
পঞ্চম অধ্যায় : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপক পড়ে ২৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
লিমন তার মায়ের সঙ্গে একটি বনভূমিতে বেড়াতে গিয়ে দেখল যে, সেখানকার গাছগুলো বেশ উঁচু ও ঘন। তার মা তাকে বলল, বাংলাদেশের একটি বনাঞ্চলে এ ধরনের বৃক্ষ প্রচুর পরিমাণে জন্মায়।
২৬। বাংলাদেশে ওই বনভূমির অনুরূপ বনভূমি আছে-
i. চট্টগ্রাম-রাঙামাটিতে
ii. বান্দরবান-সিলেটে
iii. দিনাজপুর-পঞ্চগড়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
নিচের চিত্র দেখে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
২৭। মানচিত্রে ‘A’ চিহ্নিত স্থানে নদীর নাম কী?
ক) পদ্মা নদী খ) মেঘনা নদী
গ) যমুনা নদী ঘ) ব্রহ্মপুত্র নদী
২৮। মানচিত্রে ‘B’ চিহ্নিত স্থানে প্রবাহিত নদীর নাম কী?
ক) নাফ নদী খ) ব্রহ্মপুত্র নদী
গ) মেঘনা নদী ঘ) কর্ণফুলী নদী
আরো পড়ুন : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
২৯। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ কোনটি?
ক) ভারত খ) চীন
গ) বাংলাদেশ ঘ) পাকিস্তান
৩০। নদীতে চর জাগে কেন?
ক) জোয়ারের কারণে
খ) ভাঙনের কারণে
গ) বন্যার কারণে
ঘ) ভাটার কারণে
উত্তর: ২৬. গ, ২৭. খ, ২৮. ঘ, ২৯. গ, ৩০. খ।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর