
গল্প : অতিথির স্মৃতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৪৬ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
জামাল কবুতর পোষে। একবার এক আত্মীয়ের বাড়ি থেকে সে একটি কবুতর নিয়ে আসে। কবুতরটির নাম রাজা। তাকে নিয়ে জামালের আনন্দে দিন কাটে। একদিন রাতে খাটাশের হাতে মারা যায় রাজা। তার সেই ‘বাক বাকুম’ ডাক আজও জামাল ভুলতে পারেনি। রাজার কথা মনে হলেই জামালের মন কেঁদে ওঠে।
৪৬। উদ্দীপকে ‘অতিথির স্মৃতি’ গল্পের যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো-
i. পশুপাখির সঙ্গে মানুষের মমত্বের সম্পর্ক
ii. পশুপাখির মৃত্যুর বেদনায় কাতরতা
iii. পশুপাখি পাওয়ার আনন্দে মানবমনের উৎফুল্লতা
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) i ও ii
(ঘ) i ও iii
৪৭। ওপরের সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন বাক্যে প্রকাশ পেয়েছে?
(ক) অতিথি মহাব্যস্ত, কুলিদের সঙ্গে ক্রমাগত ছোটাছুটি করছে
(খ) অতিথি লেখকের দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে
(গ) স্টেশনের ফটকের বাইরে অতিথি একদৃষ্টে চেয়ে আছে
(ঘ) বেড়াতে গেলে সে হয় পথের সঙ্গী
নিচের উদ্দীপকটি পড়ে ৪৮ ও ৪৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
অনাথিনী রতনকে ছেড়ে পোস্ট মাস্টার চলে যাবেন। এতদিন পোস্ট মাস্টারের তত্ত্বাবধানে রতনের দিনগুলো ভালোই কাটছিল। কিন্তু পোস্ট মাস্টারকে অন্যত্র বদলি করা হয়েছে। সেখানে রতনকে নিয়ে যাওয়া যাবে না। সমাজের ভয় আছে। নৌকা ছেড়ে দিয়েছে। পোস্ট মাস্টারের নৌকার পালে বাতাস লেগেছে। কিন্তু তার মন পড়ে আছে গ্রামের অসহায় মেয়ে রতনের কাছে। এখন অভাগী রতন দেখবে তার মনিবের ঘরটি ফাঁকা পড়ে আছে।
৪৮। ওপরের উদ্দীপকের সঙ্গে ‘অতিথির স্মৃতি’ গল্পের সাদৃশ্য কোথায়?
(ক) সৌহার্দ্যমূলক ছিন্ন হওয়ার ক্ষেত্রে
(খ) প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার ক্ষেত্রে
(গ) নতুন কর্মস্থলে পৌঁছার ক্ষেত্রে
(ঘ) দেহের অনুকূলে মন পাওয়ার ক্ষেত্রে
উত্তর: ৪৬. গ, ৪৭. গ, ৪৮. ক।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর