মডেল টেস্ট-২-এর বাকি অংশ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৭। ‘প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে’-এ কথা কে বলতেন?
(ক) মা (খ) ভাই
(গ) পূর্বপুরুষ (ঘ) বড় বোন
১৮। আবু জাফর ওবায়দুল্লাহর কবিতায় কোনটি প্রাধান্য পেয়েছে?
(ক) বাংলাদেশের প্রকৃতি
(খ) রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ
(গ) মৃত্যু চেতনা
(ঘ) বিদ্রোহী চেতনা
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
‘জন্মিলে মরিতে হবে
অমর কে কোথা কবে?
চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে।’
১৯। ওপরের উদ্দীপকটি তোমার পঠিত কোন কবিতার বিষয়বস্তুকে নির্দেশ করে?
(ক) ফেব্রুয়ারি ১৯৬৯ (খ) বিদ্রোহী
(গ) প্রতিদান (ঘ) সোনার তরী
২০। ওপরের উদ্দীপকের বক্তব্যের সঙ্গে নির্দেশিত কবিতার অন্তর্গত মিল-
i. বিষয়বস্তুতে
ii. মৃত্যুর অনিবার্যতায়
iii. বিচিত্র ভাবনায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২১। ‘চির উন্নত মম শির’-এ চরণে কবির যে মনোভাব প্রকাশ পেয়েছে তা হলো-
i. আত্মজাগরণ
ii. আত্মমর্যাদার অহংকার
iii. আদর্শবোধে অটল স্থিতি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২২। কাজী নজরুল ইসলাম কত সালে ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত হন?
(ক) ১৯৪০ সালে
(খ) ১৯৫০ সালে
(গ) ১৯৬০ সালে
(ঘ) ১৯৭০ সালে
২৩। ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন ছন্দে রচিত?
(ক) স্বরবৃত্ত (খ) মাত্রাবৃত্ত
(গ) অক্ষরবৃত্ত (ঘ) গদ্যছন্দ
২৪। ‘আঠারো বছর বয়স’ কীসে বাঁচে?
(ক) দুর্যোগে আর ঝড়ে
(খ) শান্তি ও অশান্তিতে
(গ) হাসি ও কান্নায়
(ঘ) সংগ্রাম ও শান্তিতে
আরো পড়ুন : এইচএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রের মডেল টেস্ট-২-এর ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
২৫। ‘ভিক্টরি অর ডেথ’ সংলাপটি কে বলেছিল?
(ক) হলওয়েল
(খ) ক্যাপ্টেন ক্লেটন
(গ) ওয়াটস
(ঘ) রজার ড্রেক
২৬। ‘এমন শুভ দিনটি থমথমে করে দিয়ে গেল।’ জগৎশেঠ কার উদ্দেশে এই উক্তি করে?
(ক) মানিকচাঁদের
(খ) মিরনের
(গ) উমিচাঁদের
(ঘ) মোহনলালের
২৭। ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য সংঘটনের কাল কোনটি?
(ক) ১৯৫৬ সালের ১৯ জুন
(খ) ১৯৫৭ সালের ১ জানুয়ারি
(গ) ১৯৫৭ সালের ২ মার্চ
(ঘ) ১৯৫৬ সালের ৩ জুলাই
২৮। ‘মরা মানুষ জিন্দা হয় ক্যামনে’ উক্তিটি কার?
(ক) খালেক ব্যাপারীর
(খ) হাসুনির মার
(গ) মজিদের
(ঘ) আক্কাসের
২৯। সৈয়দ ওয়ালীউল্লাহর ‘লালসালু’ উপন্যাস কত সালে প্রকাশিত হয়?
(ক) ১৯৪৫ সালে (খ) ১৯৪৬ সালে
(গ) ১৯৪৭ সালে (ঘ) ১৯৪৮ সালে
৩০। ‘লালসালু’ উপন্যাসের অধিকাংশ চরিত্রগুলো কোন ধরনের-
i. কুসংস্কারাচ্ছন্ন
ii. শোষিত ও বঞ্চিত
iii. দরিদ্র গ্রামবাসী
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ১৭. ক, ১৮. খ, ১৯. ঘ, ২০. ক, ২১. ঘ, ২২. গ, ২৩. খ, ২৪. ক, ২৫. খ, ২৬. গ, ২৭. ঘ, ২৮. গ, ২৯. ঘ, ৩০. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর