
গতকাল শুরু হয়েছে ভারত ও ইংল্যান্ডের পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সেই টেস্টে শতক হাঁকিয়েছেন ওপেমার যশস্বী জয়সওয়াল। ব্যাট হাতে স্বাগতিক বোলারদের দিশেহারা করে তুলে নিয়েছেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতক। আউট হওয়ার আগে খেলেছেন ১০১ রানের ইনিংস।
ইনিংসটি সাজিয়েছিলেন তিনি ১৬ চার ও ১ ছক্কায়। দুই বছরের টেস্ট ক্যারিয়ারে প্রতিনিয়তই তিনি অবাক করে চলেছেন ক্রিকেট বিশ্বকে। মাত্র ২৩ বছর বয়সেই প্রমাণ দিচ্ছেন পরিপক্বতার। তারই অংশ হিসেবে প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে খেলতে নেমে হাঁকালেন দাপুটে শতক।
এই শতকে ঢুকে গেছেন তিনি ইতিহাসের পাতায়ও। ইংল্যান্ডের মাটিতে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করে ভিন্ন এক কীর্তি গড়লেন। প্রথম ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মাটিতে অভিষেক টেস্টেই সেঞ্চুরি পেলেন জয়সওয়াল।
মোতগানহালি জয়সিমা, সুনীল গাভাস্কার ও জয়সওয়াল এই তিনজন কেবল অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের হয়ে। অন্যদিকে ভারতের হয়ে ইংল্যান্ডের মাটিতে অভিষেক সেঞ্চুরি করা ষষ্ঠ ব্যাটার হলেন জয়সওয়াল। বাকিরা হচ্ছেন – বিজয় মাঞ্জরেকার, আব্বাস আলি বেগ, সন্দ্বীপ পাতিল, সৌরভ গাঙ্গুলি ও মুরালি বিজয়।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুই দেশেই অভিষেকে শতক হাঁকানো একমাত্র ব্যাটার ভারতীয় জয়সওয়ালই। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অভিষেকে করেছিলেন ১৭১ রান।