ঢাকা ২৬ আষাঢ় ১৪৩২, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
English
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৮:৩৭ এএম
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ
সাইফুজ্জামান চৌধুরী

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন বেশকিছু সম্পত্তি জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম অ্যাজেন্সি (এনসিএ)। 

ইনভেস্টিগেটিভ ইউনিটের (আই-ইউনিট) বরাত দিয়ে বুধবার (১১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ কর্তৃপক্ষের আইনি অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। মানি লন্ডারিংয়ের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

সম্পত্তি জব্দের আদেশের বিষয়টি নিশ্চিত করে এনসিএ-এর একজন মুখপাত্র বলেছেন, চলমান তদন্তের অংশ হিসেবে এনসিএ সাইফুজ্জামান চৌধুরীর বেশকিছু সম্পত্তির বিরুদ্ধে ফ্রিজিং অর্ডার (জব্দের আদেশ) জারি করেছে। এর অর্থ হলো সাইফুজ্জামান চৌধুরী কার্যকরভাবে সেইসব সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না।

সাইফুজ্জামান যুক্তরাজ্যে আবাসনের ব্যবসা করেন। তার বিরুদ্ধে বিপুল অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশটিতে সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের ৩০০টির বেশি সম্পদ রয়েছে। এগুলোর মূল্য অন্তত ১৬ কোটি পাউন্ড।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা সাইফুজ্জামান চৌধুরীর বৈশ্বিক সম্পত্তি নিয়ে ‘দ্য মিনিস্টার্স মিলিয়নস’ শিরোনামের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদন অনুযায়ী, বিদেশে তার আনুমানিক ৫০ কোটি মার্কিন ডলার মূল্যের সম্পত্তির রয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের বিভিন্ন জায়গায় ৫০০ মিলিয়ন ডলারের সম্পদ কিনেছেন সাইফুজ্জামান চৌধুরী। যার মধ্যে শুধুমাত্র যুক্তরাজ্যেই তার ৩৬০টি বাড়ি রয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেশে ৬ মাসে সংখ্যালঘুদের ওপর ২৫৮ সহিংসতার ঘটনা

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৮:১০ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৮:২৪ পিএম
দেশে ৬ মাসে সংখ্যালঘুদের ওপর ২৫৮ সহিংসতার ঘটনা
ছবি: খবরের কাগজ

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সারা দেশে ২৫৮টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এ তথ্য উপস্থাপন করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত সংখ্যালঘু নাগরিক হত্যার ঘটনা ঘটেছে ২৭টি। নারী নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা ঘটেছে ২০টি। উপাসনালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৫৯টি; কথিত ধর্মঅবমাননার অভিযোগে গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনা ২১টি; বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ২৭টি; বাড়িঘর, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের ঘটনা ১২টি, শারীরিক নির্যাতন ও জোরপূর্বক পদত্যাগের ৪টি ঘটনা এ সময়ে ঘটেছে। এ সময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওপর হামলা ও নির্যাতনের ১২টি ঘটনা, ধর্মীয় আচার অনুষ্ঠানে বাধা, অপহরণের ১৬টি ঘটনা ঘটেছে। 

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম সভাপতি নির্মল রোজারিও। উপস্থিত ছিলেন অন্যতম সভাপতি প্রফেসর ড. নিম চন্দ্র ভৌমিক, সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, জে এল ভৌমিক, রঞ্জন কর্মকার, সংখ্যালঘু ঐক্যমোর্চাভুক্ত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে, ঋষি পঞ্চায়েত ফোরামের সভাপতি রামানন্দ দাস। 

তারা হতাশা প্রকাশ করে বলেন, ‘সরকারের পক্ষ থেকে সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কিত ঘটনাগুলো কোনো গুরুত্ব না দিয়ে ঐক্য পরিষদের উত্থাপিত রিপোর্ট মিথ্যা, অতিরঞ্জিত ও বানোয়াট বলে অস্বীকার করার কৌশল নেওয়া হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে এ ধরনের সাম্প্রদায়িক সহিংস ঘটনা শুধু ফৌজদারী অপরাধই নয়, এটি মানবতার বিরুদ্ধেও অপরাধ এবং তা এখনো চলমান।’ 

ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে যথাযথ বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ একেবারেই লক্ষণীয় নয়। এ পরিস্থিতি একদিকে সন্ত্রাসীদের এ ধরনের ঘৃণ্য কাজ করতে উৎসাহিত করছে, অপরদিকে নির্যাতনের শিকার ব্যক্তিদের মানবাধিকার পাওয়া এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিরাট অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।’

রাষ্ট্র সংস্কারের কার্যক্রমে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব ও অংশীদারত্বের বিষয়টি গুরুত্ব না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংখ্যালঘু সংগঠনের প্রতিনিধিরা। 

তারা বলেন, ‘এর মধ্য দিয়ে সংখ্যালঘুদের ওপর চলমান বৈষম্য ও নিপীড়নকে চ্যালেঞ্জ না করে তা টিকিয়ে রাখার ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হয়েছে।’ 

জয়ন্ত/রিফাত/

দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৭:৪৬ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৮:২৬ পিএম
দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ
বাংলাদেশ মহিলা পরিষদ

দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ এবং নারীদের হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি বলেছে, নারীরা নিজ ঘরে ও পরিবারে থেকেও আজ নিরাপদ নয়, যা দেশের সামগ্রিক নারী নিরাপত্তা পরিস্থিতির অবনতিকে স্পষ্ট করছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) এক বিবৃতিতে মহিলা পরিষদ জানায়, সাম্প্রতিক সময়ে দেশের চারটি জেলার নৃশংস ঘটনা নারীর প্রতি সহিংসতার চিত্রকে আরও মর্মান্তিকভাবে তুলে ধরেছে।

বিবৃতিতে বলা হয়, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার লক্ষ্মীমণ্ডপ গ্রামে গৃহবধূ এবং তার শ্বশুরকে নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। ভোলা সদর এলাকায় আরেক ঘটনায় দুই সন্তানের গলায় ধারালো অস্ত্র ধরে গৃহবধূকে ধর্ষণ করে প্রতিবেশী এক যুবক ও তার সহযোগীরা।

কুষ্টিয়ার কুমারখালীতে এক গৃহবধূকে তার দেবর দেড় বছরের সন্তানকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া গাইবান্ধার সাদুল্লাপুরে ধর্ষণ মামলার বাদীকে মামলা তুলে না নেওয়ায় মারধর করে হত্যার চেষ্টা চালানো হয়েছে।

মহিলা পরিষদ বলেছে, এই ঘটনাগুলো প্রমাণ করে যে, সমাজে নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে সহিংসতা বেড়েই চলেছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও কঠোর নজরদারি প্রয়োজন।

সংগঠনটি অবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একইসঙ্গে নির্যাতিতদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের উচিত এসব ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া এবং দেশের নারী ও কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

তিথি/সুমন/

পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা: ইসি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৭:৩৬ পিএম
পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা: ইসি
ছবি: সংগৃহীত

নির্বাচনে অনলাইনভিত্তিক পোস্টাল ব্যালট পদ্ধতিতে প্রবাসীরা ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে একথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, ‘ডিপিপির মাধ্যমে এজন্য একটি আলাদা প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ৪৮ কোটি টাকা।’

সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ত্রিপুরা রাজ্য সরকারকে প্রধান উপদেষ্টার আম উপহার

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৭:১৯ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৭:২৫ পিএম
ত্রিপুরা রাজ্য সরকারকে প্রধান উপদেষ্টার আম উপহার
ছবি: খবরের কাগজ

ভারতের ত্রিপুরা রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে রংপুরের হাড়িভাঙা আম পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে ৫টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ৩০০ কেজি আম পাঠানো হয়।

প্রতিবছর ত্রিপুরার রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহারসামগ্রী পাঠায় বাংলাদেশ সরকার। বিপরীতে বাংলাদেশ সরকারের জন্যও উপহার হিসেবে আসে ত্রিপুরার বিখ্যাত এবং রসালো কুইন জাতের আনারস।

এদিন বিকেলে আমভর্তি কাভার্ডভ্যান স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করে। ৬০টি কার্টনে করে মোট ৩০০ কেজি হাড়িভাঙা আম পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কার্গোওয়ার্ল্ড লজিস্টিকস নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রধান উপদেষ্টার উপহার হস্তান্তর করা হয় আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধির কাছে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় সব ধরনের ফি ও আদায়যোগ্য কর মওকুফ করে আমগুলো ছাড়া হয়।

উল্লেখ্য, আম-আনারস বিনিময় ছাড়াও প্রতিবছর দুর্গাপূজায় ভারতীয়দের জন্য উপহার হিসেবে দেশের স্থলবন্দরগুলো দিয়ে সীমিত সময়ের জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেয় সরকার।

আজিজুল/রিফাত/

দিনাজপুর বোর্ডে পাসে এগিয়ে ঠাকুরগাঁও

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৫:৫৩ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৬:২৬ পিএম
দিনাজপুর বোর্ডে পাসে এগিয়ে ঠাকুরগাঁও
ছবি: সংগৃহীত

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে ঠাকুরগাঁও জেলা পাসের হারে শীর্ষে এবং জিপিএ-৫-এ শীর্ষে আছে দিনাজপুর জেলা। ঠাকুরগাঁওয়ে পাসের হার ৭০ দশমিক ৪৯ শতাংশ। দিনাজপুরে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৬৩ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যানে এ তথ্য জানা যায়।

এ বছর দিনাজপুর থেকে ৩৭ হাজার ৫৩৭ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৬ হাজার ৬১জন পাস করে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৬৩ জন। পাসের হার ৬৯.৪৩ শতাংশ।

রংপুর জেলা থেকে ৩২ হাজার ৯১৭ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২২ হাজার ৫৬৬ জন পাস করে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৪৮ জন। পাসের হার ৬৮.৫৫ শতাংশ।

নীলফামারী জেলা থেকে ২১ হাজার ২৭ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৪ হাজার ২৮০ জন পাস করে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৪২ জন। পাসের হার ৬৭.৩৪ শতাংশ।

গাইবান্ধা জেলা থেকে ২৫ হাজার ৭৮১ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১৭ হাজার ৮৭ জন পাস করে এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮১২ জন। পাসের হার ৬৬.২৮ শতাংশ।

কুড়িগ্রাম জেলা থেকে ২০ হাজার ১০০ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১২ হাজার ৫৩২ জন পাস করে এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৫৮ জন। পাসের হার ৬২.৩৫ শতাংশ।

লালমনিরহাট জেলা থেকে ১৪ হাজার ১০৫ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৮ হাজার ৫৯১ জন পাস করে। তাদের মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৬১২ জন। পাসের হার ৬০.৯১ শতাংশ।

ঠাকুরগাঁও জেলা থেকে ১৭ হাজার ৭৩৬ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১২ হাজার ৫০২ জন পাস করে এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮২২ জন। পাসের হার ৭০.৪৯ শতাংশ।

পঞ্চগড় জেলা থেকে ১২ হাজার ৮৫১ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৮ হাজার ৫২৭ জন পাস করে এবং জিপিএ-৫ পেয়েছে ৭৯৫ জন। পাসের হার ৬৬.৩৫ শতাংশ।

সুলতান/রিফাত/