ঢাকা ১০ বৈশাখ ১৪৩২, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
English
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

অন্তর্বর্তী সরকারের লক্ষ্য রাষ্ট্র সংস্কার ও অর্থনীতি মেরামত

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯ এএম
অন্তর্বর্তী সরকারের লক্ষ্য রাষ্ট্র সংস্কার ও অর্থনীতি মেরামত
অন্তর্বর্তী সরকারের মেয়াদ এক মাস পূর্ণ হলো আজ। খবরের কাগজ গ্রাফিকস

অন্তর্বর্তী সরকারের মেয়াদ এক মাস পূর্ণ হলো আজ। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতন ঘটিয়ে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকার দায়িত্ব গ্রহণ করে ৮ আগস্ট। তার পর থেকে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে জোর দেওয়া শুরু হয়। একই সঙ্গে শুরু হয়েছে অর্থনীতি মেরামতের কাজও।

কাঠামো সংস্কারের অংশ হিসেবে এরই মধ্যে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কর্মকর্তা পর্যায়ে আনা হয়েছে ব্যাপক রদবদল। ঘুষ-দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। গুম-হত্যা চিরতরে বন্ধ করতে আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। আয়নাঘর নামের নির্যাতনের সেই ঠিকানা বাতিল করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনকে (দুদক) শক্তিশালী করা হচ্ছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় ও অর্থনৈতিক কাঠামোর কোন খাতে কতটা সংস্কার প্রয়োজন এবং তা কীভাবে সম্ভব তা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনায় বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা। আলোচনায় অংশ নিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। সকলের মতামতের প্রতিফলন আনতে রাজনৈতিক দলের কাছে সংস্কার প্রস্তাব চাওয়া হয়েছে। বিশেষভাবে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে শক্তিশালী, সংবিধান সংস্কার, তত্ত্ববধায়ক সরকারের রূপরেখা, গ্রহণযোগ্য নির্বাচনের পদ্ধতি নিয়ে বিশিষ্টজনের মতামত চাওয়া হয়েছে। 

এ বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ছাত্রদের অন্যতম সমন্বয়ক মাহফুজ আলম বলেন, ‘দেশে স্বচ্ছ, জবাবদিহি ও জনসম্পৃক্ত রাজনীতি ও নির্বাচন নিশ্চিত করতে হলে সংবিধান সংস্কার করতে হবে।’

সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার খবরের কাগজকে বলেন, ‘সংবিধান, আইনকানুন, বিধিবিধানে পরিবর্তন, বিচারক নিয়োগ-সবই সংস্কারের অংশ। গত সরকারের আমলে নির্বাচন কমিশন দলীয়করণের ফলে মানুষ নির্বাচন ব্যবস্থার ওপর থেকে আস্থা হারিয়ে ফেলে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণের কবলে পড়ে অযোগ্য, অদক্ষ ও দুর্নীতিগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়। এসব প্রতিষ্ঠান জনবান্ধব, দুর্নীতিমুক্ত ও কার্যকর হিসেবে গড়ে তুলতে সংস্কার শুরু হয়েছে। স্বল্প ও দীর্ঘমেয়াদি সংস্কার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সব সংস্কার হয়তো অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারবে না। কিন্তু এই পরিবর্তন আনতে হলে রাজনৈতিক বন্দোবস্ত হওয়া দরকার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে রাজনৈতিক সমঝোতা করতে হবে। তাদের মধ্যে লিখিত চুক্তি করা যেতে পারে যে, তারা ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করবে। তবে সেই ঐকমত্য এখনই হওয়া চাই। একটা জাতীয় সনদ প্রণীত হতে পারে। বিষয়গুলোতে ঐকমত্য হওয়া দরকার, সেগুলো লিখিত থাকবে এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পর সেগুলো বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো অঙ্গীকারবদ্ধ হবে।’ 

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস কূটনৈতিক সম্পর্কে নতুন হিসাব কষছেন। গত এক মাসে তিনি ৩০টির বেশি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন। নামি-দামি অনেক রাষ্ট্রের সরকারপ্রধান তাকে অভিনন্দন জানিয়ে সম্পর্ক জোরদার করার আগ্রহের কথা জানিয়েছেন। তবে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বিগত সরকারের যে ধরনের সম্পর্ক ছিল তাতে ভাটা পড়েছে। বাঁধ খুলে দেওয়া ও সীমান্ত হত্যাকাণ্ড ইস্যুতে ভারত সরকারকে কঠিন বার্তা দিয়েছে বর্তমান সরকার। ড. মুহাম্মদ ইউনূস সার্ককে গতিশীল করার পরিকল্পনার কথা জানিয়েছেন।  স্বাস্থ্য খাত ঢেলে সাজাতে ৯০ দিনের সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে। শিক্ষা খাতে ব্যাপক সংস্কার শুরু করা হয়েছে।

গণভবনকে জাদুঘর করার ঘোষণা দেওয়া হয়েছে। এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, ‘জাদুঘরে রূপান্তরের পর গণভবনে ছাত্র-জনতার অভ্যুত্থানের নানা ঘটনার পাশাপাশি আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে যেসব নিপীড়নের ঘটনা ঘটিয়েছে, যারা গুম হয়েছেন, তাদের তালিকা থাকবে। নিপীড়নের চিত্রও থাকবে।’

মানবাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার করা হচ্ছে এমন মত জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এখন পর্যন্ত গুমের কারণে নিখোঁজ ব্যক্তির সংখ্যা সাত শতাধিক।’ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছেন। এখন এ বিষেয় আইনি সংস্কার করা হবে। 

বর্তমান সরকারের এই এক মাসে পুলিশ বিভাগের সংস্কারে পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে গণ-অভ্যুত্থানের পর পুলিশ বিভাগকে এখনো পুরোদমে সক্রিয় করা সম্ভব হয়নি। 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড.  ইফতেখারুজ্জামান খবরের কাগজকে বলেন, ‘রাষ্ট্রীয় সংস্কারের অংশ হিসেবে সরকার পুলিশ বিভাগকে সক্রিয় করে সৎ, আন্তরিক ও পেশাদার হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। তবে পুলিশ বাহিনী এক মাসের মধ্যে পরিবর্তন হবে, তা আশা করা ঠিক না। সরকারকে পুলিশ সংস্কারে আরও জোর দিতে হবে।’

সংস্কারের অংশ হিসেবে অবৈধ সুবিধা গ্রহণ, দুর্নীতি ও গণহত্যার দায়ে বিগত সরকারের অনেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃখলা বাহিনীর সদস্য, রাজনৈতিক দলের নেতা-কর্মী, গণমাধ্যমকর্মীর নামে করা মামলায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে। 

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘গণহত্যার দায়ে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের কোন পদ্ধতিতে দ্রুততম সময়ে বিচার করা হবে, আইন মন্ত্রণালয় থেকে তার রূপরেখা নির্ধারণ করা হচ্ছে।’

অর্থনীতিতে সুশাসন নিশ্চিত করতে ব্যাপক সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পুঁজিবাজারসহ অর্থ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের কাজে গতি বাড়াতে আগের সরকারের আমলে দায়িত্ব পালনরতদের বাদ দিয়ে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে। শিল্প খাতে স্থিতিশীলতা রাখতে, কারখানায় সুষ্ঠু পরিবেশ ও শ্রমিকের অধিকার নিশ্চিত করতে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধি নিয়ে রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। অনেক ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। 

তৈরি পোশাক খাতের সংগঠন বিকেএমইএ সভাপতি মো. হাতেম খবরের কাগজকে বলেন, ‘বিশ্ববাপী পরিচিত ড. মুহাম্মদ ইউনূসের ইমেজ কাজে লাগিয়ে এ দেশের অর্থনীতি নতুনভাবে এগিয়ে যাবে।’

অর্থনৈতিক সংস্কারের আংশ হিসেবে এরই মধ্যে কালোটাকা সাদা করার বিশেষ সুযোগ বাতিল করা হয়েছে। ব্যাংক খাতে স্থিরতা আনতে কমিশন গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের মালিক দুর্নীতিগ্রস্ত হলে তাকে বিচারের আওতায় আনলেও তার প্রতিষ্ঠান সচল রাখতে সরকার প্রশাসক  নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ব্যবসায়ীদের কর ফাঁকি ও অর্থ পাচার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্দর সচল করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। পণ্যের দাম কমাতে এরই মধ্যে অনেক নিত্যপণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে। 

আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের মূল চ্যালেঞ্জ বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান। তিনি খবরের কাগজকে বলেন, ‘আমাদের আর্থিক খাত সংস্কার করা খুব জরুরি। বর্তমান সরকার দায়িত্বে এসে এখানেই হাত দিয়েছে। এটা অনেক বড় চ্যালেঞ্জের কাজ। অর্থনীতি ঠিকভাবে মেরামত করতে পারলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আমদানি কমবে, রপ্তানি, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। ছাত্র-জনতাও এটাই চেয়েছে।’

বৈশাখের উপাখ্যান

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০১:৫৩ পিএম
আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ এএম
বৈশাখের উপাখ্যান
খবরের কাগজ গ্রাফিকস

কমলামুখী মেয়ে কুড়োয় শুকনো
ঝরা পাতা
বৈশাখের ব্যাকুল হাওয়া জড়িয়ে থাকে গলা
কমলামুখী মেয়ে কুড়োয় শুকনো ঝরা পাতা
যেন রাজকুমারী নুয়ে আছে মুক্তমালার ভারে
গাল বেয়ে তার ঝরছে কেবল অহংকারী ঘাম
আগুনমুখো ছেলে কুড়োয় কী যে
ঘাসের ঘাড়ে হাত বুলিয়ে কাকে যে ডেকে আনে
ঝিঁঝিঁ পোকার রানিকে নাকি পাতাল কুমারীকে
ফিসফিসানি শব্দ শুনে মেয়েটি শুধু হাসে 

ঘামের ধারে ঘাস কেটে যায় রাস্তা জেগে ওঠে
তখন ছেলে রক্তমুখী সন্ধ্যা ধরে আনে
হঠাৎ মেয়ে ককিয়ে ওঠে চাবুক খাওয়ার মতো 
আকাশে আজ চাঁদ ওঠেনি
আধার ঝেঁপে আসে
অনেক ক্রোশ বাড়ি আমার ঘামের পথে
একলা যাওয়া ভার
তখন দূরে কামার শালায় গনগনিয়ে জ্যোৎস্না জেগে ওঠে
পাশেই লবণ নদী
জোয়ার এসে বাঘের মতো মেয়েকে নিয়ে ধায় 
জলদস্যুর বেশে ছেলে ঝাঁপিয়ে পড়ে জলে
কমলামুখী মেয়েকে তোলে মনের উপকূলে
ফিসফিসিয়ে হাওয়ার স্বরে বলে:
এমন অসীম ঘর পেয়েছো- কোথায় যাবে আর
ফিসফিসানি শব্দ শুনে মেয়েটি শুধু হাসে
শুকনো পাতার শব্দ শুনে ছেলেটি শুধু হাসে

বৈশাখও ব্যাপৃত যুদ্ধে

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০১:৫০ পিএম
আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ০৮:০৩ এএম
বৈশাখও ব্যাপৃত যুদ্ধে
খবরের কাগজ গ্রাফিকস

–তুমি কার প্রতিধ্বনি?
–সময়ের। প্রগতির। কল্যাণের।
–কী তোমার শক্তি ও পাথেয়?
–স্বপ্ন ও সুন্দর। মানবিক শুদ্ধতা প্রত্যয়।
–কী তুমি হটাতে চাও?
–অশান্তি কলুষ হিংসা অনৈক্য সংঘাত।
–বৈশাখ তোমার মধ্যে মুখরতা কেন?
–জাগিয়ে তুলতে চাই ঘুমন্ত মানব সত্তা।
–তারপর? অন্বিষ্ট কী আছে কিছু আর?
–প্রতিষ্ঠা সাম্যের। অবসান সমস্ত যুদ্ধের।
–এ স্বপ্ন পূরণ হওয়া কতটা সম্ভবপর?
–অনেক অনেকটাই। চলবে লড়াই। যুদ্ধই জীবন।

পরিযায়ী নববর্ষ

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০১:৪৮ পিএম
আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ০৮:০১ এএম
পরিযায়ী নববর্ষ
খবরের কাগজ গ্রাফিকস

মনের সঙ্গে মনের মিলে শুরু মনহর্ষ
ক্ষণের সঙ্গে ক্ষণের মিলে শুরু নববর্ষ।

এমন বর্ষ এমন হর্ষ সব মানুষের আছে
স্থানে-কালে নানান মঞ্চে নানান মানুষ নাচে।

চান্দ্র বর্ষ সৌর বর্ষ, বর্ষে বর্ষে হেরফের,
পরিযায়ী মানুষ কিন্তু সবকিছুই পায় টের।

যে যার মতো গণনা করে, শুরু ও শেষ ভিন্ন,
মূর্ত কিংবা বিমূর্ত হোক, স্বকৃতির এই চিহ্ন।

দূর পারস্যের ‘নওরোজ’ হয়ে বঙ্গ নববর্ষ,
সময়স্রোতে আকবর আর ফতে-খাঁর উৎকর্ষ।

সূর্যোদয় আর সূর্যাস্তেই দিনের শুরু-শেষ,
নিশিরাতে আমপান্তার আমানি অশেষ।

আসল কথা দুই মুহূর্তে সেতুভঙ্গ নাই,
চলছে ঘুমে-জাগরণে সংস্কৃতি ছিপ-নৌকাই। 

বছরশেষে হালখাতা আর শুরুর সঙ্গে নবান্ন, 
ইলিশপান্তার সঙ্গে আজও সংক্রান্তি ও শাকান্ন।

উড়াল ডানায় সময়পঙ্খী, সাম্যসুখী সুকৃতি
লাল-সবুজের বাংলাদেশে বিভেদবিহীন সংস্কৃতি।

বিশ্ব মানবজাতিও চায় মানুষরা হোক সুনন্দন,
শুরু থেকে শেষ অবধি মানবজাতির সুবন্ধন।

ব্যক্তি গোত্র জাতি সত্যে জাতিসত্তার শুরু হয়;
সকল জাতির মিত্রানন্দে জাতিসংঘ স্বত্বময়।

সমতলের বর্ষযাপন, জুম্মজাতির বৈসাবি,
নানান দেশে নানান জাতির বৈচিত্র্যের এই দাবি।

বিশ্বজাতির মিলনসূত্র মানবমৈত্রী নান্দনিক; 
নানান জাতির নানান কৃতীর কর্মধর্ম মানবিক।

সময় শুরু সময় শেষের ঘ্রাণে ঘ্রাণে পরিত্রাণ, 
বহমান এই কালের স্রোতে মূর্ত মানুষ-সর্বপ্রাণ।

নানান জাতির নানান বর্ষে আছে অভেদসুন্দর
মানবজাতির এক পৃথিবী একভিটা এক খামার ঘর।

কাঠগোলাপ তোমাকে ডাকছে

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০১:৪৬ পিএম
আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ০৮:০২ এএম
কাঠগোলাপ তোমাকে ডাকছে
খবরের কাগজ গ্রাফিকস

দক্ষিণের বারান্দার সদানন্দ বেলিগাছটি মরে গেছে। কোনো বিউগল বাজেনি। এখনো লড়ে যাচ্ছে নিঃসঙ্গ কাঠগোলাপ। পত্রপুষ্পহীন। আহা, কাঠগোলাপ! দিগন্তজুড়ে উড়ছে গনগনে বালির পতাকা। তপ্ত হাওয়ারা সোল্লাসে বলে: ‘সব ঝুট হ্যায়’।
পুড়ে গেছে চোখধাঁধানো পাতার বাহার, শুধু সারি সারি কঙ্কাল জেগে আছে ধানসিঁড়ি নদীটির তীরে। হিজলের তমালের। তবু অদম্য ঠুনঠুনি পাখিটি বারংবার প্রিয় নাম ধরে ডাকে: ‘বাগানবিলাস, বাগানবিলাস’। বাগান বিলাপ করে বিমুখ প্রান্তরজুড়ে। ওরা বলে, ‘ঝিনুক নীরবে সহো’!
যমুনার দুর্গম চরে মুখ থুবড়ে পড়ে আছে ধরিত্রী। অদূরে হায়েনার চোখের মতো গর্জমান বুভুক্ষু চিতার আগুন। মুমূর্ষু যমুনা হাঁকে চিরবিদ্রোহী বেহুলার মতো: ‘বালির শৃঙ্খল ভেঙে, ওরে রুদ্র ওরে খ্যাপা, দুকূল ভাসিয়ে নিয়ে তুই আয়। আয়। আয়।’ 
কাঠগোলাপ তোমাকে ডাকছে।

হে রুদ্রসখা, হে বৈশাখ

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০১:৪৫ পিএম
আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ০৮:০২ এএম
হে রুদ্রসখা, হে বৈশাখ
খবরের কাগজ গ্রাফিকস

বৃষ্টির রূপকে ঢুকে পড়েছে বৈশাখ
                     অন্দরমহলে
আমি এক বিব্রত ময়ূর
ভুলে গেছি পেখম তোলার গান
কী এক ঘোর জড়িয়ে ধরেছে 
                              আষ্টেপৃষ্ঠে
বৃষ্টির জলে তলিয়ে যাচ্ছি
উদ্দাম ঝোড়ো হাওয়া
বিজুলি চমকায় থেকে থেকে
গমকে গমকে আমি চমকে উঠি!
ঝোড়ো বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে 
                           যতসব গ্লানি
হে তেজোগর্ভ বৈশাখ
প্রিয় রুদ্রসখা
             ছড়িয়ে দাও তোমার দীপ্তি
                         অন্ধকারে
                                     জীর্ণ কুটিরে
                    বিষণ্ন লোকালয়ে
গ্রামে গঞ্জে শহরে বন্দরে...
হে মুক্তকচ্ছ বৈশাখ
মুমূর্ষু প্রাণে তোলো ঢেউ যৌবনের
শিশুর সারল্যে হেসে উঠুক
                         স্তনবৃন্ত 
                             জঙ্ঘা-জঘন
                                জখমি হৃদয় 
হে রুদ্র বৈশাখ
যত দ্বন্দ্ব মন্দ অন্ধ নাচে, নাচুক
এসো জয়, এসো কল্যাণ
প্রাণে প্রাণ রেখে বাঁচুক
দিশেহারা অযুত প্রাণ!