ঢাকা ২১ জ্যৈষ্ঠ ১৪৩২, বুধবার, ০৪ জুন ২০২৫
English

খাগড়াছড়ির ব্যাংকগুলোতে নিরাপত্তা জোরদার

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ০৮:২০ পিএম
খাগড়াছড়ির ব্যাংকগুলোতে নিরাপত্তা জোরদার
বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির পর খাগড়াছড়ির সব ব্যাংকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি : সংগৃহীত

বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির পর খাগড়াছড়ির সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে জেলার বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

খাগড়াছড়ি জেলা সদর ও উপজেলা সদরের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা জানান, ‘নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই। তবে ব্যাংক ডাকাতির পর থেকে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। এ ছাড়া নিরাপত্তাও বাড়ানো হয়েছে।’

খাগড়াছড়ি জেলা সদরের সোনালী ব্যাংকের এজিএম সমর কান্তি ত্রিপুরা বলেন, ‘ঘটনার পর ব্যাংকে ভার্চুয়ালি সভা হয়েছে। সেখানে নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি আমাদের ব্যাংকের নিজস্ব নিরাপত্তাব্যবস্থাও রয়েছে।’

বাংলাদেশ কৃষি ব্যাংক খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক দেবাশীষ ত্রিপুরা বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকাল ৭টায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তবে যেহেতু জেলা শহরে আছি তাই নিরাপত্তা নিয়ে তেমন শঙ্কা করছি না, তবে সতর্কতা অবলম্বন করছি। নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে। আজ থেকে দুজন গানম্যান দায়িত্ব পালন করবেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

ডাচ্-বাংলা ব্যাংক খাগড়াছড়ি জেলা শাখার ব্যবস্থাপক মো. নুরুউদ্দিন চৌধুরী বলেন, ‘সকাল থেকে একাধিকবার পুলিশ সদস্যরা ব্যাংক পরিদর্শন করেছেন। সরকারিভাবেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। ফলে নিরাপত্তা নিয়ে কোনো সংকট নেই। তা ছাড়া ব্যাংকের নিজস্ব নিরাপত্তাব্যবস্থা তো আছেই।’

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, সবাইকে সতর্ক থাকার জন্য বার্তা পাঠানো হয়েছে। পুলিশি নিরাপত্তার পাশাপাশি পুরো জেলায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘ইতোমধ্যে বিভিন্ন ব্যাংকে নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে নিরাপত্তার কোনো রকম ঘাটতি নেই। এ ছাড়া কোর কমিটির মিটিংয়েও ব্যাংকের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।’

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত বেড়ে ৫

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৯:৫৭ এএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ০৯:৫৮ এএম
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত বেড়ে ৫
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের ভাঙ্গায় মাহিন্দ্রা ও যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (৪ জুন) সকাল সোয়া ৬টার দিকে ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তারা হলেন- ভাঙ্গা উপজেলার চৌকিঘাটা গ্রামের মিজানুর মাতব্বর (৫০), শিবচর উপজেলার মাদবরচরের গ্রামের ইব্রাহিম সরদার, তার ছেলে মনির সরদার, একই গ্রামের বাদশা শেখের ছেলে তারা মিয়া।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকালে টেকেরহাটগামী একটি মাহিন্দ্রা ও ঢাকাগামী মিজান পরিবহন নামে একটি পরিবহন বাস পাশ থেকে মাহিন্দ্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এর চার যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও ৫ যাত্রী। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধারে কাজ করে।

এদিকে আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিব জুবায়ের। 

>> ভাঙ্গায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৪

সঞ্জিব দাস/অমিয়/

ঈদযাত্রা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চাপ নেই, চট্টগ্রাম মহাসড়কে ধীরগতি

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৯:৩০ এএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চাপ নেই, চট্টগ্রাম মহাসড়কে ধীরগতি
ছবি: খবরের কাগজ

ঈদযাত্রায় দক্ষিণবঙ্গের প্রবেশপথ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ প্রান্তে যানবাহনের কোনো চাপ নেই। অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে চাপ বেশি দেখা গেছে।

বুধবার (৪ জুন) ভোর থেকে স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি যানবাহন চলাচল করলেও অতিরিক্ত চাপ না থাকায় নিবিঘ্নে দেশের ওই গুরুত্বপূর্ণ মহাসড়কে যানবাহন চলাচল করছে।

তবে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির আধিক্য দেখা গেছে। মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসে নিজ গন্তব্যে ছুটছে দক্ষিণবঙ্গের মানুষ।

এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। এ কারণে বুধবার ভোর থেকে ওই মহাসড়কের মুন্সীগঞ্জ প্রান্তের চট্টগ্রামমুখী লেনে যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি থাকলেও ঢাকামুখী লেন একেবারেই ফাঁকা।

তবে যানজট বা ভোগান্তি নেই বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ সহনীয় হয়ে আসছে বলে জানান গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশের (এসআই) মোহাম্মদ ফয়সাল আহমেদ।

অমিয়/

ভাঙ্গায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৪

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৮:১০ এএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ০৯:৫৭ এএম
ভাঙ্গায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৪
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের ভাঙ্গায় মাহিন্দ্রা ও যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (৪ মে) সকাল সোয়া ৬টার দিকে ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, সকালে  একটি মাহিন্দ্রা ও মিজান পরিবহন নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।

ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধারে কাজ করছে।

তাছাড়া ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

অমিয়/

শুল্ক ছাড়াই ভারত থেকে ৯৫টি মহিষ আমদানি

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১০:৫৩ পিএম
শুল্ক ছাড়াই ভারত থেকে ৯৫টি মহিষ আমদানি
ট্রাকে করে ভারত থেকে মহিষ আমদানি। ছবি: খবরের কাগজ

শুল্ক ছাড়াই ভারতের হরিয়ানা থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে মহিষের একটি বড় চালান আমদানি হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে পাঁচটি ট্রাকে ছোট-বড় ৯৫টি মহিষ আসে বেনাপোল বন্দরে।

কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, সাভার প্রাণিসম্পদ ও গবেষণা-উন্নয়ন কেন্দ্রের জন্য মহিষগুলো বাংলাদেশ সরকার আমদানি করেন। আমদানিতে সহযোগীতা করেন ঠিকাদার প্রতিষ্ঠান তামাম করপোরেশন। দুধ উৎপাদনের জন্য ৫৫টি বড় ও ৪০টি বাছুর (প্রজনন) আমদানির দরপত্র দেওয়া হয়।

মহিষের আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে ১ লাখ ৯ হাজার ৯৫০ মার্কিন ডলার। কাস্টমস, বন্দর ও প্রানিসম্পদ অফিসের কার্যক্রম শেষে বন্দর থেকে শুল্কমুক্ত সুবিধায় ছাড় করণের কাজ করছেন বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট তৃষা এন্টারপ্রাইজ। পরে মহিষগুলো ঢাকার সাভার প্রাণি সম্পদ গবেষণা কেন্দ্রের উদ্দেশে নেওয়া হবে।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা বলেন, প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করে মহিষগুলো ভালো পাওয়া গেছে। যথাযথভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের বলেন, মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউস থেকে খালাস নিতে সিএন্ডএফ এজেন্ট তৃষা এন্টার প্রাইজ সন্ধ্যায় প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে। পরীক্ষা-নিরীক্ষা করে শুল্কায়ন করার পর খালাস দেওয়া হবে। 

নজরুল ইসলাম/মাহফুজ

 

শরীয়তপুরে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৫

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১০:৪৩ পিএম
শরীয়তপুরে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৫
ছবি: খবরের কাগজ

শরীয়তপুরে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুন) বিকেলে পালং মডেল থানা এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শরীয়তপুরে দীর্ঘদিন ধরে ছাত্রদলের কমিটি নেই। পুরাতন কমিটি ২০২১ বিলুপ্ত করা হয়। এদিকে জেলায় কার্যক্রম গতিশীল করতে মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত ৩৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে এইচ.এম জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

ছবি: খবরের কাগজ

বিকেলে একটি পক্ষ কমিটি ঘোষণাকে সাধুবাদ জানিয়ে বিজয় মিছিল করে। অপরদিকে আরেকটি পক্ষ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে। মিছিল দু’টির একটি পালং থানার সামনের গেটের সড়ক ও আরেকটি মিছিল পেছনের গেটের সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই একটি পক্ষ আরেকটি পক্ষের ওপর হামলা চালায়। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে অন্তত পাঁচজন আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে ছাত্রদলের আহ্বায়ক কমিটি আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, দীর্ঘদিন জেলায় কমিটি ছিল না, নতুন করে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। এ কারণে আমরা আনন্দ মিছিল করেছিলাম, যারা কোনো সময়ই ছাত্রদল নেতা ছিল না, এ কমিটিতে তাদের নাম আসে নাই। আমরা যখন আনন্দ মিছিল করতেছিলাম, তখন তারা আমাদের মিছিলে হামলা করে এবং আমরা তাদের প্রতিহত করতে সক্ষম হই।

ছবি: খবরের কাগজ

এ কমিটির যুগ্ন-আহ্বায়ক ইসহাক সরদার বলেন, এ কমিটিতে যারা পদ পেয়েছে তারা অনেকেই স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে সক্রিয়ভাবে ছিল না। অনেকে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে রাজনীতি করেছে। যারা পদবঞ্চিত হয়েছে, সবাই দুঃসময়ে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। এ কমিটির বিপক্ষে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করতে ছিলাম, তখন যুবদল, যুবলীগের হেমলেট বাহিনী এসে আমাদের ওপর হামলা করে। আমরা এ কমিটি মানি না, এ কমিটির কোনো কার্যক্রম আমরা শরীয়তপুর করতে দিব না।

এ ব্যাপারে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ছাত্রদলের দু’পক্ষের মধ্যে একটি ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ সতর্ক থাকায় বিষয়টি দ্রুত কন্ট্রোল করা সম্ভব হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

রাজিব হোসেন রাজন/মাহফুজ