
গল্প : প্রত্যুপকার
জ্ঞানমূলকপ্রশ্ন ও উত্তর
প্রশ্ন: খলিফা আশ্রয়দাতাকে মুক্তির আদেশ দেওয়ার পর কী করেন?
উত্তর: খলিফা আশ্রয়দাতাকে মুক্তির আদেশ দেওয়ার পর তাকে নিজের কাছে আনার নির্দেশ দেন।
প্রশ্ন: খলিফা আশ্রয়দাতাকে কীভাবে সম্ভাষণ করেন?
উত্তর: খলিফা আশ্রয়দাতাকে প্রীতি-প্রফুল্লচিত্তে সাদর বচনে সম্ভাষণ করেন।
প্রশ্ন: খলিফা কী কারণে আশ্রয়দাতার প্রতি ভুল ধারণা পোষণ করেছিলেন?
উত্তর: দুষ্ট প্রকৃতির লোকেরা মিথ্যা দোষারোপ করায় খলিফা আশ্রয়দাতার প্রতি ভুল ধারণা পোষণ করেছিলেন।
প্রশ্ন: খলিফা আশ্রয়দাতাকে কী কী উপহার দেন?
উত্তর: খলিফা আশ্রয়দাতাকে মহামূল্যবান পরিচ্ছদ, সুসজ্জিত দশটি অশ্ব, দশটি খচ্চর, দশটি উষ্ট্র উপহার দেন।
প্রশ্ন: খলিফা দামেস্কের রাজপ্রতিনিধির কাছে কী পাঠান?
উত্তর: খলিফা দামেস্কের রাজপ্রতিনিধির কাছে একটি অনুরোধপত্র পাঠান।
প্রশ্ন: খলিফা আশ্রয়দাতার জন্য পাথেয় হিসেবে কী দেন?
উত্তর: খলিফা আশ্রয়দাতার জন্য পাথেয় হিসেবে বহুসংখ্যক অর্থ দেন।
প্রশ্ন: আশ্রয়দাতা মুক্তি পাওয়ার পর কোথায় ফিরে যান?
উত্তর: আশ্রয়দাতা মুক্তি পাওয়ার পর দামেস্কে তার নিজ বাসস্থানে ফিরে যান।
প্রশ্ন: আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসকে কীভাবে সাহায্য করেছিলেন?
উত্তর: আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসকে প্রাণরক্ষা করে ও আশ্রয় দিয়ে সাহায্য করেছিলেন।
প্রশ্ন: খলিফার সঙ্গে আলী ইবনে আব্বাসের কথোপকথন কীভাবে আশ্রয়দাতাকে মুক্তি দেয়?
উত্তর: আলী ইবনে আব্বাস আশ্রয়দাতার মানবিক গুণাবলি তুলে ধরেন, যা খলিফার মন পরিবর্তন করে।
প্রশ্ন: খলিফা আশ্রয়দাতার প্রতি তার ভুলের জন্য কী করেন?
উত্তর: খলিফা আশ্রয়দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে পুরস্কৃত করেন।
আরো পড়ুন : প্রত্যুপকার গল্পের ২০টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর, ২য় পর্ব
প্রশ্ন: খলিফার মতে, আশ্রয়দাতার প্রকৃত পরিচয় কীভাবে জানা যায়?
উত্তর: আলী ইবনে আব্বাসের বক্তব্য থেকে খলিফা আশ্রয়দাতার প্রকৃত পরিচয় জানতে পারেন।
প্রশ্ন: আশ্রয়দাতার বিদায়ের সময় খলিফা কী অনুভব করেন?
উত্তর: আশ্রয়দাতার বিদায়ের সময় খলিফা সন্তুষ্টি ও প্রীতি প্রকাশ করেন।
প্রশ্ন: বাগদাদ কোন খলিফার সময় শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়?
উত্তর: খলিফা হারুনর রশীদের সময় বাগদাদ শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়।
প্রশ্ন: ‘প্রত্যুপকার’ রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
উত্তর: ‘প্রত্যুপকার’ রচনাটি ‘আখ্যানমঞ্জরী’ গ্রন্থ থেকে সংকলিত।
প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ‘আখ্যানমঞ্জরী’ রচনা করেন কত সালে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ‘আখ্যানমঞ্জরী’ রচনা করেন ১৮৬৮ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন: ‘প্রত্যুপকার’ রচনার উপজীব্য বিষয় কী?
উত্তর: ‘প্রত্যুপকার’ রচনার উপজীব্য বিষয় ছিল- বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিদের জীবনের গৌরবদীপ্ত ঘটনা নিয়ে।
প্রশ্ন: ‘প্রত্যুপকার’ রচনার প্রধান দুই চরিত্র কারা?
উত্তর: ‘প্রত্যুপকার’ রচনার প্রধান দুই চরিত্র হলো- আলী ইবনে আব্বাস এবং তার আশ্রয়দাতা।
প্রশ্ন: খলিফা মামুন কে ছিলেন?
উত্তর: খলিফা মামুন সপ্তম আব্বাসীয় খলিফা এবং খলিফা হারুনর রশীদের দ্বিতীয় ছেলে।
প্রশ্ন: আলী ইবনে আব্বাস প্রথমে কোথায় আশ্রয় পান?
উত্তর: আলী ইবনে আব্বাস প্রথমে দামেস্কের এক সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় পান।
প্রশ্ন: আলী ইবনে আব্বাস কীভাবে তার আশ্রয়দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন?
উত্তর: আলী ইবনে আব্বাস খলিফার কাছে আশ্রয়দাতার মুক্তির জন্য সুপারিশ করে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর