ঢাকা ৩ আশ্বিন ১৪৩১, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

যেমন ছিলেন নিয়ান্ডারথাল নারীরা

প্রকাশ: ০৩ মে ২০২৪, ১২:১০ পিএম
আপডেট: ০৩ মে ২০২৪, ১২:১১ পিএম
যেমন ছিলেন নিয়ান্ডারথাল নারীরা
ছবি : সংগৃহীত

আধুনিক মানুষের খুবই নিকটাত্মীয় ৭৫ হাজার বছর আগের নিয়ান্ডারথাল এক নারীর মুখের অবয়ব পুনরায় তৈরি করেছেন কেমব্রিজ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। সেই নারীর ছবি বৃহস্পতিবার (২ মে) বিবিসি এক প্রতিবেদনে প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এটি নিয়ান্ডারথাল এক নারীর মাথার খুলির ছিন্নভিন্ন হয়ে যাওয়া অংশ থেকে তৈরি করা হয়েছে। গবেষকরা শুরুতে হাড়ের অংশগুলোকে একত্রিত করেছেন। পরে বিশেষজ্ঞ পর্যায়ের জীবাশ্ম চিত্রশিল্পী এর ওপর ভিত্তি করে ত্রিমাত্রিক কাঠামো (থ্রিডি মডেল) তৈরি করেন।

যে মাথার খুলির ওপর ভিত্তি করে মডেলটি তৈরি করা হয়েছে, সেটি পাওয়া গেছে ইরাকের কুর্দিস্তানের শানিদার নামের এক গুহায়। ২০১৫ সালে কুর্দি কর্তৃপক্ষ ব্রিটিশ গবেষক দলকে আমন্ত্রণ জানালে তারা এই নিয়ান্ডারথাল নারীর কঙ্কালের সন্ধান পান। এর নাম দেওয়া হয়েছিল ‘শানিদার জেড’। এর আগে ১৯৫০-এর দশকে একই স্থানে ১০ জন নিয়ান্ডারথাল পুরুষ, নারী ও শিশুর দেহাবশেষ পাওয়া গিয়েছিল।

এই প্রকল্পের সঙ্গে যুক্ত কেমব্রিজ ইউনিভার্সিটির জীবাশ্ম-নৃতত্ত্ববিদ ড. এমা পোমেরয় বিবিসিকে বলেন, ‘আমি মনে করি, নিয়ান্ডারথালরা আসলে কারা, তা বুঝতে সহায়তা করবে এ ছবি।’

আর এই পুরো চিত্রটি কীভাবে তৈরি করা হয়- তার ওপর নির্ভর করে বিবিসি স্টুডিও ‘সিক্রেটস অব দ্য নিয়ান্ডারথাল’ নামের একটি ডকুমেন্টারিও তৈরি করেছে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এটি প্রকাশ করা হয়।

হোমো নিয়ান্ডারথাল হলো- আধুনিক মানুষ হোমো স্যাপিয়েন্সের টিকে থাকা সবচেয়ে দীর্ঘমেয়াদি বিবর্তনীয় কাজিন। ৪০ হাজার বছর আগে এই প্রজাতির বিলুপ্তি ঘটে। সূত্র: বিবিসি

মঙ্গল গ্রহের গিরিখাতের রহস্য জানাবে রোবট

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:২০ এএম
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:২০ এএম
মঙ্গল গ্রহের গিরিখাতের রহস্য জানাবে রোবট
মঙ্গল গ্রহে আবিষ্কৃত হয়েছে ৩ হাজার কিমি. দীর্ঘ, ৬০০ কিমি. চওড়া ও ৮ কিমি. গভীর ‘ভ্যালেস মেরিনারিস’ নামের গিরিখাত। ছবি: সংগৃহীত

সৌরজগতের লাল গ্রহ মঙ্গলের অন্যতম রহস্যময় স্থান ‘ভ্যালেস মেরিনারিস’ নামের বিশাল গিরিখাত। এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সৌরজগতের সবচেয়ে বড় গিরিখাত। একঝাঁক রোবটের মাধ্যমে এই গিরিখাতের রহস্য উদঘাটন করার লক্ষ্যে এগোচ্ছেন বিজ্ঞানীরা।

৩ হাজার কিলোমিটার দীর্ঘ, ৬০০ কিলোমিটার চওড়া ও ৮ কিলোমিটার গভীর এই বিশাল গিরিখাতটি মঙ্গলের সুদূর অতীতের নানা গুরুত্বপূর্ণ সূত্র ধারণ করে আছে। সেখানে একসময় প্রাণের অস্তিত্ব ছিল কি না, সে সূত্রও মিলতে পারে। মঙ্গলপৃষ্ঠের এই কঠিন অংশটি অনুসন্ধানের জন্য ‘ভ্যামেক্স’ (ভ্যালেস মেরিনারিস এক্সপ্লোরার) নামে এক প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে জার্মান স্পেস এজেন্সি ‘ডিএলআর’, যার লক্ষ্য গুহা অনুসন্ধান, তথ্য সংগ্রহ ও পানির অস্তিত্ব রয়েছে কি না তা দেখার জন্য রোবটের একটি দল পাঠানো।

এ ক্ষেত্রে একক কোনো মহাকাশযান বা রোভারের ওপর নির্ভর করার পরিবর্তে ‘ভ্যামেক্স’ মিশনটি একঝাঁক রোবট ব্যবহার করবে। এসব রোবট বিভিন্ন উপায়ে কাজ করবে। যেমন- কিছু রোবট উড়বে, কিছু রোবট হাঁটবে ও কিছু রোবট মঙ্গলের পৃষ্ঠজুড়ে ঘুরে বেড়াবে। মঙ্গলের মাটি ও বায়ু, এমনকি গুহার ভেতরের ছবি ও তথ্য সংগ্রহ করবে। যাতে করে মঙ্গলের সুরক্ষিত পরিবেশে পানির অস্তিত্ব বা প্রাণের অন্যান্য চিহ্ন রয়েছে কি না তার খোঁজ পাওয়া যায়।

মঙ্গলের এসব গুহা বিজ্ঞানীদের কাছে বিশেষভাবে আগ্রহের বিষয়। কারণ মঙ্গল গ্রহের কঠোর পরিস্থিতি, যেমন চরম ঠাণ্ডা এবং মহাকাশ থেকে আসা বিপজ্জনক বিকিরণ থেকে সুরক্ষা দিয়ে থাকে এসব গুহা। গ্রহটির ভূগর্ভস্থ বা মাটির নিচের এসব স্থান কোটি কোটি বছর আগে থাকা প্রাণের অস্তিত্বের প্রমাণ নিজের মধ্যে ধরে রাখতে পারে, যে সময়ে মঙ্গল গ্রহটিও ছিল পৃথিবীর মতোই।

এরই মধ্যে চাঁদে বড় গুহা খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। তাই ধারণা করা হচ্ছে, মঙ্গল গ্রহেও একই ধরনের গুহার সন্ধান মিলতে পারে।

এ মিশনের অন্যতম চ্যালেঞ্জ হলো- কীভাবে এসব রোবট একে অপরের সঙ্গে এবং একই সঙ্গে পৃথিবীর সঙ্গেও যোগাযোগ করবে। গুহায় প্রবেশ করার সময় এসব রোবট সরাসরি পৃষ্ঠে সংকেত পাঠাতে পারবে না। আর এ সমস্যা সমাধানের জন্য এই মিশনে ব্যবহার করা হবে বিশেষ এক ধরনের ‘রিপিটার স্টেশন’। ছোট আকৃতির এ ডিভাইসটির মাধ্যমে গুহায় থাকা রোবট থেকে মঙ্গলের পৃষ্ঠে থাকা আরেকটি রোবটের কমান্ড সেন্টারে তথ্য পাঠানো হবে। সেখান থেকে এসব তথ্য বিশ্লেষণের জন্য পৃথিবীতে ফেরত পাঠানো হবে।

ভ্যামেক্স মিশনে কিছু নতুন প্রযুক্তিও রয়েছে। যেমন- ‘অটোরোটেশন বডি’র ব্যবহার, যা ম্যাপেল বীজের মতো ছোট আকৃতির সেন্সর। এসব সেন্সর মঙ্গলের পৃষ্ঠে নামিয়ে মাটিতে আলতো করে ঘোরানো হয়, যার মাধ্যমে এরা তথ্য সংগ্রহ ও যোগাযোগ নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করতে পারে।

আরেকটি প্রযুক্তি হলো এক বিশেষ ধরনের ‘স্কাই ক্যামেরা’, যা মঙ্গলের আকাশের দিকে লক্ষ রাখবে। আগের বিভিন্ন মিশনে মঙ্গলের পৃষ্ঠের দিকে মনোযোগ দেওয়া হলেও এ ক্যামেরাটি গ্রহটির উল্কা, বজ্রপাত ও অন্যান্য অস্বাভাবিক ঘটনার দিকেও নজর রাখবে। মঙ্গলের বায়ুমণ্ডল সম্পর্কে আরও তথ্য সংগ্রহের জন্য এ ‘স্কাই ক্যামেরা’ ব্যবহার করবেন বলে ধারণা করছেন গবেষকরা।

মঙ্গলে রোবট পাঠানোর আগে ২০২৫ সালে পৃথিবীতে এসব রোবটের সিস্টেম পরীক্ষা করবে দলটি। সূত্র: ইউনিভার্স টুডে।

মঙ্গলের মাটিতে ‘হাসিমুখ’

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২১ পিএম
মঙ্গলের মাটিতে ‘হাসিমুখ’
ইউরোপিয়ান স্পেস এজেন্সির ক্যামেরায় হাসিমুখ মুখ ধরা পড়ল। ছবি: সংগৃহীত

দুই দিকে কিছুটা দূরত্বে দুটি গোলাকৃতির গর্ত। গর্ত দুটিকে ঘিরে রয়েছে আরও একটি বড় বৃত্তাকার রেখা। দূর থেকে দেখলে এক নজরে মনে হয়, কেউ যেন মানুষের হাসিমুখ এঁকে দিয়েছেন। মঙ্গলের মাটিতে এ ‘হাসিমুখ’-এর ছবি ধরা পড়েছে। সম্প্রতি ইনস্টাগ্রামের পাতায় সেই ছবিই পোস্ট করেছে ইউরোপের মহাকাশ সংস্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)। ছবি পোস্ট করে এই হাসিমুখের রহস্যও উদ্ঘাটন করেছেন বিজ্ঞানীরা।

ইএসএর ‘এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার’-এর মাধ্যমে এই ছবি ধরা পড়েছে বলে জানান তারা। তারা বলছেন, অতীতে ওই এলাকায় সমুদ্র অথবা হ্রদ ছিল বলে মনে করা হচ্ছে। পানির উপস্থিতির কারণে সেখানে অনেক বছর ধরে ক্লোরাইড লবণ জমা হয়ে রয়েছে। সেই লবণের কারণে এমন আকার ধারণ করেছে, যা দূর থেকে কোনো মানুষের ‘হাসিমুখ’ বলে মনে হচ্ছে। 

মহাকাশ সংস্থাটি আরও জানিয়েছে , এই চিহ্নগুলো সম্ভবত কয়েক বিলিয়ন বছর আগে বসবাসযোগ্য অঞ্চলের ইঙ্গিত দিচ্ছে। 

এর আগে কক্ষপথে পাঠানো নাসার মহাকাশযানের ‘মার্স রিকনেসান্স অরবিটারে (এমআরও) ধরা পড়েছিল ‘ভালুকে’র মুখাবয়ব। মঙ্গলের ভূপৃষ্ঠের বিস্ময়কর এই চিত্রটি দেখে মনে হয়েছিল একটি ভালুক ফিরে তাকাচ্ছে। নাসার এমআরও ২০০৬ সাল থেকে মঙ্গল গ্রহ প্রদক্ষিণ করতে থাকে। এর পর থেকে লাল গ্রহটির ছবি তুলতে থাকে ‘হাইরাইজ’ ক্যামেরা। তিন ফুট ছোট বস্তুসহ মঙ্গলের ভূপৃষ্ঠের বিশদ স্পষ্ট ছবি তোলার উপযোগী করে ক্যামেরাটি তৈরি করা হয়েছিল।

এই মহাকাশযান প্রতি ১২২ মিনিটে মঙ্গল গ্রহকে একবার প্রদক্ষিণ করে। এটি নাসার বিজ্ঞানীদের মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল, আবহাওয়া ও জলবায়ু এবং সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোর কীভাবে পরিবর্তন হয়, তা গবেষণা করতে সাহায্য করছে। এটি পানি, বরফ ও জটিল ভূখণ্ডের অস্তিত্ব অনুসন্ধান করছে। পাশাপাশি অন্যান্য ভবিষ্যৎ মিশনের অবতরণ উপযোগী স্থান খুঁজে বের করার চেষ্টা করছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

বিকল নভোযানে রহস্যময় শব্দ

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:১২ পিএম
বিকল নভোযানে রহস্যময় শব্দ
নাসার মহাকাশচারী বুচ উইলমোর ও সুনীতা উইলিয়ামস। ছবি: সংগৃহীত

মহাকাশে বিকল হয়ে যাওয়া বোয়িং স্টারলাইনার যানটি থেকে ভেসে আসছে রহস্যময় শব্দ। আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে পড়া নভোচারি সুনীতা উইলিয়ামসের সঙ্গী বুচ উইলমোর সে শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসাকে বিষয়টি সম্পর্কে অবগত করেছেন তিনি।

আগামী শুক্রবার (৬ সেপ্টেম্বর) সুনীতা ও বুচকে ছাড়াই পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে মহাকাশযানটির। আর বেশি সময় বাকি নেই। তার মধ্যে এই অদ্ভুত শব্দ নতুন করে জটিলতা তৈরি করেছে। এতে চিন্তায় পড়েছেন নাসার বিজ্ঞানীরা।

জানা গেছে, রহস্যময় শব্দ শোনার পর উদ্বিগ্ন বুচ উইলমোর নাসার হাউস্টনের মিশন কন্ট্রোলে বার্তা পাঠান। তিনি জানান, বোয়িং স্টারলাইন মহাকাশযানটি থেকে মুহুর্মুহু অদ্ভুত শব্দ ভেসে আসছে। তার মনে হয়েছে যেন স্টারলাইনারের বাইরে থেকে কেউ যানটির গায়ে ধাক্কা মারছে। এই শব্দটি সাবমেরিনের শব্দের মতো বলে জানিয়েছেন তিনি।

স্টারলাইনের ভেতরে থাকা স্পিকারের সঙ্গে একটি মাইক্রোফোন সংযোগ করেছেন বুচ উইলমোর। অদ্ভুত শব্দটি নাসার কন্ট্রোল রুমে শোনানোর জন্য বিশেষ এই বন্দোবস্ত করেন মার্কিন মহাকাশচারী।

নাসার তরফ থেকেও শব্দটি নিশ্চিত করা হয়েছে। শব্দটি হার্টবিটের মতো বলে ব্যাখ্যা দিয়েছে নাসা। তবে এর উৎস এখনো অজানা। নাসার বিজ্ঞানীরা এই শব্দ নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গেছেন। কোনোরকম ইলেক্ট্রোম্যাগনেটিক অডিয়ো সিস্টেমের কারণে এই শব্দটি হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের আনা হয়েছে। রহস্যময় সেই শব্দ রেকর্ড করেছে নাসা। একটি ভিডিও-ও শেয়ার করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

সুনীতাদের পৃথিবীতে ফেরানোর ঝুঁকি নিয়ে বড়সড় আশঙ্কার বাণী শুনিয়েছেন যুক্তরাষ্ট্রের মিলিটারি স্পেস সিস্টেমসের সাবেক কমান্ডার রুডি রিডল্ফি। তিনি বলেন, ‘পৃথিবীর বায়ুমণ্ডলে ধাক্কা খেয়ে জ্বলে যেতে পারে বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি। খাড়া অবস্থায় মহাকাশযানটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে গেলে, তার বর্মটি নষ্ট হয়ে বিপর্যয় নেমে আসতে পারে। কার্যত বাষ্পীভূত হয়ে উবে যেতে পারেন সুনীতারা।’ ফলে কোনোরকম ঝুঁকি নিতে নারাজ নাসা। সাবধানে পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি। সূত্র: এই সময়

বতসোয়ানায় মিলল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৯:০৬ পিএম
বতসোয়ানায় মিলল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা। ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ বতসোয়ানায় আবিষ্কৃত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরক খণ্ড। সম্প্রতি কানাডিয়ান মাইনিং কোম্পানি লুকারা ডায়মন্ড করপোরেশনের মালিকাধীন ‘কারোয়ে ডায়মন্ড মাইন’ নামের খনি থেকে ২ হাজার ৪৯২ ক্যারেটের হীরাটি পাওয়া গেছে। খনিটি বতসোয়ানার রাজধানী গাবোরোনের প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এই হীরা খনি থেকে উত্তোলনে এক্স-রে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। 

হীরাটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হলেও এটি এ-যাবৎ বতসোয়ানায় পাওয়া সবচেয়ে বড় আকারের হীরা। এই হীরক খণ্ড ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত ৩ হাজার ১৬ ক্যারেটের কলিন্যান ডায়ামন্ডের পর দ্বিতীয় বৃহত্তম। অবশ্য কলিন্যানের আকার এখন আর প্রাথমিক অবস্থায় নেই। এটি নয়টি আলাদা আলাদা ভাগে ব্রিটিশ রাজকীয় মুকুটে শোভা বাড়াচ্ছে।

লুকারা ডায়মন্ড করপোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর-পূর্ব বতসোয়ানার কারোয়ে ডায়মন্ড মাইন খনি থেকে এই হীরা আবিষ্কৃত হয়েছে। এটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় রাফ হীরাগুলোর একটি। লুকারা হীরকটির মূল্য বা গুণমান সম্পর্কে কিছু উল্লেখ করেনি। তবে যুক্তরাজ্যভিত্তিক ফাইন্যান্সিয়াল টাইমসকে নাম প্রকাশ না করার শর্তে লুকারার একটি সূত্র জানিয়েছে, হীরাটির দাম ৪ কোটি মার্কিন ডলারের বেশি হতে পারে।

লুকারা প্রেসিডেন্ট উইলিয়াম ল্যাম্ব এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা এই অসাধারণ ২ হাজার ৪৯২ ক্যারেটের হীরা আবিষ্কারের জন্য আনন্দিত। এটি ২০১৭ সালে স্থাপন করা মেগা ডায়মন্ড রিকভারি এক্স-রে প্রযুক্তি ব্যবহার করে শনাক্ত করা হয়েছে, যা বড় ও উচ্চ মূল্যের হীরা শনাক্ত করতে ব্যবহৃত হয়। এতে আকরিক চূর্ণ প্রক্রিয়ার সময় রত্নপাথর ভেঙে যায় না।’ কোম্পানির প্রকাশিত ছবি দেখে বোঝা যায়, হীরাটি হাতের তালুর সমান।

চলতি মাসের শেষ সপ্তাহে বতসোয়ানার প্রেসিডেন্ট মোকগওয়েটসি মাসিসি এক অনুষ্ঠানের মাধ্যমে হীরাটি সবার সামনে তুলে ধরেন। ইউরোপের বৃহত্তম অনলাইন হীরার জুয়েলার্স ‘সেভেনটি সেভেন ডায়মন্ডস’-এর ব্যবস্থাপনা পরিচালক টোবিয়াস কোরমিন্ড নিশ্চিত করেছেন, এটি কলিন্যানের পর আবিষ্কৃত বৃহত্তম হীরক খণ্ড।

তিনি বলেন, ‘এই আবিষ্কার মূলত নতুন প্রযুক্তির কারণে সম্ভব হয়েছে, যা বড় হীরাগুলোকে টুকরা টুকরা না করে মাটি থেকে বের করে আনতে কাজ করে। তাই আমরা সম্ভবত এখন থেকে আরও এরকম হীরা দেখতে পাব।’

বতসোয়ানা বিশ্বের বৃহত্তম হীরক উত্তোলনের জন্য অন্যতম। দেশটিতে বিশ্বের মোট হীরার ২০ শতাংশ উত্তোলিত হয়। এ দেশের প্রধান আয়ের উৎস হীরা, যা এর সামগ্রিক ঘরোয়া আয়ের ৩০ শতাংশ এবং রপ্তানির আয়ের ৮০ শতাংশ।

দক্ষিণ আফ্রিকার দেশটি গত মাসে খনির মালিকানা সংক্রান্ত নতুন একটি আইন প্রস্তাব করেছে। যেখানে বলা হচ্ছে, বিদেশি কোম্পানিগুলো পুরোপুরি মালিকানা ধরে রাখতে পারবে না। সরকার যদি কেনার সিদ্ধান্ত না নেয় তবে স্থানীয় কোম্পানির কাছে ২৪ শতাংশ শেয়ার বিক্রি করতে হবে।
এই হীরা আবিষ্কারের ঘোষণার আগে, বতসোয়ানায় আবিষ্কৃত বৃহত্তম হীরাটি ছিল ১ হাজার ৭৫৮ ক্যারেটের, যা ২০১৯ সালে কারোয়ে খনিতে পাওয়া যায়। এটির নাম দেওয়া হয়েছিল সেওয়েলো। ফরাসি ফ্যাশন ব্র্যান্ড ফরাসি ফ্যাশন ব্র্যান্ড লুই ভিটন বড় অঙ্কের অর্থ দিয়ে এটি কিনে ছিল।
লুকারা ২০২১ সালে বতসোয়ানায় একই এক্স-রে প্রযুক্তি ব্যবহার করে আরেকটি ১ হাজার ১৭৪ ক্যারেটের হীরা আবিষ্কার করেছিল।

দ্রুত ছড়াচ্ছে ইউরোপে ব্রিটেনে শনাক্ত ব্লুটং ভাইরাস

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৮:৫০ পিএম
আপডেট: ৩০ আগস্ট ২০২৪, ০৯:০৯ পিএম
ব্রিটেনে শনাক্ত ব্লুটং ভাইরাস

ইউরোপে দ্রুত বৃদ্ধি পাওয়ার পর ব্রিটেনে শনাক্ত হয়েছে ব্লুটং ভাইরাস। এই ভাইরাস গরু, ভেড়া, ছাগল ও হরিণের মতো গবাদিপশুকে আক্রান্ত করে। ব্লুটং ভাইরাস মানুষের জন্য বিপজ্জনক নয়। তবে গবাদিপশুর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। সম্প্রতি এই ভাইরাস ব্রিটেনের দক্ষিণ নরফোকের কাছে একটি ভেড়ায় পাওয়া গেছে। ব্লুটং ভাইরাসে আক্রান্ত লক্ষণগুলো হলো জিহ্বা নীল ও ফুলে যাওয়া, জ্বর, দুধ উৎপাদন কমে যাওয়া।

ব্রিটেনে ২০২৪-২৫ মৌসুমে এটিই প্রথম কোনো ভাইরাস শনাক্তের ঘটনা বলে মনে করা হয়। ভাইরাসটি আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে নরফোকের চারপাশে একটি ২০ কিমি নিয়ন্ত্রণ জোন ঘোষণা করা হয়েছে। যদিও এটি সাধারণত প্রাণী থেকে প্রাণীতে সংক্রমিত হয় না। শুধু সংক্রমিত রক্তের সংস্পর্শে আসলেই কোনো প্রাণী আক্রান্ত হতে পারে।

চলতি বছরের মে মাসে দেশটির সরকার জানিয়েছিল, বিটিভি-থ্রি নামে পরিচিত নতুন ধরনের ভাইরাস প্রবেশের উচ্চ সম্ভাবনা রয়েছে। কারণ সংক্রমিত মিজ উত্তর ইউরোপ থেকে উড়ে এসেছে। মিজ হলো এক ধরনের খুব ছোট ডানাযুক্ত উড়ন্ত পোকা। কর্মকর্তারা জানিয়েছেন, নেদারল্যান্ডস এবং জার্মানিতে দ্রুত বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ফ্রান্স, লুক্সেমবার্গ এবং ডেনমার্কে নতুন করে সংক্রমণের ঘটনা ঘটেছে।

ব্রিটেনের ডেপুটি চিফ ভেটেরিনারি অফিসার এলি ব্রাউন সোমবার বলেছেন, খামারিদের উচিত তাদের প্রাণীদের ঘন ঘন পরীক্ষা করা। কোনো সন্দেহ হলে অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যানেট হেলথ এজেন্সিকে জানাতে হবে।

সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাউন্টি থেকে এবং সেখানে চলাচলকারী প্রাণীদের জন্য বিনামূল্যে পরীক্ষা পাওয়া যায়। ২০২৩ সালের নভেম্বর মাসে ব্রিটেনে শেষবার ব্লুটং ছড়িয়ে পড়েছিল। চলতি বছরের মার্চ পর্যন্ত পাঁচ মাসের মধ্যে ১৯৯টি ঘটনা পাওয়ার গেছে।

এই ঘটনাগুলোর মধ্যে ভাইরাসটি ১১৯টি গরুতে এবং ৭টি ভেড়ায় পাওয়া গেছে। সে সময় নরফোক, সাফোক, এসেক্স, কেন্ট এবং পূর্ব সাসেক্সকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছিল।