দ্বাদশ অধ্যায় : জীবের বংশগতি ও বিবর্তন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের চিত্রটি লক্ষ করে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
.JPG)
১৪। F1 সকলের জিন কোন ধরনের?
(ক) RR (খ) Rr
(গ) rr (ঘ) RRrr
১৫। F2 বংশধরের জন্য সঠিক তথ্য হলো-
i. ৩:১ অনুপাতে বৈশিষ্ট্য পাওয়া যায়
ii. প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয়
iii. প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৬। ১৫০ জন পুরুষের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতজনের?
(ক) ১ জনের (খ) ১০ জনের
(গ) ১৫ জনের (ঘ) ২০ জনের
১৭। মনির লাল বা সবুজ পার্থক্য করতে পারে না। মনিরের উল্লিখিত সমস্যার জন্য দায়ী জিনের অবস্থান কোথায়?
(ক) অটোসোমে
(খ) মাইটোকন্ড্রিয়ায়
(গ) সেন্ট্রোজোমে
(ঘ) সেক্স ক্রোমোজোমে
নিচের উদ্দীপকের আলোকে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
স্বাভাবিক রাকিবের সঙ্গে বর্ণান্ধ হেলেনার বিয়ে হয়।
১৮। তাদের ছেলে সন্তান হলে কত ভাগ বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা?
(ক) ১০০% (খ) ৫০%
(গ) ২৫% (ঘ) ০%
১৯। তাদের মেয়ে সন্তান হলে বর্ণান্ধতার বাহক হওয়ার সম্ভাবনা কত ভাগ?
(ক) ০% (খ) ২৫%
(গ) ৫০% (ঘ) ১০০%
২০। থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
(ক) মা-বাবা উভয়ের কাছ থেকে জিন পায়
(খ) বাবা অথবা মায়ের কাছ থেকে জিন পায়
(গ) কোনো উপসর্গ দেখায় না
(ঘ) শুধু জিনের বাহক হিসেবে কাজ করে
২১। থ্যালাসেমিয়া রোগী কোনটি খেতে পারেন?
(ক) যকৃৎ (খ) ডিম
(গ) মাছ (ঘ) মাংস
২২। বাহক বাবা ও বাহক মায়ের সন্তানদের ভেতর থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান জন্মের সম্ভাবনার অনুপাত কত?
(ক) ১:২:১ (খ) ১:১:১:১
(গ) ১:৩ (ঘ) ২:১:১
আরো পড়ুন : জীবের বংশগতি ও বিবর্তন অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
২৩। বিবর্তন তত্ত্ব মতে নতুন প্রজাতি হতে পারে-
i. মূল প্রজাতি থেকে পৃথক হয়
ii. সংকরায়ণের ফলে
iii. Polyploidy-এর ফলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৪। পৃথিবীতে জীবনের উৎপত্তির মূল কারণ হলো-
i. সমুদ্রের পানি
ii. নিউক্লিও প্রোটিন
iii. মিথেন, অ্যামোনিয়া ইত্যাদি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৫। নিষ্ঠুর জীবন সংগ্রাম গড়ে ওঠে-
i. ময়ূর ও সাপের মধ্যে
ii. সাপ ও ব্যাঙের মধ্যে
iii. ময়ূর ও ব্যাঙের মধ্যে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৬। বংশগতিবিদ্যার জনক কে?
(ক) ডারউইন (খ) মেন্ডেল
(গ) ওয়াটসন (ঘ) লিনিয়াস
২৭। কোন বিজ্ঞানী সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেন?
(ক) অ্যারিস্টটল (খ) কার্টিস-বার্নস
(গ) জেনোফেন (ঘ) স্পেনসার
২৮। RNA-তে কোনটি অনুপস্থিত?
(ক) থায়ামিন (খ) গুয়ানিন
(গ) সাইটোসিন (ঘ) ইউরাসিল
২৯। পিউরিন হলো-
(ক) নাইট্রোজেন বেস
(খ) হিস্টোন প্রোটিন
(গ) ফসফেট ক্ষার
(ঘ) গ্লুকোজ
৩০। কোনটি TMV-এর বংশগতির উপাদান?
(ক) DNA (খ) প্রোটিন
(গ) RNA (ঘ) শর্করা
উত্তর: ১৪. খ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. ঘ, ১৮. ক, ১৯. ঘ, ২০. ক, ২১. গ, ২২. ক, ২৩. ঘ, ২৪. ঘ, ২৫. ঘ, ২৬. খ, ২৭. গ, ২৮.ক, ২৯.ক, ৩০. গ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর