
কবিতা : বঙ্গভূমির প্রতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার কবি কে?
(ক) মাইকেল মধুসূদন দত্ত
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) কাজী নজরুল ইসলাম
(ঘ) জসীমউদ্দীন
২। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন-
(ক) ১৮২৩ খ্রিষ্টাব্দে (খ) ১৮২৪ খ্রিষ্টাব্দে
(গ) ১৮২৫ খ্রিষ্টাব্দে (ঘ) ১৮২৬ খ্রিষ্টাব্দে
৩। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কোন জেলায়?
(ক) সাতক্ষীরা জেলায় (খ) যশোর জেলায়
(গ) খুলনা জেলায় (ঘ) বরিশাল জেলায়
৪। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কোন গ্রামে?
(ক) আগরদাঁড়ি গ্রামে (খ) মণিরামপুর গ্রামে
(গ) সাগরদাঁড়ি গ্রামে (ঘ) শার্শা গ্রামে
৫। বাংলা ভাষার প্রথম সনেট লেখেন কোন কবি?
(ক) মানিক বন্দ্যোপাধ্যায় (খ) প্রেমেন্দ্র মিত্র
(গ) মাইকেল মধুসূদন দত্ত (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
৬। বাংলায় প্রথম পত্র কাব্য লেখেন-
(ক) জসীমউদ্দীন (খ) মধুসূদন দত্ত
(গ) মোহিতলাল মজুমদার (ঘ) বুদ্ধদেব বসু
৭। হিন্দুধর্ম ত্যাগ করে কবি কোন ধর্ম গ্রহণ করেন?
(ক) মুসলিম (খ) বৌদ্ধ
(গ) খ্রিষ্ট (ঘ) জৈন
আরো পড়ুন : লেখাপড়া মানবধর্ম কবিতার ১২টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৫ম পর্ব
৮। মাইকেল মধুসূদন দত্তের বাবার নাম কী?
(ক) মহামতি মুনশী রাজ নারায়ণ দত্ত
(খ) মহামান্য রাজ নারায়ণ
(গ) মুনশী পরাণ বন্দ্যোপাধ্যায়
(ঘ) কোনোটি নয়
৯। মাইকেল মধুসূদন দত্তের মায়ের নাম কী?
(ক) মনোলিনী দেবী (খ) জাহ্নবী দেবী
(গ) কুসুম কুমারী দেবী (ঘ) মনোন চন্দ্রী দেবী
১০। মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি?
(ক) শর্মিষ্ঠা (খ) পদ্মাবতী
(গ) কৃষ্ণকুমারী (ঘ) সবগুলো
১১। প্রহসন কোনটি?
(ক) একেই কি বলে সভ্যতা (খ) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
(গ) মায়াকানন (ঘ) ক ও খ উভয়ই
১২। মাইকেল মধুসূদন দত্তের ইংরেজি নাটক ও নাট্যানুবাদ কোনটি?
(ক) রিজিয়া (খ) রত্নাবলি
(গ) শর্মিষ্ঠা (ঘ) সবগুলো
১৩। কখন থেকে মাইকেল মধুসূদন দত্তের মনে কবি হওয়ার তীব্র বাসনা জাগ্রত হয়?
(ক) শৈশব থেকে (খ) কৈশোর থেকে
(গ) যৌবন থেকে (ঘ) বার্ধক্য থেকে
১৪। মাইকেল মধুসূদন দত্ত বাংলা, ইংরেজি, হিব্রু, ফরাসি, জার্মান, ইতালিয়ান ও তামিল ছাড়া আর কোন ভাষায় পারদর্শী ছিলেন?
(ক) তেলেগু (ঘ) মারাঠি
(গ) সংস্কৃত (ঘ) আসামি
১৫। মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্য কোনটি?
(ক) পদ্মাবতী (খ) কৃষ্ণকুমারী
(গ) বীরাঙ্গনা (ঘ) মেঘনাদবধ কাব্য
উত্তর: ১. ক, ২. খ, ৩. খ, ৪. গ, ৫. গ, ৬. খ, ৭. গ, ৮. ক, ৯. খ, ১০. ঘ, ১১. ঘ, ১২. ঘ, ১৩. ক, ১৪. ক, ১৫. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর