গল্প: মমতাদি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। মমতাদির বয়স কত?
ক) ২২ বছর খ) ২৩ বছর
গ) ২৪ বছর ঘ) ২৫ বছর
২। মমতাদির পরণের শাড়ির পাড়ের রং কী ছিল?
ক) বিবর্ণ হলুদ
খ) বিবর্ণ নীল
গ) বিবর্ণ গোলাপি
ঘ) বিবর্ণ লাল
৩। মমতাদির ভালোবাসার কোনো লক্ষণ না দেখে ছেলেটি মনে মনে কী ভাবল?
ক) খুশি হলো
খ) ব্যথিত হলো
গ) ক্ষুণ্ন হলো
ঘ) চিন্তিত হলো
৪। কে মায়াময়ী মানবী?
ক) অবনী খ) অভাগী
গ) নিরুপমা ঘ) মমতাদি
৫। কার আবেদনে ছেলেটি হাতের খাবার ফেলে দিল?
ক) অবনীর
খ) মায়ের
গ) বাবার
ঘ) মমতাদির
৬। মমতাদি ছেলেটিকে কী নামে ডাকতে বলল?
ক) মমতাদি খ) দিদি
গ) আপু ঘ) বুবু
৭। কে মমতাদির চুলগুলো নিয়ে বেণি পাকাবার চেষ্টা করছিল?
ক) ছেলেটি খ) অবনী
গ) অভাগী ঘ) নিরুপমা
৮। মমতাদির স্বামীর চাকরি কখন হয়েছে?
ক) বাংলা মাসের শেষ দিনে
খ) ইংরেজি মাসের শেষ দিনে
গ) বাংলা মাসের প্রথম দিনে
ঘ) ইংরেজি মাসের প্রথম দিনে
৯। মমতাদির প্রতি ছেলেটির কী অনুভূতি প্রকাশ পেয়েছিল?
ক) আগ্রহ খ) মায়া
গ) আক্ষেপ ঘ) কৃতজ্ঞতা
১০। ছেলেটির জানা মতে মিথ্যা বললে কী হয়?
ক) ভয় খ) ক্ষতি
গ) পাপ ঘ) ভালো
১১। কে ফেরিওয়ালার কাছ থেকে কমলালেবু কিনছিল?
ক) মমতাদি খ) ছেলেটি
গ) ছেলেটির মা ঘ) অবনী
আরো পড়ুন : জুতা আবিষ্কার কবিতার ২৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব
১২। কোন গলিটি বিশ্রী নোংরা?
ক) রতনময়ের
খ) জীবনময়ের
গ) প্রাণময়ের
ঘ) অরুণময়ের
১৩। সাতাশ নম্বরের বাড়িটি কয় তলা?
ক) এক তলা খ) দুই তলা
গ) তিন তলা ঘ) চার তলা
১৪। মমতাদির ঘরে চৌকির নিচে ছেলেটি কী লক্ষ করল?
ক) আবর্জনা খ) পুরোনো যন্ত্রাংশ
গ) চরকা ঘ) ট্রাংক
১৫। মমতাদির ঘরে দেয়ালের গর্তে কী রাখা ছিল?
ক) ওষুধের শিশি খ) টাইমপিস
গ) সংবাদপত্র ঘ) বইপত্র
১৬। মমতাদির ঘরে কী খাবার ছিল?
ক) আপেল খ) খই
গ) বিস্কুট ঘ) মুড়ি
১৭। ‘মমতাদি’ গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
ক) সরীসৃপ খ) জননী
গ) অহিংস ঘ) চিহ্ন
১৮। মাইনে ১৫ টাকা শুনে মমতাদির দুচোখ সজল হয়ে উঠল কেন?
ক) আনন্দে
খ) কষ্টে
গ) কৃতজ্ঞতায়
ঘ) উৎকণ্ঠায়
১৯। ছেলেটি কেন ক্ষুণ্ন হয়েছিল?
ক) তাকে মিষ্টি খেতে দেয়নি
খ) মমতাদি তাকে আদর করেনি
গ) মমতাদি তার সঙ্গে ভাব করেনি
ঘ) তাকে বকা দিয়েছে
২০। ছেলেটির বাড়ির সবাই মমতাদির প্রতি খুশি হলেন কেন?
ক) তার ব্যবহার দেখে
খ) তার পরিশ্রম দেখে
গ) তার ধৈর্য দেখে
ঘ) তার শৃংখলা দেখে
২১। মমতাদি যে ছেলেটিকে ভালোবাসে না, তা ছেলেটি বুঝতে পারল কীভাবে?
ক) তার কর্মকাণ্ডে
খ) তার চালচলনে
গ) তার কথায়
ঘ) তার আচরণে
নিচের উদ্দীপকটি পড়ে ২২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
২২। ‘লিপি সামাজিক প্রথা ভেঙে আয় রোজগার করার জন্য বাইরে বের হয়েছে’ উদ্দীপকে লিপির সঙ্গে মিল রয়েছে কোন চরিত্রের?
ক) কাঙালী খ) অভাগী
গ) মমতাদি ঘ) সুভা
২৩। মানিক বন্দ্যোপাধ্যায় মাত্র ২১ বছর বয়সে কোন উপন্যাস রচনা করেন?
ক) শহরতলী
খ) দিবারাত্রির কাব্য
গ) জননী
ঘ) চিহ্ন
উত্তর: ১। খ, ২। ঘ, ৩। গ, ৪। ঘ, ৫। ঘ, ৬। খ, ৭। ক, ৮। ঘ, ৯। খ, ১০। গ, ১১। ক, ১২। খ, ১৩। খ ১৪। গ, ১৫। ঘ, ১৬। ঘ, ১৭। ক, ১৮। গ, ১৯। গ, ২০। খ, ২১। ক, ২২। গ, ২৩। খ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর