ঢাকা ২৫ আষাঢ় ১৪৩২, বুধবার, ০৯ জুলাই ২০২৫
English

‘আপনাকে আমরা বসিয়েছি, নিজের যোগ্যতায় আসেননি’ চবি ভিসিকে শিক্ষার্থীরা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৯:৩৭ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৯:৩৮ পিএম
‘আপনাকে আমরা বসিয়েছি, নিজের যোগ্যতায় আসেননি’ চবি ভিসিকে শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

‘আপনি নিজ যোগ্যতায় বসেননি, আপনাকে আমরা বসিয়েছি। তাই আপনি আমাদের কথা শুনতে বাধ্য।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতারের কক্ষে তার আসন ঘিরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী তার সঙ্গে বাকতিণ্ডার এক পর্যায়ে এই কথাগুলো বলেন।

শনিবার (৫ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চার মিনিটের একটি ভিডিওতে এই কথপোকথন শোনা যায়।

উপাচার্যকে উদ্দেশ্য করে এই কথা যারা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা শাখাওয়াত হোসেন ও শাখা ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা ও ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তাহসান হাবীব।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা উপাচার্যকে তাদের কথা মানতে বাধ্য বলে শাসালেও উপাচার্য না বলেন। উপাচার্যের মুখে না শুনলে উপস্থিত নেতা-কর্মীরা হট্টগোল শুরু করেন। এক পর্যায়ে ছাত্ররা উপাচার্যকে বলেন, ‘আমাদের রক্তের সঙ্গে, আমাদের বিপ্লবের সঙ্গে বেইমানি করে আপনি কেন ফ্যাসিবাদের দোসরদের প্রমোশন দিচ্ছেন।’

এসব নিয়ে উপাচার্যের সঙ্গে নেতা-কর্মীদের যখন তর্কাতর্কি চলছিল, তখন কয়েকজন নেতাকে আঙুল উঁচিয়ে চেঁচামেচি করতেও দেখা গেছে। একপর্যায়ে উপাচার্য উপস্থিত সাংবাদিকদের মুঠোফোনের ক্যামেরা বন্ধ করতে বলেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতির সাক্ষাৎকার ছিল শুক্রবার (৪ জুলাই)। তার সাক্ষাৎকার বাতিল ও কুশল বরণকে চাকরিচ্যুত করার দাবিতে দুপুরের পর থেকেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদকেও ওই অবস্থান কর্মসূচিতে দেখা গেছে। সেখান থেকেই সাড়ে তিনটার দিকে উপাচার্য কার্যালয়ে যান তারা। উপাচার্যের কার্যালয়ে কয়েকটি ছাত্রসংগঠনের হট্টগোল করেন দেখা গেছে। ওই সময় ভিডিওটি কেউ ধারণ করে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন।

এদিকে, শিক্ষার্থীদের তোপের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্ত্তীর পদোন্নতি বোর্ড প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই শিক্ষককে নিয়ে পদোন্নতি বোর্ড বসার ক্ষোভে প্রশাসনিক ভবনে তালা দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে তালা খুলে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এর আগে শুক্রবার (৪ জুলাই) বিকেল তিনটার দিকে ড. কুশল বরণ চক্রবর্ত্তীর পদোন্নতি বোর্ড বসে। এতে ক্ষুদ্ধ হয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনেই তাৎক্ষণিক বিক্ষোভ শুরু করেন। এতে অংশ নেয় ছাত্রশিবির, বাগছাস, ইসলামী ছাত্র আন্দোলনসহ বেশ কিছু সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাদেরকে ‘বাহ! ভিসি চমৎকার, স্বৈরাচারের পাহারাদার; একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এদিকে শিক্ষার্থীদের সঙ্গে উচ্চবাচ্যের সময় উপস্থিত ছিলেন উপাচার্য ও দুই উপ-উপাচার্য। এক পর্যায়ে প্রশাসন ওই শিক্ষককে পাশের রুমে পাঠিয়ে দেওয়অ হয়। পরবর্তীতে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে বিক্ষুব্ধ নেতাকর্মী ও শিক্ষার্থীদের একাংশ। আলোচনায় শিক্ষার্থী ও সংগঠনগুলোর নেতাকর্মীরা ওই শিক্ষকের বোর্ড বাতিল ও দৃষ্টাতমূলক শাস্তিসহ চারদফা দাবি জানায়। টানা এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে প্রশাসনিক ভবনের তালা খুলে দেয় বিক্ষুব্ধরা।

শিক্ষার্থী তাহসান হাবীব বলেন, ‘যারা লীগের দোসর ও ভারতীয় আধিপাত্যবাদকে টিকিয়ে রাখার জন্য এদেশে বারবার আগ্রাসন চালিয়েছে তাদেরকে কোনোভাবে আমরা ক্যাম্পাসে দেখতে চাইনা।’

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সংগঠক আশিকুর রহমান বলেন, আমরা জানতে পারি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে প্রশাসন একজন হত্যা মামলার আসামির পদোন্নতি বোর্ড বসিয়েছে। যা কোনোভাবেই জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে হতে পারেনা।

ছাত্রশিবির চবি শাখার অফিস সম্পাদক হাবিবউল্লাহ খালেদ বলেন, ‘আজকের আন্দোলন নিয়ে প্রশাসনের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পরে চারটি সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথমত, কুশল বরণের প্রমোশান বোর্ড প্রত্যাহার করা হয়েছে। দুই, ফ্যাসিবাদের দোসর শিক্ষকদেরকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। তিন, ফ্যাসিবাদের দোসর শিক্ষকদের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হবে এবং আগামী ২৪ জুলাই সিন্ডিকেট এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সর্বশেষ, আগামী ৩৬ জুলাই এর মধ্যে ফ্যাসিবাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করা হবে।’

হত্যাচেষ্টায় অভিযুক্ত শিক্ষক কুশল বরণ চক্রবর্তী বলেন, ‘জুলাই মাসে আমি শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে ফ্যাসিবাদের পক্ষে কোনো কিছু করেছি- এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না। এসব ভিত্তিহীন অভিযোগ।’

আলিফ হত্যা মামলার প্রসঙ্গে কুশল চক্রবর্তী বলেন, ‘আমার বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, তা মিথ্যা। ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম। আমি যদি সত্যিই ওই মামলার আসামি হতাম, তাহলে পুলিশ নিশ্চয়ই মামলা গ্রহণ করত। কিন্তু পুলিশ তা করেনি-কারণ এটি একটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আজ সংস্কৃত বিভাগের কুশল বরণ চক্রবর্ত্তীর পদন্নোতি বোর্ড বসার কথা ছিল। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তার বোর্ড প্রত্যাহার করা হয়েছে। গণমাধ্যমে ওই শিক্ষকের বিষয়ে কিছু সংবেদনশীল সংবাদ দেখতে পেয়েছি। পাশাপাশি শিক্ষার্থীদের আন্দোলন ও সার্বিক বিষয় বিবেচনায় তার এই বোর্ড প্রত্যাহার করা হয়।’

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো ব্যক্তিকে কোর্টের মতো বিচার করতে পারে না। আমরা কারও জেল জরিমানাও করতে পারি না। এটা আমাদের এখতিয়ারভুক্ত নয়।’

উল্লেখ্য, গত বছর ২৬ নভেম্বর হেফাজতে ইসলামের কর্মী এনামুল হক চৌধুরী চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের হামলার শিকার হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে চিন্ময় কৃষ্ণকে প্রধান আসামি করে ১৬৪ জনের নামে মামলার আবেদন করেন। এই মামলার ২০তম আসামি কুশল বরণ চক্রবর্ত্তী।

সুমন/

বিমানবাহিনীর এয়ার মার্শাল সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১০:১৩ পিএম
বিমানবাহিনীর এয়ার মার্শাল সম্মেলন অনুষ্ঠিত
ছবি: আইএসপিআর

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার মার্শাল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা সেনানিবাসস্থ বিমানবাহিনীর সদর দপ্তরে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ওই সম্মেলনে বিমানবাহিনীর প্রধান উপস্থিত এয়ার ভাইস মার্শাল পদবির কর্মকর্তাদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমানবাহিনীর অবদানের কথা উল্লেখ করেন। এ সময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ বিমানবাহিনীর সব সদস্যের প্রতি আহ্বান জানান।

সাবেক সচিব, বিচারক ও সরকারি কর্মকর্তাদের ১২ ফ্ল্যাটের বরাদ্দ বাতিল

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৮:৪৩ পিএম
সাবেক সচিব, বিচারক ও সরকারি কর্মকর্তাদের ১২ ফ্ল্যাটের বরাদ্দ বাতিল
খবরের কাগজ গ্রাফিকস

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অর্থায়নে বাস্তবায়নাধীন ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরের বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে আবাসিক ফ্ল্যাট নির্মাণ (গৃহায়ন ধানমন্ডি) (১ম পর্যায়) প্রকল্পের আওতায় সাবেক সচিব, অবসরপ্রাপ্ত বিচারক এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্য ১২টি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করে আদেশ জারি করেছে সরকার।

মঙ্গলবার (৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। 

আদেশে বলা হয়েছে, ‘ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরের বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে আবাসিক ফ্ল্যাট নির্মাণ (গৃহায়ন ধানমন্ডি) (১ম পর্যায়) প্রকল্পের আওতায় ধানমন্ডি আবাসিক এলাকার সড়ক নং-১৩ (নতুন-৬/এ)-এর বাড়ি নং-৭১১ (নতুন-৬৩)-তে নির্মাণাধীন ভবনে বরাদ্দ করা এসব ফ্লাটের বরাদ্দ বাতিল করা হয়েছে।’

সাবেক অবসরপ্রাপ্ত বিচারক ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. জহুরুল হক (ফ্ল্যাটের আয়তন ৪১০৫.০৫ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান (ফ্ল্যাটের আয়তন ২৩১৫.৮৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান (ফ্ল্যাটের আয়তন ৪৩০৮.৬৮ বর্গফুট), সাবেক সচিব এম এ কাদের সরকার (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সচিব আকতারী মমতাজ (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সচিব মো. সিরাজুল হক খান (ফ্ল্যাটের আয়তন ২৩১৫.৮৩ বর্গফুট), সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ (ফ্ল্যাটের আয়তন ২৩১৫.৮৩ বর্গফুট), সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সাবেক সিনিয়র জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ও সাবেক নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান (ফ্ল্যাটের আয়তন ২৩১৫.৮৩ বর্গফুট) এবং সাবেক সিনিয়র সচিব এস. এম. গোলাম ফারুকের (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট) নামে এসব ফ্ল্যাট বরাদ্দ দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার।  

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের গঠিত কমিটির প্রতিবেদন এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ২৭৪তম বোর্ড সভায় নেওয়া সিদ্ধান্তের আলোকে এসব ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে।

বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৮:২২ পিএম
বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৫ উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় চারা রোপণের মাধ্যমে তিনি ঢাকাসহ দেশের সব সেনানিবাস, ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযানে সব সেনানিবাসের প্রশিক্ষণ ও ফায়ারিং রেঞ্জ এলাকা, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচি একযোগে বাস্তবায়ন করা হবে, যা আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সবাইকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে সেনাসদর ও লজিস্টিকস এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং জেসিওসহ অন্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

আলমগীর/সালমান/

বিমান পেল ৫ পদক, আন্তর্জাতিক স্বীকৃতিতে উজ্জ্বল বাংলাদেশ

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৮:০৪ পিএম
বিমান পেল ৫ পদক, আন্তর্জাতিক স্বীকৃতিতে উজ্জ্বল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

দেশের পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক পর্যায়ে এক অনন্য সাফল্য অর্জন করেছে। ‘এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৪’-এ বিমান বাংলাদেশ এয়ারলাইনস মোট পাঁচটি পদক অর্জন করেছে। এর মধ্যে রয়েছে তিনটি স্বর্ণ, একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক। 

শেয়ারট্রিপ ও মনিটরের যৌথ আয়োজন ‘এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৪’-এ এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পায় প্রতিষ্ঠানটি।

বিমান যেসব ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে সেগুলো হলো, দীর্ঘ দূরত্বের আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনায় শ্রেষ্ঠত্ব, ইকোনমি ক্লাসে ইনফ্লাইট খাবারের মানে সেরা এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এয়ারলাইনস ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি। এই অর্জন প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা, যাত্রী সন্তুষ্টি এবং ব্র্যান্ড গ্রহণযোগ্যতার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ ছাড়াও ‘বেস্ট ইমপ্রুভড এয়ারলাইনস’ ক্যাটাগরিতে রৌপ্য পদক এবং অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় ব্রোঞ্জ পদক অর্জন করে বিমান। এসব স্বীকৃতি বিমানের সামগ্রিক সেবার মানোন্নয়নের প্রতি প্রতিষ্ঠানটির দৃঢ় অঙ্গীকার এবং ক্রমাগত অগ্রগতিকে স্পষ্টভাবে তুলে ধরে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অর্জন শুধু প্রতিষ্ঠানটির মর্যাদা বৃদ্ধি করবে না, বরং বাংলাদেশের অ্যাভিয়েশন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুদৃঢ় অবস্থানে নিয়ে যাবে। বিমান কর্তৃপক্ষ আশা করছে, এই সাফল্য ভবিষ্যতে আরও উন্নত যাত্রীসেবা নিশ্চিত করতে ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪২৫

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৭:৫৬ পিএম
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪২৫
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৫ জন।

মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১২০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৫ জন, খুলনা বিভাগে ১৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, সিলেট বিভাগে একজন রয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৭৭ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৩ হাজার ১৮৮ জন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৭ শতাংশ নারী। চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১১ হাজার ৭৮৬ জন। একই সময়ে মারা গেছেন ৫১ জন।

২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

সালমান/