মডেল টেস্ট: বাংলা
প্রশ্ন: নিচের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখ।
১। উপসর্গ বলতে কী বোঝায়? উপসর্গ কত প্রকার?
উত্তর: যেসব অব্যয় শব্দ বা ধাতুর আগে বসে, নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরিবর্তন ঘটায় তাই উপসর্গ বলে। উপসর্গ ৩ প্রকার।
২। ‘আমি অবেলাতে পারি দিলাম অথই সাগরে’ এখানে ‘অবেলার’ ‘অ’ কী ধরনের উপসর্গ?
উত্তর: খাঁটি বাংলা।
৩। কোন চারটি উপসর্গ বাংলা ও তৎসম উভয় উপসর্গের ক্ষেত্রে দেখা যায়?
উত্তর: আ, সু, বি, নি।
৪। সমাস ও সন্ধির মধ্যে একটি করে পার্থক্য লেখ।
উত্তর: সমাস অর্থ সংক্ষেপণ এবং সন্ধি অর্থ মিলন।
৫। ‘আপনারে লয়ে বিব্রত রহিতে’ এর পরের পঙ্ক্তিটি কী হবে?
উত্তর: আসে নাই কেহ অবনী পরে।
৬। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্যরচয়িতা কে?
উত্তর: সৈয়দ মুজতবা আলী।
আরো পড়ুন : বাংলা বিষয়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১১তম পর্ব
৭। ‘নীলনদ আর পিরামিডের দেশ’ রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: জলে ডাঙ্গায়।
৮। ‘সোনালী কাবিন’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর: আল মাহমুদ।
৯। ‘অমাবস্যার চাঁদ’ বাগধারাটির অর্থ লেখ।
উত্তর: দুর্লভ ব্যক্তি বা বস্তু।
১০। কত সালে হুমায়ুন আজাদ ‘বাংলা একাডেমি’ পুরস্কার পান?
উত্তর: ১৯৮৬ সালে।
১১। সমাস কাকে বলে? সমাস কত প্রকার ও কী কী?
উত্তর: সমাস অর্থ সংক্ষেপণ। পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদকে একপদে পরিণত হওয়াকে সমাস বলে। সমাস ছয় প্রকার। যথা- দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস ও অব্যয়ীভাব সমাস।
১২। দ্বিগু সমাস কাকে বলে?
উত্তর: যে সমাসে সমস্যমান পদগুলোয় পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয় এবং উত্তর পদ বিশেষ্য থাকে তাকে দ্বিগু সমাস বলে।
১৩। প্রাদি সমাস কাকে বলে?
উত্তর: যে সমাসে পূর্বপদে (প্র, পরা, আপ) ব্যবহৃত হয় তাকে প্রাদি সমাস বলে।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা
কবীর