
দ্বিতীয় অধ্যায় : সেট ও ফাংশন
অনুশীলনী: ২.২
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৬। নিচের কোন চিহ্নটি A-এর পূরক সেট?
ক) A/ খ) n(A)
গ) An ঘ) P(A)
১৭। { x N : 6 < x < 7 } সেটটির তালিকা রূপ কোনটি?
ক) {6} খ) {7} গ) ঘ) {}
১৮। { x N : x , 42-এর গুণিতক} সেটটির তালিকা রূপ কোনটি?
ক) { 1, 2, 3, 6, 7, 14, 21, 42 }
খ) { 1, 3, 6, 7, 14, 42 }
গ) { 1, 2, 3, 6, 5,1 4, 42 }
ঘ) { 1, 2, 3, 6, 8, 14, 21, 42 }
১৯। বস্তুর যেকোনো সুনির্ধারিত সংগ্রহকে কী বলে?
ক) সেট চিহ্ন খ) সেট
গ) তালিকা ঘ) তত্ত্ব
২০। জর্জ ক্যান্টর কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ১৯১৮ সালে খ) ১৯২০ সালে
গ) ১৯২১ সালে ঘ) ১৯১৯ সালে
২১। A ও B সেটের উপাদান একই হলে, তাকে কী বলে?
ক) সেটের পূরক
খ) সেটের সংযোগ
গ) সমান সেট
ঘ) কোনোটিই নয়
আরো পড়ুন : সেট ও ফাংশন অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব
২২। নিচের কোনটিকে তালিকা পদ্ধতি বলা হয়?
ক) Set Builder Method
খ) Roster Method
গ) Set Theory
ঘ) Venn Diagram
২৩। a, b, c দ্বারা নিচের কোনটিকে বোঝায়?
ক) সেটের উপাদান খ) সেটের সদস্য
গ) সেটের তত্ত্বকে ঘ) পূরক সেট
২৪। সব স্বাভাবিক জোড় সংখ্যার সেট A হলে, A সেটটি হবে-
ক) { x : y N এবং জোড় সংখ্যা}
খ) { x : x N এবং বিজোড় সংখ্যা}
গ) { x : x N এবং জোড় সংখ্যা}
ঘ) { x : y N এবং বিজোড় সংখ্যা}
২৫। সর্ব প্রথম কে সেটের ব্যাখ্যা দেন?
ক) জন ডাল্টন খ) জন ভেন
গ) নিউট্রন ঘ) জর্জ ক্যান্টর
২৬। যে সেটে উপাদানের সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, সে সেটকে বলে-
ক) অসীম সেট খ) সসীম সেট
গ) উপসেট ঘ) কোনোটিই নয়
উত্তর: ১৬. ক, ১৭. গ, ১৮. ক, ১৯. খ, ২০. ক, ২১. গ, ২২. খ, ২৩. খ, ২৪. ঘ, ২৫. ঘ, ২৬. খ।
লেখক : সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা
কবীর