ধারণ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ১৫-১৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১৫। P অংশে প্রাপ্ত টিস্যুর প্রধান কাজ হলো-
(ক) খাদ্য পরিবহন (খ) খাদ্য সঞ্চয়
(গ) দৃঢ়তা প্রদান (ঘ) দেহ গঠন
১৬। P তে প্রাপ্ত টিস্যু ও Q টিস্যুর ক্ষেত্রে প্রয়োজন-
i. প্যারেনকাইমা জাতীয় কোষ
ii. আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে
iii. পেকটিন জমা হয়ে কোষপ্রাচীর পুরু হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
আরো পড়ুন : জীবকোষ ও টিস্যু অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
১৭। Z অংশে উপস্থিত টিস্যু কোন উদ্ভিদ কাণ্ডের দৃঢ়তা দেয়?
(ক) ভুট্টা (খ) কুমড়া
(গ) আখ (ঘ) সুপারি
১৮। Z অংশে বিদ্যমান টিস্যুর বৈশিষ্ট্য হলো-
i. কোষপ্রাচীর অসমভাবে পুরু
ii. আন্তঃকোষীয় ফাঁক অনুপস্থিত
iii. কোষপ্রাচীর সেলুলোজ ও পেপটিন নির্মিত-
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৯। গম গাছে নিচের কোনটি অনুপস্থিত থাকে?
(ক) ফ্লোয়েম প্যারেনকাইমা (খ) ফ্লোয়েম ফাইবার
(গ) জাইলেম ফাইবার (ঘ) জাইলেম প্যারোকাইমা
২০। Hydra-এর এন্ডোডার্মে অবস্থিত আবরণী টিস্যু-
i. সিলিয়াযুক্ত
ii. ফ্লাজেলাযুক্ত
iii. ক্ষণপদযুক্ত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) iii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ১১. ঘ, ১২. ঘ, ১৩. ঘ, ১৪. ঘ, ১৫. গ, ১৬. ঘ, ১৭. খ, ১৮. খ, ১৯. ক, ২০. গ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর