৪ দাবিতে বিক্ষোভ করেন শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিকর্মীরা। ছবি : খবরের কাগজ
আওয়ামী ফ্যাসিবাদের দোসর, একগুঁয়ে ও দুর্নীতিবাজ জেলা কালচারাল অফিসারের অপসারণসহ ৪ দফা দাবিতে কিশোরগঞ্জে শিল্পীদের গণজমায়েত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শহরের সৈয়দ নজরুল চত্বরে জেলার সর্বস্তরের শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিকর্মীরা জমায়েত হন। শতাধিক শিল্পী জমায়েত হয়ে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন, পথনাটক, বক্তৃতায় অংশ নেন এবং কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
দুপুরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং তাদের দাবিগুলো পুনর্ব্যক্ত করেন।
তাদের দাবিগুলো হলো আওয়ামী ফ্যাসিবাদের দোসর, একগুঁয়ে ও দুর্নীতিবাজ কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরের অপসারণ এবং তার দুর্নীতির জন্য শাস্তি নিশ্চিত করা। পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগ পর্যন্ত কাজ সম্পাদন ও নির্বাচন প্রক্রিয়ার স্বার্থে আন্দোলনকারীদের একজনকে সমন্বয়ক/প্রতিনিধি হিসেবে রেখে অন্তর্বর্তী কমিটি গঠন। পুরোনো সব সদস্যপদ বাতিল করে দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত শিল্পীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা প্রণয়ন ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং শিল্পকলার গত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ।
আন্দোলনকারীদের সমন্বয়ক ইফতেখার হোসেন সাকিব বলেন, ‘দুর্নীতিবাজ কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরের অপসারণসহ ৪ দফা দাবিতে আমরা কিশোরগঞ্জের সর্বস্তরের শিল্পীদের নিয়ে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু কালচারাল অফিসার নানাভাবে আমাদের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন। আমরা দমে যাবার পাত্র নই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘প্রশাসন যদি দ্রুততম সময়ের মধ্যে এসব দাবি পূরণে কোনো ব্যবস্থা না নিয়ে গড়িমসি করে, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।’
এ বিষয়ে নবাগত জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, তিনি শিল্পকলার ডিজিকে বিষয়গুলো অবগত করবেন এবং এসব দাবি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবেন।
তাসলিমা মিতু/সালমান/