
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট-হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩. আসবাবপত্র কেনা, মালামাল কেনা, হিসাবে ডেবিট করা হয়। এটা কোন ধরনের ভুল?
ক. লেখার ভুল খ. নীতির ভুল
গ. পরিপূরক ভুল ঘ. বাদ পড়ার ভুল
ঙ. দ্বৈত লেখার ভুল
উত্তর: খ. নীতির ভুল।
১৪. বাজেয়াপ্ত শেয়ার পুনঃবিক্রয়ের পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের উদ্ধৃত টাকা কোন হিসাবে স্থানান্তরিত করতে হবে?
ক. মুনাফা সঞ্চিতি হিসাব
খ. সংরক্ষিত মূলধন হিসাব
গ. শেয়ার আবণ্টন হিসাব
ঘ. মূলধন সঞ্চিতি হিসাব
ঙ. লাভ-লোকসান আবণ্টন হিসাব
উত্তর: ঘ. মূলধন সঞ্চিতি হিসাব।
১৫. যদি একটি কোম্পানির চলতি অনুপাত কমে যায় এবং ত্বরিত অনুপাত ভালো হয়, তবে নিচের কোনটি সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা হবে?
ক. মজুত পণ্য কমেছে
খ. মজুত পণ্য বেড়েছে
গ. অতীতের তুলনায় দ্রুততার সঙ্গে প্রাপ্য আদায় হয়েছে
ঘ. অতীতের তুলনায় ধীরগতিতে প্রাপ্য আদায় হয়েছে
ঙ. অগ্রপ্রদত্ত কমেছে
উত্তর: ক. মজুত পণ্য কমেছে।
১৬. একটি ব্যবসায়ী অসম্পূর্ণ হিসাব রাখে। ২০২৪ সালের শুরুতে তার মূলধন ছিল ৫৬,০০০ টাকা এবং ২০২৪ সালের শেষে তার মূলধন হিসেবে জের দাঁড়ায় ১,২০,০০০ টাকা। ওই বছরে ব্যবসায়ে ব্যবসায়ী ৩০,০০০ টাকার একটি যন্ত্র সরবরাহ করে এবং ১৪,০০০ টাকা মূল্যের দ্রব্য নিজের ব্যবহারের জন্য ব্যবসা থেকে উত্তোলন করে। ২০২৪ সালে কত টাকা মুনাফা অথবা ক্ষতি হয়েছে
ক. ৪৮,০০০ টাকা খ. ৪৯,০০০ টাকা
গ. ৮৪,০০০ টাকা ঘ. ৫৪,০০০ টাকা
ঙ. ৭০,০০০ টাকা
উত্তর: ক. ৪৮,০০০ টাকা।
আরো পড়ুন : ‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৪টি প্রশ্নোত্তর, ৭ম পর্ব
১৭. চুক্তিতে অনুল্লেখ থাকরে কত হারে অংশীদারি কারবারে অংশীদারদের ঋণের ওপর সুদ ধার্য হবে?
ক. ৭% হারে খ. ব্যাংক হারে
গ. ৯% হারে ঘ. ৬% হারে
ঙ. ১০% হারে
উত্তর: ঘ. ৬% হারে।
১৮. সম্পত্তি দায় এবং মূলধনের মধ্যকার সম্পর্ক প্রকাশ করা হয়-
ক. দ্বৈত সত্তার মাধ্যমে
খ. হিসাব সমীকরণের মাধ্যমে
গ. উদ্ধৃতপত্রের মাধ্যমে
ঘ. লাভ-ক্ষতি হিসাবের মাধ্যমে
ঙ. ডেবিট-ক্রেডিটের মাধ্যমে
উত্তর: খ. হিসাব সমীকরণের মাধ্যমে।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর