নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য আয়শা ফেরদাউস ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম খবরের কাগজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, এই দুজনের বিরুদ্ধে আসা অভিযোগ ও দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য-উপাত্তের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
অভিযোগ অনুযায়ী, নারায়ণগঞ্জের একটি ক্লাব ভেঙে মার্কেট নির্মাণ, রেলওয়ের ১৮ একর জমি দখল করে শেখ রাসেল পার্ক নির্মাণ ও নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে কঠিন বর্জ্য সংগ্রহ এবং অপসারণ ব্যবস্থাপনা প্রকল্পে প্রতিবছর কোটি কোটি টাকা লোপাট করেছেন আইভী এবং তার দুই ভাই আলী রেজী রিপন ও আহম্মদ আলী রেজা উজ্জ্বল।
এদিকে সাবেক সংসদ সদস্য আয়শা ফেরদাউস অবৈধ উপায়ে হাতিয়া বাজারে বহুতল ভবন, ভূঁইয়ার হাট নামক স্থানে তিনতলা বাড়ি, পুশালী বাজারে চারতলা মার্কেটের মালিক হয়েছেন। তার স্বামীর নামেও বিপুল পরিমাণ ব্যাংকের টাকা, নগদ অর্থ, গাড়ি, মৎস্য ব্যবসাসহ অঢেল সম্পদ রয়েছে।