
দ্বিতীয় অধ্যায় : ব্যবসায় পরিবেশ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৪৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
ঢাকায় বস্তিবাসীর সংখ্যা দিন দিন বাড়ছে। সুযোগ-সুবিধাহীন অবস্থায় অনেক মানুষ গাদাগাদি করে বাস করায় নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ঢাকায় নানা সমস্যা দেখা দেবে।
৪৪। বস্তিবাসীর সংখ্যা বাড়ায় ঢাকায় যেসব সমস্যা হতে পারে তা হলো-
i. এলাকাগুলোতে স্বাস্থ্য বিপর্যয় ঘটতে পারে
ii. আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে
iii. পরিকল্পিত নগরায়ণ বাধাগ্রস্ত হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ ও ৪৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মি. গোপাল বিবিএ পাস করে চাকরির পেছনে না ছুটে বাবার প্রতিষ্ঠিত নামকরা ‘আশীর্বাদ মিষ্টান্ন ভাণ্ডার, পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। দ্রুতই তিনি ব্যবসায়ে সফলতা পান। তবে প্রতিযোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ইদানীং তাকে সমস্যা মোকাবিলা করতে হচ্ছে।
৪৫। মি. গোপাল ব্যবসায়ের কোন প্রত্যক্ষ উপাদান বিবেচনায় ব্যবসায়ে নেমেছিলেন?
ক. সামাজিক
খ. অভ্যন্তরীণ
গ. বাহ্যিক
ঘ. অর্থনৈতিক
৪৬। উদ্দীপকের আলোকে মি. গোপালের করণীয় হতে পারে-
i. পণ্যমানের উন্নয়ন সাধন করা
ii. ব্যবসায় থেকে পুঁজি প্রত্যাহার করা
iii. বাজারজাতকরণ প্রসার কার্যক্রম গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
আরো পড়ুন : ব্যবসায় পরিবেশ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব
নিচের উদ্দীপকটি পড়ে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মোনা কলেজে পড়ে। সে কলেজে যাওয়ার সময় প্রায়ই কিছু বেকার ছেলেকে রাস্তায় আড্ডা দিতে দেখে। কলেজে ছাত্র সংগঠনগুলোর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া দেখে সে বিরক্ত। সে ভাবে এভাবে চললে এক সময় লেখাপড়ার পরিবেশ বলে কিছুই থাকবে না।
৪৭। মোনা যে পরিবেশ দেখে আতঙ্কিত তা কোন ধরনের পরিবেশের অন্তর্গত?
ক. সামাজিক পরিবেশ
খ. প্রাকৃতিক পরিবেশ
গ. আইনগত পরিবেশ
ঘ. অর্থনৈতিক পরিবেশ
৪৮। এ ধরনের পরিবেশের উন্নয়নে প্রয়োজন-
i. আইনশৃঙ্খলা বাহিনীর দৃঢ় ভূমিকা
ii. বেকারদের ধরে জেলখানায় পাঠানো
iii. সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সুমন গ্রামের ছেলে। ডিগ্রি পাস করে চাকরি না পেয়ে সে বাবার সামান্য জমি চাষাবাদ করার সিদ্ধান্ত নিল। সবজি চাষ করে সে এখন আদর্শ চাষি। তবে মাঝেমধ্যে সবজির দাম খুবই কমে যাওয়ায় সে দুশ্চিন্তায় থাকে।
৪৯। সুমনের সবজি চাষের সফলতায় কোন পরিবেশের প্রভাব বেশি কাজ করেছে?
ক. প্রাকৃতিক পরিবেশ খ. অর্থনৈতিক পরিবেশ
গ. সামাজিক পরিবেশ ঘ. অপ্রাকৃতিক পরিবেশ
উত্তর: ৪৪. ঘ, ৪৫. খ, ৪৬. খ, ৪৭. খ, ৪৮. খ, ৪৯. ক।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর