প্রথম অধ্যায়: সূচনা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৬. ‘দুটি পক্ষ ছাড়া লেনদেন হয় না।’ লেনদেনের এ বৈশিষ্ট্যকে কী বলে?
ক. দাতাগ্রহীতা খ. স্বয়ংসম্পূর্ণতা
গ. পরিপূর্ণতা ঘ. দ্বৈতসত্তা
৫৭. কোনটি অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ?
ক. সম্পদ ক্রয় খ. দায় পরিশোধ
গ. সেবা দেওয়া ঘ. মনিহারি দ্রব্য ব্যবহার
৫৮. লেনদেনসংক্রান্ত ঘটনা-
ক. সবসময়ই দৃশ্যমান
খ. দৃশ্যমান নাও হতে পারে
গ. কখনোই দৃশ্যমান নয়
ঘ. দৃশ্যমান ও অদৃশ্যমান উভয়ই হতে পারে
৫৯. দৃশ্যমান ও অদৃশ্যমান উভয়ই হতে পারে-
ক. হিসাবের ক্ষেত্রে খ. লেনদেনের ক্ষেত্রে
গ. মোট ক্ষতির ক্ষেত্রে ঘ. নিট লাভের ক্ষেত্রে
৬০. যেসব ঘটনা আগে ঘটে গেছে সেগুলোকে কী বলে?
ক. অদৃশ্যমান ঘটনা খ. ঐতিহাসিক ঘটনা
গ. দৃশ্যমান ঘটনা ঘ. সম্ভাব্য ঘটনা
৬১. নিচের কোনটি অদৃশ্যমান লেনদেন?
ক. কমিশন খ. বাট্টা
গ. অবচয় ঘ. ধারে বিক্রয়
৬২. নিচের কোনটি ঐতিহাসিক ঘটনা?
ক. অনাদায়ী পাওনা
খ. অনাদায়ী পাওনা সঞ্চিতি
গ. আগুনে পণ্য বিনষ্ট
ঘ. ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকের মৃত্যু
৬৩. কোন লেনদেনটি ভবিষ্যৎ সম্ভাব্য ঘটনা?
ক. আসবাবপত্রের অবচয়
খ. ইজারা সম্পত্তি
গ. দেনাদারের বাট্টা সঞ্চিতি
ঘ. বিক্রয়যোগ্য পণ্যের মুনাফা
৬৪. ব্যবসায়ের মোট সম্পদ থেকে বহির্দায় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে কী বলে?
ক. চলতি মূলধন খ. মালিকানাস্বত্ব
গ. নিট মুনাফা ঘ. স্থায়ী সম্পদ
৬৫. অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন ধরনের ঘটনা?
ক. স্বতন্ত্র ঘটনা খ. অনার্থিক ঘটনা
গ. ভবিষ্যৎ ঘটনা ঘ. প্রামাণ্য ঘটনা
আরো পড়ুন : সূচনা অধ্যায়ের ১৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬৬. কোনটি লেনদেনের আবশ্যকীয় বৈশিষ্ট্য নয়?
ক. অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য
খ. দুটি পক্ষ
গ. আর্থিক অবস্থার পরিবর্তন
ঘ. দৃশ্যমানতা
৬৭. চালান কী?
ক. একটি কাজ
খ. এক প্রকার ভাউচার
গ. ক্রয় ও বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল
ঘ. কোনোটিই নয়
৬৮. মূল্য পরিশোধের শর্ত কোন দলিলে উল্লেখ থাকে?
ক. চালান খ. ভাউচার
গ. ক্যাশ মেমো ঘ. ডেবিট নোট
৬৯. সম্পত্তি দীর্ঘদিন ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস হয় তাকে কী বলে?
ক. ব্যয় খ. ক্ষতি
গ. অবচয় ঘ. মূল্য হ্রাস
৭০. ব্যক্তিবাচক হিসাবের ক্রেডিট ব্যালেন্স দ্বারা কী বোঝায়?
ক. পাওনাদার খ. উত্তোলন হিসাব
গ. দেনাদার হিসাব ঘ. মুনাফা
৭১. লেনদেন সম্পর্কে নিচের কোনটি সঠিক?
ক. সম্ভাব্য ঘটনা খ. ঐতিহাসিক ঘটনা
গ. নির্ভরশীল ঘটনা ঘ. শর্তসাপেক্ষ ঘটনা
৭২. সব লেনদেন ঘটনা কিন্তু সব ঘটনা লেনদেন নয়- উক্তিটি কার বৈশিষ্ট্য প্রকাশ করে?
ক. জাবেদার খ. খতিয়ানের
গ. লেনদেনের ঘ. ঘটনার
৭৩. ভাউচার কত প্রকার?
ক. ৫ প্রকার খ. ৪ প্রকার
গ. ৩ প্রকার ঘ. ২ প্রকার
উত্তর: ৫৬. গ, ৫৭. ঘ, ৫৮. ঘ, ৫৯. খ, ৬০. খ, ৬১. গ, ৬২. খ, ৬৩. গ, ৬৪. খ, ৬৫. গ, ৬৬. ঘ, ৬৭. গ, ৬৮. ক, ৬৯. গ, ৭০. ক, ৭১. খ, ৭২. গ, ৭৩. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর